Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা চলচ্চিত্র (Jeet-Tota) জগতে আবারও এক নতুন চমক। বহু প্রতীক্ষিত ও আলোচিত ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুপারস্টার জিৎ (Jeet)। আর এই খবর মাসখানেক আগেই জানা গিয়েছিল। তবে সম্প্রতি আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম জানা গেল , যাতে অভিনয় করবেন এক গুণী অভিনেতা। যিনি টলিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। কোন অভিনেতাকে দেখা যাবে জিতের বিপরীতে? কোন চরিত্রে অভিনয় করবেন তিনি?
কে থাকছেন অভিনয়ে? (Jeet-Tota)
ছবিটির গল্প আবর্তিত হবে একজন বিতর্কিত চরিত্রকে (Jeet-Tota) ঘিরে । যিনি কারও চোখে বিপ্লবী, আবার কারও চোখে ডাকাত। এই দ্বৈত পরিচয় ও ঐতিহাসিক পটভূমি নিয়ে তৈরি এই ছবিটি। ছবিতে জিৎকে এক রহস্যময় সংগ্রামী চরিত্রে দেখা যাবে। অন্যদিকে থাকছেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। যিনি ‘দুর্গা রায় ‘ চরিত্রে অভিনয় করবেন। দুর্গা রায় চরিত্রটি হবে রাজনৈতিক ভাবে সচেতন ও তীক্ষ্ণ বুদ্ধিমান এক ব্যক্তি। আর এই দুর্গার চরিত্রটি ছবির গল্পের মোড় ঘোরানোর মত। তবে দুর্গা রায় চরিত্রটি জিৎ এর চির শত্রু হলেও, নেতিবাচক অর্থে কিন্তু নয়। বরং বিদ্রোহের বিরুদ্ধে আইনরক্ষক হিসাবে দেখা যাবে দুর্গা রায়কে।
অ্যাকশন অবতারে ধরা দেওয়া (Jeet-Tota)
এই ছবিকে নিয়ে পরিচালক পথিকৃৎ বসুর কাছ থেকে আগেই (Jeet-Tota) কিছু তথ্য জানা গিয়েছিল। তাঁর কথায়, স্বাধীনতা সংগ্রামী বহু বিপ্লবীকে আমরা মনে রাখি। আর সেই সব বিপ্লবীদের মধ্যে একজন ছিলেন অনন্ত সিং ,যাঁর কথা অনেককেই জানেননা। সেই কারণেই তাঁকে নিয়ে বায়োপিক। আর এই বায়োপিকে অনন্ত সিংয়ের চরিত্রে থাকছেন জিৎ (Jeet)। পরিচালক আরও বলেন , টোটা রায়চৌধুরীর ( Tota Roy Chowdhury) অভিনয় তাঁর ভীষণ প্রিয় এবং তাঁকে পূর্ণ অ্যাকশন অবতারে দেখতে চেয়েছিলেন অনেকদিন থেকেই, আর সে কারণেই এই চরিত্রে টোটাকে আহ্বান জানানো। পরিচালকের কথায়, জিৎ ও টোটার দুর্দান্ত অ্যাকশন দৃশ্য দর্শকের কাছে এক নতুন অভিজ্ঞতা আনবে।
সংঘর্ষের দৃশ্য (Jeet-Tota)
শোনা যাচ্ছে , অক্টোবর মাস থেকে ছবির শুটিং হতে চলেছে। কলকাতা, ম্যাসাঞ্জোর ড্যাম ও ঝাড়খন্ডের মতো জায়গাতে এই ছবির শুটিং হবে। মেকআপের দায়িত্বে রয়েছেন সোমনাথ কুন্ডু। মাস্টারদা সূর্যসেনের ছত্র ছায়ায় কিভাবে অনন্ত সিং স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িয়ে ছিলেন, সেই গল্পই তুলে ধরা হবে ছবিতে। বোঝাই যাচ্ছে যে, এই ‘ অনন্ত সিং’ এর চরিত্রে জিৎ (Jeet ), অপরদিকে ইন্সপেক্টর ‘দুর্গা রায়ের’ চরিত্রে টোটা রায়চৌধুরীর ( Tota Roy Chowdhury) সংঘর্ষ দর্শকের নজর কাড়বে।
আরও পড়ুন: Jaya Ahsan: সফলতা পেতে কঠিন লড়াই, সিক্রেট পথ দেখালেন জয়া আহসান
উপভোগ করার মতো
অভিনেতা টোটা রায়চৌধুরীর (Tota Roy Chowdhury) কথা অনুযায়ী, গল্পের চিত্রনাট্য তাঁর ভীষণ পছন্দ হয়েছে। সাথে জিতের সাথে অনেক দিনের বন্ধুত্ব রয়েছে তাঁর। তবে একসাথে পর্দায় কাজ করা হয়নি। সেদিক থেকে এই ছবিটি প্রথম ,যেখানে তাঁদের দুজনকে একসাথে দর্শক দেখতে পাবেন। তাছাড়া দুর্গা রায় চরিত্রটিও বেশ শক্তিশালী। আর এই ছবির মধ্যে কিছু নতুন করে করে দেখানোর জায়গা রয়েছে বলে মনে করেন টোটা রায় চৌধুরী। সবশেষে বলা যায় , একটি ঐতিহাসিক পটভূমিতে এই দুই শক্তিশালী অভিনেতাকে একই সাথে পর্দায় দেখতে পাবেন দর্শক। আর শুধু তাই নয়, দুই অভিনেতার মুখোমুখি সংঘর্ষ ও অনন্ত সিং দুর্গা রায়কে এড়িয়ে নিজেকে লুকানোর যে সমস্ত কৌশল অবলম্বন করবে, সেই সমস্ত দৃশ্য দর্শক বেশ উপভোগ করতে পারবেন বলে, আশা করা হচ্ছে।