ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) আর নীলাঞ্জনার (Nilanjana) সম্পর্ক (Jisshu-Nilanjana Relationship) নিয়ে নানান গুঞ্জন। তাঁদের সম্পর্কের বর্তমান স্ট্যাটাস কেউ জানেনা। শোনা যাচ্ছে, নানান কথা। যদিও এই বিষয়ে তারকা দম্পতি মুখ খোলেননি। তবে ইনস্টা স্টোরিতে একটা বড় বার্তা দিলেন নীলাঞ্জনা। সেখানে উল্লেখ রয়েছে ডিভোর্সের (Divorce) কথা। তবে কি তিনি সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিলেন? কেনই বা হঠাৎ সম্পর্কের এত টানাপোড়েনের কথা ইনস্টা স্টোরিতে (Insta story) তুলে ধরলেন? প্রশ্ন উঠছে, নেটিজেনদের মনে।
মেয়ের জন্মদিনে নেই যীশু (Jisshu-Nilanjana Relationship)
সম্প্রতি যীশু আর নীলাঞ্জনার মেয়েদের জন্মদিনে যীশু উপস্থিত থেকেছিলেন কিনা তা জানা যায়নি। সেই সম্পর্কিত কোনও ছবিই সোশ্যাল মিডিয়াতে (Social Media) পোস্টও করেনি। তবে নীলাঞ্জনা তাঁর মেয়েদের জন্মদিন বেশ বড় করেই সেলিব্রেট করেছিলেন। সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। কিন্তু সেখানে যীশুর উপস্থিতি ছিল না (Jisshu-Nilanjana Relationship)। এই তারকা দম্পতি দুই মেয়ে সারা আর জারা আপাতত মায়ের সঙ্গেই থাকছেন।
ব্যস্ত যীশু (Jisshu-Nilanjana Relationship)
যীশু এখন ভীষণ ব্যস্ত। টলিউড বলিউড সহ দক্ষিণী ছবিতেও কাজ করছেন। বারংবার কলকাতা (Kolkata) থেকে মুম্বই (Mumbai) করতে হচ্ছে। এরই মাঝে গুঞ্জন উঠেছিল, যীশু আর নীলাঞ্জনার মাঝে নাকি এন্ট্রি নিয়েছে তৃতীয় ব্যক্তি (Jisshu-Nilanjana Relationship)। যদিও এই খবরে দুজনে কেউই শিলমোহর দেননি। তবে এটা ঠিক, সম্পর্ক আগের মতো আর স্বাভাবিক নেই। কারণ সোশ্যাল মিডিয়ায় নিজের নাম থেকে সেনগুপ্ত পদবী বাদ দিয়েছেন নীলাঞ্জনা। আর সেই থেকেই দু’জনের যে মনোমালিন্য চলছে, সেই জল্পনা আপাতত তুঙ্গে।
আরও পড়ুন: Riya Ganguly Divorce: ঘর ভাঙছে ‘মিঠি ঝোরা’র এই অভিনেত্রীর! পোস্ট করে নিজেই জানালেন
ইঙ্গিতপুর্ণ পোস্ট
একটু খেয়াল করলে দেখতে পাবেন, নীলাঞ্জনর নানান পোস্টে ইঙ্গিত পূর্ণ মন্তব্য থাকে। এবারও তেমনি একটা বার্তা শেয়ার করলেন। যেখানে জীবন বোধের কথা রয়েছে । পাশাপাশি ডিভোর্সের কথাও রয়েছে। নীলাঞ্জনার শেয়ার করা বার্তাতে উপরেই লেখা, ‘বিশ্বাস’।

কী লিখলেন তিনি?
তারপর লিখেছেন, “২১ বছরে অনেকেই হয়তো স্নাতক হয়েছেন। আবার কেউবা ভালো চাকরি পেতে ১০ বছর অপেক্ষা করেছেন। কারোর হয়ত শিক্ষাই ছিল না। কিন্তু তিনি লাখপতি হয়ে গিয়েছেন। আবার কেউ ২৫ বছরের বিয়ে করে পাঁচ বছর পরে ডিভোর্স হয়ে যায়। আবার অনেকেই আছেন, যারা ৪০ বছরে বিয়ে করছেন কিন্তু চিরকালীন প্রেমের সন্ধান পেয়ে গিয়েছেন। এক্ষেত্রে আপনার দেরি হয়নি। আবার সময়ের আগেও কিছু হয়নি। আসলে আপনি যেখানে রয়েছেন, ঠিক সেখানেই আপনার থাকার কথা ছিল”।
কার জন্য বার্তা?
প্রত্যেক মানুষের জীবনই নানা টানাপোড়েন থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে নীলাঞ্জনার এই বার্তা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি এই বার্তাটা কার উদ্দেশ্যে দিলেন, তা এখনও স্পষ্ট নয়। টলিউডের ‘পাওয়ার কাপল’ বলা হয় নীলাঞ্জনা আর যিশু সেনগুপ্তকে। দু’জনের বৈবাহিক জীবনের বয়স পেরিয়েছে প্রায় কুড়ি বছর। এও শোনা যাচ্ছে , কলকাতায় যিশু এলে নিজের বাড়িতে থাকছেন না।
আরও পড়ুন: Pushpa 2: ‘পুষ্পা -২’ মুক্তির আগেই বিপত্তি, ধেয়ে এল জুতো! কোন বিপদে আল্লু অর্জুন?
নিলাঞ্জনার মন খারাপের খবর
অপরদিকে সোশ্যাল মিডিয়ার ওয়ালে বারংবার জানা গিয়েছে নীলাঞ্জনার মন খারাপের কথা। এমনকি কঠিন সময় জয় করার জন্য পোস্ট করেছিলেন। কাছের মানুষ হিসেবে উল্লেখ করেছেন তাঁর দুই মেয়ে এবং বোন চন্দনার কথা। বিধ্বস্ত অবস্থাতেও কিভাবে সুন্দর থাকা যায়, সেই বার্তাও দিয়েছিলেন অভিনেত্রী প্রযোজক।