ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরের শ্রীনগর (Jammu Kashmir News) লাগোয়া লিদওয়াস অঞ্চলে সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা ও নিরাপত্তাবাহিনী। যৌথ অভিযানে খতম করা হয়েছে অন্তত তিন জন জঙ্গিকে। সেনার তরফে জানানো হয়েছে, এই অভিযান এখনও চলমান এবং আরও এক বা একাধিক জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কায় এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
‘অপারেশন মহাদেব’ (Jammu Kashmir News)
জানা গিয়েছে, ‘অপারেশন মহাদেব’ নামে বিশেষ অভিযান শুরু (Jammu Kashmir News) হয় লিদওয়াস অঞ্চলে, যেখানে ভারতীয় সেনার চিনার কর্পস, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ একত্রে অংশ নেয়। গোপন গোয়েন্দা সূত্রে খবর আসে যে ওই এলাকায় কয়েকজন জঙ্গি গা-ঢাকা দিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতেই সকালেই শুরু হয় অভিযান।
নিশ্চিত হওয়ার পরই চূড়ান্ত অভিযান শুরু (Jammu Kashmir News)
প্রায় ১৫ দিন ধরে এই অভিযান চালানোর প্রস্তুতি চলছিল বলে নিরাপত্তাবাহিনী সূত্রে জানা (Jammu Kashmir News) গিয়েছে। গোপন ঘাঁটিতে জঙ্গিরা রয়েছে বলে নিশ্চিত হওয়ার পরই চূড়ান্ত অভিযান শুরু হয়। প্রথমে সংঘর্ষে দুই জঙ্গি নিকেষ হয়, পরে খতম করা হয় আরও এক জনকে। অভিযানে খতম হওয়া তিন জঙ্গির মধ্যে দু’জনের নাম সুলেমান ও ইয়াসির বলে জানা গিয়েছে। তারা বিগত এপ্রিল মাসে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
বৈসারন উপত্যকায় ভয়াবহ হামলা
সূত্রের দাবি, নিহত তৃতীয় জঙ্গির নাম হামজা। তাকেও পহেলগাঁও হামলার মূলচক্রী হিসেবে সন্দেহ করা হচ্ছে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল বৈসারন উপত্যকায় ভয়াবহ হামলা চালানো হয় পর্যটকদের উপর। প্রাণ হারিয়েছিলেন ২৫ জন নিরীহ পর্যটক এবং এক স্থানীয় ঘোড়াচালক। সেই ঘটনার পর থেকেই অভিযুক্ত জঙ্গিদের খোঁজে নেমেছিল নিরাপত্তাবাহিনী।
অভিযান জারি রয়েছে
এখনও পর্যন্ত সেনার তরফে জঙ্গিদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, চতুর্থ এক জঙ্গি, মুসা নামে পরিচিত-এখনও লুকিয়ে রয়েছে লিদওয়াস অঞ্চলের ঘন জঙ্গলে। তাকেও খুঁজে বের করতে অভিযান জারি রয়েছে। সেই জঙ্গিও পহেলগাঁও হামলায় যুক্ত বলে গোয়েন্দাদের সন্দেহ।

আরও পড়ুন: Kolkata Metro Service Dispute: ব্লু লাইনে ফের বিপর্যয়, কবি সুভাষ পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা!
এই অভিযানে সেনা ও নিরাপত্তাবাহিনীর মনোবল অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে। সেনার তরফে জানানো হয়েছে, যতক্ষণ না শেষ জঙ্গিকেও খতম করা যাচ্ছে, ততক্ষণ অভিযান চলবে। এলাকা ঘিরে ফেলা হয়েছে, বাহিনী মোতায়েন রয়েছে অতিরিক্তভাবে। সন্ত্রাস দমন অভিযানে এই সাফল্য জম্মু ও কাশ্মীরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।