ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিবাহ বিচ্ছেদের (Divorce) গুঞ্জনের মাঝেই যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) কেমন আছেন? খোঁজ নিয়েছেন কি? খাদান (Khadaan) ছবির প্রচারে তিনি ব্যস্ত। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যত চর্চা চলছে, ততই যেন তিনি নিরব। ২০২৪ পেরিয়ে ২০২৫ আসতে চলল। নতুন বছর শুরুর ঠিক আগে, সমস্ত নেতিবাচক ইস্যু সরিয়ে বার্তা দিলেন ইতিবাচক বার্তা। ধরা দিলেন চিত্রগ্রাহক তথাগত ঘোষের সাদা কালো ছবিতে। অনেকদিন পর অনুরাগীরা, তাঁকে দেখলেন। সেই চেনা মেজাজে। অভিনেতা বুঝিয়ে দিলেন, তিনি আগের মতোই আছেন। ফুরিয়ে যাননি। তবে তিনি নিজের মতো করে আছেন।
টলিপাড়ার ফিসফাস (Jisshu Sengupta)
টলিপাড়ার (Tollywood) ফিসফাস বলছে, যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) আর নীলাঞ্জনার (Nilanjanaa) নামে যা রটছে, তা আদৌ ঘটেনি। মহিলা আপ্ত সহায়কের সঙ্গে যীশুর প্রেম নেই। ওই মহিলার সন্তানের বাবাও যীশু হচ্ছেন না। উপরন্তু ওই আপ্ত সহায়কের প্রেমিক আছেন। আর অভিনেতা যীশু তাকে খুব ভালো ভাবে চেনেন।
কেন নীরব যীশু? (Jisshu Sengupta)
কিন্তু এত কিছু হওয়ার পরেও, যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) কেন এত নীরব? অনেকেই বলছেন, আসলে তিনি তার দুই সন্তানকে নিয়ে ভীষণ চিন্তিত। এই কাদা ছোঁড়াছুঁড়ি কেচ্ছা থেকে দুই সন্তানকে দূরে রাখতে চান। তিনি চান না, দাম্পত্য ভাঙার শোক, কিংবা তীর্যক মন্তব্যের আঁচ তাঁর দুই সন্তানের গায়ে লাগুক।
আরও পড়ুন: Dev: প্রকাশ্যে ক্ষমা চাইলেন দেব, ভক্তের অভিমানে মুখ ফেরালেন না অভিনেতা!
সব কিছু মেয়েদের নামে
টলিউডের গুঞ্জন বলছে, অভিনেতা নাকি তাঁর সমস্ত সম্পত্তি বাড়ির দাবি ছেড়ে দিয়েছেন। সবকিছু মেয়েদের নামে লিখে দিয়েছেন। তিনি ফিরে গিয়েছেন পুরনো বাড়িতে। জীবন কাটাচ্ছেন দিদির সঙ্গে। একদম আগের মতো। আইনি পথে তিনি বিচ্ছেদে যেতে চাইছেন না। এখন অভিনেতার জীবন জুড়ে রয়েছে শুধুই কাজ। খাদান ছবির প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত।
প্রচুর কাজ
এছাড়াও সম্প্রতি তাঁকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করতে দেখা গিয়েছে। অপরদিকে মুম্বাইয়ে শাকিব খানের সঙ্গে চলছে শুটিং। জীবনে অনেক ভাঙা গড়া দেখেছেন। অনেক লড়াই করেছেন। নিজেই নিজের মতো করে নিজেকে সামলে নিয়েছেন। এমনকি এও শোনা যাচ্ছে, যীশু-নীলাঞ্জনার বিচ্ছেদের মামলাও চলছে। যদিও পুরো ব্যাপারটা এখনও পর্যন্ত গুঞ্জন স্তরেই রয়ে গিয়েছে। যীশু কিংবা নীলাঞ্জনা এই খবরে কোনও সিলমোহর দেননি। সম্পর্ক যে আগের মতো স্বাভাবিক নেই, তা বলাই যায়।
আরও পড়ুন: Abhishek Bachchan: অমিতাভকে নিয়ে ট্রোল, রেগে মঞ্চ ছাড়লেন অভিষেক!
নতুন ভাবে বাঁচার ইচ্ছা
তবে পুরনো নয়, নতুন ভাবে বাঁচতে চাইছেন যীশু। ছবিতে যীশু ধরা দিলেন অন্য রূপে। সটান মাটিতে শুয়ে। আর পিছনে সমুদ্রের জলের উপর ছড়িয়ে সূর্যের লাল আভা। যেখানে তারকার জৌলুসের ছিটেফোঁটাও নেই। তাই তো অনুরাগীদের প্রশ্ন, সত্যি কি তবে যীশু নতুন দিনের অপেক্ষায় রয়েছেন? সত্যি কি তিনি প্রেমের টানে ঘর ছেড়েছেন? যদিও এই সব গুঞ্জন, বিতর্ক, সমালোচনা কিংবা নিন্দুকদের কথা অভিনেতার কাজকে আটকাতে পারেনি।