Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ পবিত্র জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আবির্ভাব (Janmashtami Puja Rituals) তিথি। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে শ্রীবিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়, কারাগারে। সেই রাত থেকেই শুরু হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে ধর্মের প্রতিষ্ঠা। তাই এই দিনটি শুধুই উৎসব নয়, বরং এক আধ্যাত্মিক উপলক্ষ।
আজকের দিনে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে কিছু গুরুত্বপূর্ণ আচার ও নিয়ম মানা অত্যন্ত শুভফলদায়ী বলে মনে করা হয়। চলুন জেনে নেওয়া যাক সেই নিয়মগুলো-
১. শুদ্ধতা বজায় রাখা (Janmashtami Puja Rituals)
ভোরবেলা উঠে স্নান করে পরিষ্কার ও ধোয়া কাপড় পরা উচিত (Janmashtami Puja Rituals)। শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, মনেরও শুদ্ধতা জরুরি। রাগ, হিংসা, ঈর্ষা ইত্যাদি অনুভূতি দূর করে শান্ত মনে পুজোয় বসলে তবেই শ্রীকৃষ্ণের কৃপা লাভ সম্ভব।
২. উপবাস পালন (Janmashtami Puja Rituals)
জন্মাষ্টমীতে উপবাস রাখা বহু পুরনো এক বৈষ্ণব আচার (Janmashtami Puja Rituals)। কেউ নির্জলা উপবাস করেন, কেউ ফলাহার বা দুধ-দই-মিষ্টির মাধ্যমে ব্রত পালন করেন। এই উপবাস আত্মসংযম বাড়ায় এবং একাগ্রতা তৈরি করে ভগবানের প্রতি।
৩. কৃষ্ণ নাম জপ ও ভজন
দিনভর বা অন্তত কয়েক ঘণ্টা শ্রীকৃষ্ণের নাম জপ করা উচিত। বিশেষ করে “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ…” মহামন্ত্র জপ করলে মানসিক শান্তি আসে, নেতিবাচক শক্তি দূর হয়। সন্ধ্যায় বা রাত্রে ভজন অনুষ্ঠানের আয়োজনও অত্যন্ত শুভ।

৪. কৃষ্ণলীলার পাঠ ও শ্রবণ
আজকের দিনে শ্রীমদ্ভাগবত গীতা বা ভাগবত পুরাণ পাঠ বা কৃষ্ণলীলার কীর্তন শুনলে জীবনে সত্য, নৈতিকতা ও ধর্মচেতনা জাগে। পরিবারে এই পাঠ করলে আশীর্বাদ প্রাপ্তি হয়।
৫. মধ্যরাত্রির জন্মলীলায় অংশগ্রহণ
বিশ্বাস করা হয়, কৃষ্ণের জন্ম রাত ১২টায়। সেই মুহূর্তে শঙ্খ, ঘণ্টা, আরতির সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা করলে তৎক্ষণাৎ আশীর্বাদ লাভ হয়। দুধ, মাখন, চিনি, তুলসী দিয়ে গোপালকে স্নান করানো ও সাজিয়ে আরতি করা শুভ।
৬. দান ও সেবা
এই দিনে দান বিশেষ গুরুত্ব পায়। গরিব, দুঃস্থ, ভক্তদের মধ্যে খাবার, জামাকাপড়, ওষুধ বা প্রয়োজনীয় জিনিস বিলি করলে পূণ্য অর্জন হয় এবং সংসারে সুখ-শান্তি আসে।
আরও পড়ুন: Singur Nurse Death: নন্দীগ্রামের নার্স দীপালি জানার রহস্য মৃত্যু, ময়নাতদন্ত নিয়ে বিতর্ক!
৭. তুলসী অর্পণ
তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়। আজকের দিনে পুজোয় তুলসীপাতা নিবেদন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। পাশাপাশি তুলসী গাছে জল দেওয়া ও পুজো করাও জন্মাষ্টমীতে অত্যন্ত শুভ।