ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রেমের সপ্তাহে দৌড়ে গিয়ে শ্রাবন্তীকে (Srabanti Chatterjee) জড়িয়ে ধরলেন জিতু (Jeetu Kamal)। তারপর কী হল জানেন (Jeetu -Srabanti)? পার্কে চলল জমিয়ে আড্ডা। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে পাশাপাশি বেঞ্চে বসে কী কথা বললেন তাঁরা? সোশ্যাল মিডিয়ায় (Social media) এখন ঘুরছে সেই ভিডিও। একে অপরকে বাবু এবং সোনা বলে ডাকছেন। তবে কি প্রেম গুঞ্জন সত্যি? নাকি অন্য কোনও রসায়ন?
শ্রাবন্তীকে দেখে উচ্ছ্বসিত জিতু (Jeetu -Srabanti)
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, দূর থেকে জিতু শ্রাবন্তীকে (Jeetu -Srabanti) দেখতে পেয়ে বলেন “এই তুমি দাঁড়িয়ে আছ?” বলেই উচ্ছ্বসিত হয়ে, দু’হাত বাড়িয়ে শাহরুখ খানের মতো দৌড়ে গেলেন শ্রাবন্তীর দিকে। তারপর শ্রাবন্তীকে জড়িয়ে ধরলেন। পাল্টা আলিঙ্গন করলেন শ্রাবন্তীও। জিতুর পরনে নীল জামা, সাদা প্যান্ট। রংমিলান্তির ছোঁয়া রয়েছে শ্রাবন্তীর পোশাকেও। জড়িয়ে ধরে একে অপরের দিকে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলেন।
একে অপরের প্রশংসায় পঞ্চমুখ (Jeetu -Srabanti)
ছবির সূত্রে বারংবার একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জিতু এবং শ্রাবন্তী। ছবির শুটিংয়ের দরুণ লন্ডনে একসঙ্গে কাটানোর সময়, পরস্পরকে ভালোভাবে চিনেছেন তাঁরা। মানুষ হিসেবে শ্রাবন্তী যে কতটা ভালো, তা মুক্তকন্ঠে জিতু জানাতে অস্বীকার করেননি। আবার শ্রাবন্তীর বক্তব্য , তিনি প্রথমে ভাব
তেন জিতু হয়ত একটু রাগী মনের মানুষ। সেটের বাইরে কথাবার্তা কম বলবে। যদিও পরে অভিনেত্রীর ধারণা বদলে গিয়েছে। আর তাঁদের প্রেমের যে গুঞ্জন, সেটা নিছকই গুঞ্জন মাত্র। তবে পর্দার কেমিস্ট্রি এক কথায় ফাটাফাটি।
আরও পড়ুন: Rukmini Maitra: দেবের কাছে মূল্যবান উপহার চান রুক্মিণী! কীভাবে সেলিব্রেট করবেন ভ্যালেন্টাইনস ডে?
বাবুসোনা ছবির প্রচারে ব্যস্ত
আসলে জিতু আর শ্রাবন্তী এখন তুমুল ব্যস্ত, তাঁদের ‘বাবুসোনা’ (Babu Shona) ছবির প্রচার নিয়ে। এই ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা। ইতিমধ্যেই এই ছবিতে দুজনকে দেখতে পেয়ে অনেক অনুরাগী বলছেন, পুরনো ফর্মের সেই কমার্শিয়াল মুভি ফিরে এসেছে। পর্দায় জিতু-শ্রাবন্তীর রসায়ন পছন্দ করছেন দর্শকরা।
আরও পড়ুন: Jeetu Kamal: চুম্বন দিবসে জিতুর অভিনব পোস্ট, উদিত নারায়ণের ছবি শেয়ার করে কী লিখলেন?
ছবির গল্প
মূলত ‘বাবুসোনা’ ছবিটি একটি প্রেমের কমেডি। ভালোবাসা দিবসেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। ছবির গল্প অনুযায়ী, বাবু আর সোনা থাকে লন্ডনে। সেখানেই তারা জড়িয়ে পড়ে একটি শিশু অপহরণের ঘটনায়। এই ঘটনার জেরে আলাপ হয় বাবু আর সোনার। তারপর নতুন মোড় নেয় গল্প। ছবিটি কিছুটা অ্যাকশন কমেডি ঘরানার। যেখানে বাবুর চরিত্রে রয়েছেন জিতু। আর সোনার চরিত্রে রয়েছে শ্রাবন্তী। ছবিতে জিতুর পেশা হল, সুপারি নিয়ে অপহরণ করা। কিন্তু সমাজের চোখে আইটি কোম্পানির মালিক। অপরদিকে শ্রাবন্তী পেশায় চোর, কিন্তু নিজেকে পুলিশ বলে পরিচয় দেন। অপহরণের এই ঘটনাকে কেন্দ্র করে, একে অপরের প্রেমে পড়ে তাঁরা। এখন এই ছবি প্রচার নিয়ে জিতু এবং শ্রাবন্তী দুজনেই ভীষণ ব্যস্ত। অপরদিকে শ্রাবন্তী অভিনীত দেবী চৌধুরানী মুক্তির জন্য প্রস্তুত। যে ছবিতে একেবারে অন্যরূপে শ্রাবন্তীকে দেখতে পাবে দর্শক।