ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি দিতিপ্রিয়া রায় (Jeetu-Ditipriya) সোশ্যাল মিডিয়ায় এক লম্বা পোস্ট করেন । যে পোস্টের মাধ্যমে তিনি দাবি করেন, তাঁর সহ অভিনেতা তাঁকে নানা রকম ছবি ও লেখা পাঠান, যাতে তিনি বিব্রতবোধ করেন। ইতিমধ্যেই যে পোস্ট সমাজ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। তবে অভিনেতা জিতু কমল ( Jeetu Kamal) তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের কিছু স্ক্রিনশট শেয়ার করে নেন সকলের সাথে। তাছাড়া অভিনেতা মনে করেন, প্রবঞ্চনার শিকার হচ্ছেন দিতিপ্রিয়া। এ বিষয়ে ট্রাইব টিভির সাক্ষাৎকারে কী বললেন অভিনেতা জিতু কমল ? কী পোস্ট করলেন অভিনেতা ?অভিনেতা কী বলতে চাইলেন ? তবে কী অভিনেতার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র চলছে ?
দর্শকের উপর ছেড়ে দেওয়া (Jeetu-Ditipriya)
অভিনেতা জিতু কমল (Jeetu-Ditipriya) তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি কিনা তা পুরোপুরি দর্শকের উপরই ছেড়ে দিলেন। অভিনেতার কথায়, এটি একটি ছোট্ট পেশাগত সমস্যা । তাই তিনি দর্শককে স্নেহ ভালবাসা দিয়ে মার্জনা করতে বললেন বিষয়টি। ছোট্ট সমস্যা বললেন কারণ, অভিনেতার বিপরীতে অভিনয় করা সহ অভিনেত্রী দিতিপ্রিয়া খুবই ছোট। এমনকি অভিনেতা জিতু কমল মনে করেন , দিতিপ্রিয়া যেহেতু খুবই ছোট তাই সে যে কাজটা করে ফেলেছে। সেটা কতটা গভীর তাও হয়ত জানে না সে। তবে এই ঘটনাকে জিতু কমল অনেকটা ‘বাঘের মুখে রাখাল পড়ার মত’ গল্পের সাথে তুলনা করেছেন।
স্বীকার করা (Jeetu-Ditipriya)
দাবি করা হয়েছিল , অভিনেতা জিতু ধারাবাহিকের প্রথম মাসের পর (Jeetu-Ditipriya) থেকে অভিনেত্রীর সাথে আর কথা বলেন না। শুধুমাত্র মেসেজ করেন । জিতু অবশ্য সে কথা স্বীকার করেছেন। তাঁর মতে , স্টুডিওতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে তিনি কথা বলেন না। তবে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। আর যে মেসেজের স্ক্রিনশট জিতু শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সাথে এও জানান, সবটাই তিনি সবার সামনে তুলে ধরলেন । তাঁর ভুল গুলো সরাসরি তাঁকে জানাতে বলেছেন। তিনি ভুলগুলো শুধরে নেবেন।
কর্তব্য (Jeetu-Ditipriya)
জিতু কমল (Jeetu-Ditipriya) সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট শেয়ার করেছেন ঠিকই , তবে তিনি এও জানিয়ে দিয়েছেন , হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার ঝাপসা করে দিয়েছেন তিনি। কারণ এতে দিতিপ্রিয়া অসুবিধায় পড়তে পারে বলে মনে করেন অভিনেতা। জিতু কমলের মতে, হাজার হোক তিনি সিনিয়র । তাই তাঁর সহ অভিনেত্রী দিতিপ্রিয়া অসুবিধায় পড়ুক তা তিনি কখনই চান না। আর এ বিষয়ে খেয়াল রাখা তাঁর কর্তব্যের মধ্যে পড়ে বলে অভিনেতা মনে করেন।
নির্দোষ
জিতু কমলের ( Jeetu Kamal) মতে, সমাজে ‘ভিকটিম কার্ড ‘ খেলাটা এই প্রথম নয়। এমন ঘটনা অনেক ঘটেছে। জিতু কমল তাঁর পোস্টের মধ্য দিয়ে দিতিপ্রিয়াকে নির্দোষ বলে মনে করছেন। অভিনেতার মতে, দিতিপ্রিয়াকে প্রবঞ্চনা দেওয়া হয়েছে। সত্যি বিপদের সময় এমন লোকজন হয়ত দিতিপ্রিয়ার পাশে নাও থাকতে পারে বলে তিনি মনে করছেন।
আগলে রাখা
অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) পোস্ট করা কথা অনুযায়ী , দিতিপ্রিয়াকে তাঁর মতো করে কাজ করতে দেওয়া হয় । কারণ সে খুবই ভালো ও শিক্ষিত মেয়ে। অভিনেতার মতে, দিতিপ্রিয়ার যেহেতু বয়স অল্প, তাই সে এখনও অপরিণত । দিতিপ্রিয়াকে যত্ন করে আগলে রাখতে বলেছেন অজানা ব্যক্তির উদ্দেশ্যে।
আরও পড়ুন: Shehnaaz Gill: ওজন কমতেই বিপদ? হাসপাতালে ভর্তি শেহনাজ গিল
আক্ষেপ
ট্রাইব টিভি সাক্ষাৎকারে অভিনেতা বারবার বলেছেন, দিতিপ্রিয়ার কোনও দোষ তিনি দেখতে পাননি। কারণ অভিনেতা বলেন, দিতিপ্রিয়া খুবই ছোট । আর তিনিও ভাল মতনই জানেন যে তিনি একজন ছোট্ট অভিনেত্রী সাথে কাজ করছেন। তাই এমন ভুল হতেই পারে অভিনেত্রী দিতিপ্রিয়ার। সাথে জানান ,তিনি একজন পেশাদার অভিনেতা। তাই তাঁর কাজের ক্ষেত্রে এর প্রভাব কোনও ভাবেই পড়বে না । তিনি যেমন কাজ করে যান নিয়মিত , তেমনি কাজ করে চলেছেন। তবে জিতুর একটাই আক্ষেপ , দিতিপ্রিয়া খুবই ভালো অভিনেত্রী ,আর তাঁকে কেউ ডিস্টার্ব করে দিল। এমনটাই মনে করছেন তিনি।