ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহেশ ভাটকে (Mahesh Bhatt) জড়িয়ে ধরে রয়েছেন টলিউডের (Tollywood) দুই অভিনেতা (Jisshu-Saurav)। একদিকে অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। অপরদিকে অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। ব্যাপারটা কী? শুরু হয়েছে তীব্র জল্পনা। কৌতূহলের পারদ যত চড়ছে, ততই কিন্তু বিষয়টা নিয়ে রহস্য ঘনাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি এবার আসতে চলেছে ‘সড়ক ৩’?
জল্পনার সূত্রপাত (Jisshu-Saurav)
জল্পনার সূত্রপাত হয়েছে একটি পোস্টে (Jisshu-Saurav)। সোশ্যাল মিডিয়ায় সৌরভ দাস এবং যিশু সেনগুপ্ত একটি মোশন পিকচার শেয়ার করেছেন। সেখানেই দেখা যায়, কালো পোশাকে রয়েছেন মহেশ ভাট, সৌরভ এবং যিশু। সৌরভকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে রয়েছেন মহেশ ভাট এবং মহেশ ভাটকে আবার জড়িয়ে ধরে রয়েছেন যিশু। সৌরভ এবং যিশুর মুখে বেশ খুশির হাসি। ওই মোশন পিকচারের ক্যাপশনে লেখা হয়েছে, “হোয়াই সো সিরিয়াস”। আর ছবির উপরে হ্যাশট্যাগে লেখা হয়েছে “সিরিয়াস অর নট “। ব্যাস, এইটুকুই। এরপরই জল্পনা ছড়ায়, বলিউডে নতুন ছবির কাজ শুরু হতে চলেছে। যেখানে একসাথে দেখা যাবে সৌরভ এবং যিশুকে। যদিও এ বিষয়ে বিস্তারিত এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে এই মোশন পিকচার যে অনেক প্রশ্নের উত্তর দিতে চলেছে, তা বলাই বাহুল্য।
কটাক্ষের মুখে মহেশ ভাট (Jisshu-Saurav)
প্রসঙ্গত, একটা সময় ছিল যখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে বিস্তর কটাক্ষের মুখে পড়েছিলেন মহেশ ভাট (Jisshu-Saurav)। সেই কটাক্ষ যে তাঁর এখনও পিছু ছাড়েনি, তা বলে দিচ্ছে নেটিজেনদের মন্তব্য। এক অনুরাগী লিখেছেন, “সৌরভ এবং যিশুদা দুজনেই ভীষণ ভালো অভিনেতা এবং মানুষ হিসেবে ভালো। কিন্তু মাঝের জনকে দেখলেই মুখে খারাপ কথা আসে, যার জন্য অনেক গুণী ছেলে মেয়ের জীবন এগোতে পারেনি। আর সুশান্ত সিংয়ের বিষয়টা তো আমরা সবাই জানি।”
আরও পড়ুন: Ranbir Kapoor: রণবীরের ভাগ্য বদল, এন্ট্রি নিলেন হলিউডে! দেখা যাবে কোন ছবিতে?
অনুরাগীদের শুভেচ্ছা
অপরদিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনেকে। কেউ কেউ তো বললেন “বিশাল ব্যাপার”। আবার কেউ প্রশ্ন তুললেন, “তবে কি আসতে চলেছে সড়ক ৩?” আবার এক অনুরাগীর বক্তব্য, “যিশুদা এবং সৌরভ মুখ্য চরিত্রে বলিউডে ডেবিও করতে চলেছেন”।
আরও পড়ুন: Divyani Mondal: ফুলকি ছেড়ে বাংলাদেশে দিব্যাণী! জল্পনা উড়িয়ে কী বললেন অভিনেত্রী?
আসছে ‘সড়ক ৩’ !
এর আগে কিন্তু মহেশ ভাটের সঙ্গে যিশু সেনগুপ্ত ‘সড়ক ২’ ছবিতে অভিনয় করেছিলেন। যেখানে আলিয়া ভাটের বাবার চরিত্রে দেখা গিয়েছিল যিশুকে। ১৯৯১ সালে মুক্তি পায় পূজা ভাট এবং সঞ্জয় দত্তের ‘সড়ক’। তারই সিক্যুয়েল ছিল ‘সড়ক ২’। তবে কি এবার আসছে ‘সড়ক ৩’? বড় ইঙ্গিত দিলেন সৌরভ আর যিশু। তবে এই প্রশ্নের উত্তর এখনও সুস্পষ্ট মেলেনি। পুরো বিষয়টাই রয়েছে বিস্তর ধোঁয়াশায়।