Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই ভারতের উপর আচমকা ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Jewelry Exporters)। পাশাপাশি ব্যবসায় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার জন্য একটি পৃথক জরিমানার কথাও বলেছেন তিনি। শুক্রবার থেকেই ভারতের উপর এই শুল্ক কার্যকর করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই সিদ্ধান্তের কী প্রভাব পড়তে পারে, তা ইতিমধ্যে বিশ্লেষণ করতে শুরু করেছে ভারত সরকার। বার্তা সংবাদ এএনআই জানিয়েছে, এই শুল্কের ফলে বিপাকে পড়তে পারে মূল্যবান রত্ন এবং গয়না শিল্প।চাকরি হারাতে পারে লক্ষাধিক মানুষ।
চাকরির উপর বড় প্রভাব (Jewelry Exporters)
অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের (জিজেসি) চেয়ারম্যান রাজেশ রোকাদে বলেন, ‘হাতে নির্মিত গয়না রপ্তানিতে এই শুল্ক আরোপের ব্যাপক প্রভাব পড়তে পারে।এই পণ্যগুলি আর সেখানে বিক্রি করা যাবে না(Jewelry Exporters)।’ তিনি আরও বলেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আগে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল, তখন এই শিল্পের প্রায় ৫০,০০০ কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গেছে। তাঁর কথায়, ‘আগে যখন ১০ শতাংশ শুল্ক ছিল, তখন প্রায় ৫০ হাজার মানুষ চাকরি হারিয়েছিলেন বলে ধারণা। যদি নতুন শুল্ক বৃদ্ধির ক্ষেত্রেও একই পথ অনুসরণ করা হয়, তাহলে এবার এক লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের পরিণতি গয়না শিল্পের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বেশি প্রভাব (Jewelry Exporters)
১ আগস্ট থেকে কার্যকর হতে চলা ২৫ শতাংশ শুল্কের প্রসঙ্গে রাজেশ রোকাদে বলেন, ‘এটি খুবই দুঃখজনক; শুল্ক ১০ শতাংশ থেকে এক ধাক্কায় ২৫ শতাংশে বাড়ানো হয়েছে, যা ১ আগস্ট থেকে কার্যকর করা হবে।’ তবে তিনি উল্লেখ করেছেন যে এর প্রভাব ভারতের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বেশি পড়তে পারে(Jewelry Exporters)। তাঁর কথায়, ‘ভারতের গয়না বিশ্বজুড়ে রপ্তানি করা হয়। এই ক্ষেত্রে, ভারত আগে ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের মতো বিকল্প বাজার খুঁজে পেয়েছিল।’
আরও পড়ুন-Donald Trump’s Tariffs: অযৌক্তিক! ট্রাম্পের ২৫% শুল্ক বোমায় বিস্ফোরিত শশী-ওয়েইসি
বৃহত্তম বাজার মার্কিন যুক্তরাষ্ট্র (Jewelry Exporters)
অন্যদিকে বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুসারে, রত্ন ও অলঙ্কারের ক্ষেত্রে ভারতের বৃহত্তম বাজারগুলির মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র(Jewelry Exporters)।এ দেশ থেকে প্রায় এক হাজার কোটি ডলারের মূল্যবান রত্ন এবং গয়না মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যায়। এই অবস্থায় ভারতের উপর ট্রাম্পের শুল্ক ঘোষণা ‘গভীর উদ্বেগজনক’ বলে মনে করছে করছে এ দেশের রত্ন এবং গয়না রফতানি উন্নয়ন পর্ষদ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এর ফলে হাজার হাজার মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি মূল্যবৃদ্ধি এবং রপ্তানিতে দেরি-সহ বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে।

আরও পড়ুন-Stock market: ট্রাম্পের বোমায় রক্তাক্ত দালাল স্ট্রিট! লক্ষ্মীবারে ভোগ্যপণ্যের শেয়ারে লক্ষ্মীলাভ
ভারতীয় বাজারে অনিশ্চয়তা (Jewelry Exporters)
এদিকে উদ্বিগ্ন কামা জুয়েলারির ম্যানেজমেন্ট ডিরেক্টর কলিন শাহ বলেছেন, ‘রত্ন ও অলঙ্কারের ক্ষেত্রে ভারতের বৃহত্তম বাজারগুলির মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে রত্ন ও অলঙ্কারের মতো খাতগুলিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে(Jewelry Exporters)।’ তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে এই শিল্প দুই বছরেরও বেশি সময় ধরে নানান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। শাহ জানান, ‘ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার সঙ্গে সঙ্গে, তাঁর শুল্কের হুমকি ভারতীয় বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে।’ উল্লেখ্য, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা চলছে। আগামী অক্টোবরে তাদের মধ্যে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে। তার আগে পর্যন্ত ২৫ শতাংশ শুল্কহার প্রযোজ্য হবে।
