ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিপাড়ায় (Bollywood ) কি তবে ধুমধাম করে বাজতে চলেছে বিয়ের সানাই (Janhvi-Khushi Wedding Plan)? আপাতত সেই ইঙ্গিত দিচ্ছেন শ্রীদেবীর (Sridevi) দুই কন্যা। বিয়ে নিয়ে প্ল্যানিং করছেন শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী (Janhvi Kapoor) এবং খুশি (Khushi Kapoor)। তবে পাত্র কারা? একদিকে যখন বেদাঙ্গের সঙ্গে সম্পর্কের গুঞ্জন চলছে, ঠিক তার মাঝেই বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন খুশি। প্রেমচর্চার মাঝেই খুশি শেয়ার করে নিলেন ওয়েডিং প্ল্যান। বিয়ের পর কেমন জীবন চান শ্রীদেবীর মেয়েরা?
শেয়ার করলেন মনের কথা (Janhvi-Khushi Wedding Plan)
চর্চিত প্রেমিক বেদাঙ্গ রায়নার সঙ্গে শ্রীদেবী কন্যা খুশি কাপুরের সম্পর্কের চর্চা, এখন বলিউডের হট টপিক (Janhvi-Khushi Wedding Plan)। দুজনকেই দেখা গিয়েছিল জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমায়। সম্প্রতি ফটোশিকারীদের ক্যামেরায় দুজনকে একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। তবে বিয়ে নিয়ে আলোচনায় মাতলেন শ্রীদেবীর আদুরে দুই কন্যা। মনের কথা শেয়ার করে নিলেন সিদ্ধার্ত কাননের সঙ্গে।
খুশির স্বপ্ন (Janhvi-Khushi Wedding Plan)
খুশি কাপুরের কথায়, ছোট থেকেই তিনি ধুমধাম করে বিয়ের স্বপ্ন দেখতেন (Janhvi-Khushi Wedding Plan)। মুম্বাইতে বড় হয়েছেন। বিয়ের পরেও বাবা যে বিল্ডিংয়ে থাকেন, তিনি সেখানেই থাকবেন। ইচ্ছা আছে, বাবার বাড়ির কাছাকাছি থাকার। যেখানে তাঁর পরিবারে থাকবে, স্বামী দুই সন্তান আর অনেক পোষ্য।
আরও পড়ুন: IKSFF: ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে চাঁদের হাট, কারা হলেন সেরার সেরা?
জাহ্নবীর স্বপ্ন
জাহ্নবী কাপুরের কথায় তিনিও স্বামী সন্তান নিয়ে সুখের সংসার চান। তিরুপতি মন্দিরে বিয়ের ইচ্ছে তাঁর। খোঁপায় পরবেন জুঁই ফুলের মালা। সবাইকে খাওয়াবেন কলা পাতায়।
খুশি আর জাহ্নবী রক্তের সম্পর্কের দুই বোন। কিন্তু ভিন্নধর্মী মানুষ। খুশিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তিনিও কি বোন জাহ্নবীর মতো স্বপ্ন দেখেন? এই উত্তরে খুশি সরাসরি না বলে দেন। তাঁর কথায়, জাহ্নবী ওগুলো করতে ভালোবাসে । কিন্তু তিনি অন্যরকম কিছু করতে চান।
আরও পড়ুন: Sonu Nigam: পদ্মশ্রী নিয়ে সোনু নিগমের মারাত্মক অভিযোগ, অরিজিতকে খোঁচা!
খুশি-বেদাঙ্গের সম্পর্কের রসায়ন
খুশি কিংবা বেদাঙ্গ আনুষ্ঠানিক ভাবে তাঁদের সম্পর্কের কথা জাহির করেননি। যদিও ভক্তরা তাঁদেরকে একসঙ্গে দেখতে ভীষণ ভালোবাসে। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের ভিডিও থেকে ছবি, ভীষণ ভাবে ভাইরাল। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, লিফটের বাইরে দুজনে অপেক্ষা করছেন। তখনই ক্যামেরা বন্দী হন চর্চিত এই লাভ বার্ডস। এখন খুশি ব্যস্ত তাঁর আপকামিং ছবি ‘লাভিয়াপা’ (Loveyapa) নিয়ে। আগামী ৭ই ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে সিলভার স্ক্রিনে। ছবিটিতে খুশি জুটি বেঁধেছেন জুনায়েদের সঙ্গে। প্রসঙ্গত, খুশি এবং জাহ্নবীর মা শ্রীদেবীও সুখী সংসারের স্বপ্ন দেখতেন। শুটিংয়ের অবসরে প্যাক আপের পর স্বামী কন্যার দেখভাল করতেন। এখন সেই স্বপ্ন তাঁর দুই মেয়ের চোখে।