ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তবে কি সত্যি হল পরকীয়ার গুঞ্জন (Jisshu-Nilanjanaa)? আরও দূরত্ব বাড়ল যিশু (Jisshu Sengupta) এবং নীলাঞ্জনার (Nilanjanaa) মধ্যে। টলিউডের (Tollywood ) অন্দরে এখন একগুচ্ছ প্রশ্ন। ইনস্টাগ্রাম থেকে নাকি পরস্পরকে আনফলো করেছেন যিশু এবং সারা! সত্যি কি তাই?
আরও বাড়ল গুঞ্জন! (Jisshu-Nilanjanaa)
২০২৪ থেকেই শোনা যাচ্ছে, যিশু আর নীলাঞ্জনার সম্পর্ক স্বাভাবিক নেই (Jisshu-Nilanjanaa)। এই নিয়ে নানান কথা হয়েছে টলিউডের অন্দরে। তবে যিশু কিংবা নীলাঞ্জনা তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও বিবৃতিই দেননি। তাঁরা আদতে বিবাহিত সম্পর্কে আছেন নাকি ডিভোর্স হয়ে গিয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয় টলিপাড়ায়। এবার সমস্ত রকম গুঞ্জনকে আরও উসকে দিল যিশুর একটি পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় কাছের একজন মানুষকে আনফলো করলেন যিশু।
মেয়েকে আনফলো (Jisshu-Nilanjanaa)
একটা সময় ছিল, যখন টলিউডের পাওয়ার কাপল বলা হত যিশু আর নীলাঞ্জনাকে (Jisshu-Nilanjanaa)। এখন তাঁদেরই দাম্পত্য ভাঙার গুঞ্জনে সরগরম টলিপাড়া। গুঞ্জন যখন শুরু হয়েছিল, তার ঠিক এক মাসের মাথায় যিশুকে আনফলো করেছিলেন মেয়ে সারা সেনগুপ্ত। অপরদিকে নীলাঞ্জনাও তাঁর নামের পাশ থেকে সেনগুপ্ত পদবী সরিয়ে নেন। এবার শোনা যাচ্ছে, যিশু স্ত্রী নীলাঞ্জনা এবং বড় মেয়ে সারাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন। যিশু কিন্তু মাস কয়েক আগেও সারা এবং নীলাঞ্জনাকে ফলো করতেন। তবে খাদান অভিনেতা তাঁর ছোট মেয়ে জারা সেনগুপ্তকে এখনও ফলো করছেন।
আরও পড়ুন: Satyajit Ray: সত্যজিৎ রায়ের জন্মদিনে পোস্টার, ছবির প্রত্যেকেই ক্রিমিনাল! আসছে বড় বার্তা
মন খারাপ অনুরাগীদের
আচমকা দীর্ঘ ২১ বছরের দাম্পত্য ভাঙার খবরে মন খারাপ হয়েছিল বহু অনুরাগীর। অনেকেই প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। তারপর একটা সময় শোনা যায়, অভিনেতা নাকি নিজের আপ্ত সহায়কের প্রেমে পড়েছেন। যদিও এই সংবাদ সত্য কিনা জানা যায়নি। টলিপাড়ার অন্দরের গুঞ্জন বলছে, নীলাঞ্জনার জীবনে এখন একের পর এক ঝড়। যিশুর সঙ্গে নীলাঞ্জনার সম্পর্কের মাঝে অনেকেই পরকীয়ার গন্ধ পাচ্ছেন। এসবের মাঝে আবার মাকে হারিয়েছেন নীলাঞ্জনা।
আরও পড়ুন: Bollywood Film Industry: ফ্লপ বলিউড, শেষের পথে খানদের সাম্রাজ্য? বাঁচাতে শাহরুখ আমিরের টিপস
কাজের ব্যস্ততা
যদিও নীলাঞ্জনা একেবারেই দমে যাওয়ার মেয়ে নন। দুই মেয়ে সারা এবং জারাকে নিয়ে নিজের জীবন নতুন করে গুছিয়ে নিয়েছেন। নিজের কাজ নিয়ে এখন তিনি ভীষণ ব্যস্ত। অপরদিকে যিশু রয়েছেন নিজের মতো করেই। একাধিক ছবিতে কাজ করছেন। কলকাতা থেকে মুম্বাই বারংবার যাতায়াত করতে হচ্ছে অভিনেতাকে। যার জেরে যিশুর ব্যস্ততা এখন তুঙ্গে। তবে যিশু আর নীলাঞ্জনা একসঙ্গে থাকছেন না। একথা বহুদিন আগেই শোনা গিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই সম্পর্ক ভাঙার নেপথ্যের মূল কারণ পরকীয়া?