ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডিসেম্বরের মাঝামাঝি সময়েই উত্তর ভারতজুড়ে শীত চরম রূপ ধারণ করে। অন্যথা হয়নি এবছরেও। জম্মু-কাশ্মীর (Jammu Kashmir), হিমাচলপ্রদেশ (Himachal Pradesh) ও উত্তরাখণ্ডের (Uttarakhand) পাহাড়ি অঞ্চলে তুষারপাত (Snowfall) শুরু হয়েছে ইতিমধ্যেই। ফলে পরিবেশ সাদা বরফের চাদরে ঢেকে গেছে। সমতল এলাকাতেও শীতের (Winter) দাপট দেখা দিয়েছে।
হিমাচল প্রদেশে তুষারপাতের কারণে ২২৩টি রাজ্য জাতীয় সড়ক, ১৭৭টি স্থানীয় রাস্তা এবং ৩টি জাতীয় মহাসড়ক এইমুহূর্তে বন্ধ প্রতিবেদন লেখা পর্যন্ত। পর্যটন শহর ধর্মশালা ও ম্যাকলিওডগঞ্জের দিকে বিপুল সংখ্যক পর্যটকদের ভিড়ের (Jammu Kashmir) কারণে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

সিমলা ও মানালিতে বরফে ঢাকা রাস্তা যানবাহনের গতি ব্যাহত। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বরফ সরানোর কাজ চলছে। তবে বিদ্যুৎ এবং জল সরবরাহের সমস্যার এখনও হয়নি সমাধান। উত্তরাখণ্ডে কেদারনাথ এবং গঙ্গোত্রী ঢেকে গেছে বরফে উত্তরাখণ্ডের বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রীতে হয়েছে তুষারপাত। কেদারনাথ ধামে এক ফুটেরও বেশি বরফ জমে গেছে।
আরও পড়ুন: https://tribetv.in/charges-against-partha-arpita-were-not-filed-in-tuesday/
গঙ্গোত্রী জাতীয় সড়ক বরফে ঢাকা পড়ে যানবাহন চলাচল বন্ধ । উত্তরকাশী ও তেহরিতে তুষারপাতের ফলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। স্থানীয় প্রশাসন পর্যটকদের জন্য রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে, তবে বরফের দাপটে কাজের গতি ধীর। কাশ্মীরের ডাল লেকও জমে যাচ্ছে কাশ্মীরে (Jammu Kashmir) প্রবল শীতের কারণে ডাল লেকের জল জমে যাচ্ছে। তুষারপাতের কারণে পর্যটকদের আনাগোনা বাড়লেও স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/kolkata-police-arrangement-for-christmas-festival/
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও তুষারপাত হতে পারে। সমতল এলাকাতেও শীতের তীব্রতা পাহাড়ি অঞ্চলে তুষারপাতের ফলে সমতল এলাকাগুলিতেও শীতের প্রকোপ বেড়েছে। দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং বিহারের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমে গেছে। দিল্লি-এনসিআর অঞ্চলে ঠাণ্ডা বাতাস এবং কুয়াশার কারণে পরিবেশ আরো শীতল হয়ে উঠেছে।