ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের (Janmashtami 2025) অষ্টমী তিথিতে পালন করা হয় জন্মাষ্টমী। এই দিনটি ভক্তদের কাছে অন্যতম পবিত্র দিন। এই রাতেই রোহিণী নক্ষত্রে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই এদিন লাড্ডু গোপালের জন্য থাকে বিশেষ আয়োজন, থাকে দোলনা সাজানো থেকে শুরু করে পুজোর আসর সুন্দরভাবে প্রস্তুত করার পালা। গোপালকে সাজিয়ে তোলা এই দিনের মূল আকর্ষণগুলোর মধ্যে অন্যতম।
পুজোর ব্যাকড্রপ (Janmashtami 2025)
প্রথমেই শুরু করা যাক পুজোর ব্যাকড্রপ দিয়ে (Janmashtami 2025)। বাজারে এখন অনেক রকম প্রস্তুত ব্যাকড্রপ পাওয়া যায়, যেগুলো সহজেই দেয়ালে লাগানো যায় বা স্ট্যান্ডে ঝুলিয়ে সাজানো যায়। ব্যাকড্রপের রঙ বেছে নিন গাঢ় কিছু-যেমন নীল, সোনালি বা লাল। এরপর পুজোর বেদি বা দোলনার পালা। ব্রাইট ইয়েলো বা লাল রঙের কাপড় দিয়ে বেদি ঢেকে দিন। ফুলের মালা দিয়ে দোলনাটিকে সাজানো যেতে পারে-বিশেষ করে জুঁইফুল, রজনীগন্ধা বা গাঁদার মালা বেশ মানিয়ে যায়। কেউ চাইলে সোনালি জরি বা কুঁচির কাজও ব্যবহার করতে পারেন।
কৃষ্ণসজ্জার অবিচ্ছেদ্য অংশ (Janmashtami 2025)
এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে-গোপালের সাজে। ছোট থেকে বড়, নানা সাইজের গোপালের জন্য আলাদা আলাদা পোশাক বাজারে পাওয়া যায়। এবার ট্রাই করতে পারেন কনট্রাস্ট রঙের পোশাক। যেমন, হলুদ রঙের পোশাকের সঙ্গে নীল বা সবুজ ওড়না। পাগড়ি যেন হয় জমকালো এবং অবশ্যই ময়ূরপুচ্ছ লাগানো থাকবে-এই একটি জিনিস কৃষ্ণসজ্জার অবিচ্ছেদ্য অংশ।
গোপালের অলংকার
গোপালের অলংকার নিয়েও একটু যত্ন নিন। যদি গয়নার সংখ্যা বেশি হয়, তবে পোশাক রাখুন একরঙে এবং গাঢ় রঙের, যাতে গয়নার শোভা ঠিকঠাক ফুটে ওঠে। এখন বাজারে সিটি গোল্ড ইমিটেশনের নানা অলংকার পাওয়া যায়, যার মধ্যে রয়েছে কানের দুল, বালা, কুণ্ডল, কোমরবন্ধ ইত্যাদি। কেউ চাইলে রুপো বা মুক্তোর গয়নাও পরাতে পারেন।
আরও পড়ুন: Rust: সহজ ৪ ঘরোয়া পদ্ধতিতে মরচে গায়েব
গোপালের হাতে বা পাশে রাখুন বাঁশি-এটা কৃষ্ণের সবচেয়ে প্রিয় বস্তুগুলোর একটি। অনেকেই ফুলের তৈরি পোশাক বা ময়ূরপঙ্খের থিমেও সাজিয়ে থাকেন গোপালকে, তাও খুব জনপ্রিয়। সব শেষে, মনে রাখবেন, সাজসজ্জা শুধু বাহ্যিক নয়-স্নেহ, নিষ্ঠা আর ভক্তির সঙ্গে মিশে থাকলে তবেই পূজা সম্পূর্ণ হয়। সুন্দরভাবে গোপালকে সাজিয়ে, মন দিয়ে পুজো করলে বিশ্বাস করা হয়, কৃষ্ণ সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন, জীবনের বাধাবিপত্তি সরিয়ে আনেন শান্তি ও সমৃদ্ধি।