ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার বড় চমক দিলেন সৃজিত মুখার্জি (Jisshu Sengupta)। বহুদিন ধরে শোনা যাচ্ছিল ‘লহ গৌরাঙ্গের নাম রে ‘ ছবিতে বড় সারপ্রাইজ রয়েছে। সেই সারপ্রাইজটা হল যিশু সেনগুপ্ত ( Jisshu Sengupta)। তাঁকে কোন চরিত্র দেখা যাবে, তা নিয়ে দর্শক মহলে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছিল। সেই কৌতূহলের অবসান ঘটল শুক্রবার । যীশু সেনগুপ্তকে দেখা গেল অনবদ্য রূপে। কোন রূপে দেখা গেল যীশুকে?
প্রকাশ্যে নতুন লুক (Jisshu Sengupta)
সৃজিত মুখার্জির(Jisshu Sengupta) ছবিতে যে যীশুকে দেখা যাবে , তা আগেই জানা গিয়েছিল। তবে কোন রূপে তাঁকে দর্শক দেখতে পাবে পর্দায়, তা প্রকাশ্যে আনেননি সৃজিত । যিশু সেনগুপ্তর ( Jisshu Sengupta) পরনে গাঢ় নীল উত্তরীয়, মাথায় পাগড়ি , গলায় কণ্ঠী ও কপালে চন্দনের রসকলি । আর রয়েছে কাঁধ ছোঁয়া চুল। অভিনেতার নিত্যানন্দ রূপ দেখে মুগ্ধ দর্শক। বহু বছর আগে পর্দায় ‘মহাপ্রভুর’ চরিত্রে যিশুর সেই লুক যেন মনে করিয়ে দিল সকলকে। সে সময় মহাপ্রভুর চরিত্রে অভিনয় করে যিশু দর্শকের মনে বিরাট জায়গা দখল করে নিয়েছিলেন । রীতিমত অনুরাগীরা চমকে গিয়েছে তাঁর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির এমন রূপ দেখে।
আলোচনার শিরোনামে (Jisshu Sengupta)
‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু হয় ১১ (Jisshu Sengupta) জুন থেকে। বারংবার এই ছবির চরিত্র বদল ও কোন চরিত্রে কোন অভিনেতা এসব কিছুই চর্চার শিরোনামে থেকেছে। সৃজিত মুখার্জি তাঁর ছবির নানান খবরা খবর শেয়ার করে নিয়েছেন দর্শকদের সাথে। কিছুদিন আগেই ছবির মহরত সম্পূর্ণ হয়েছে। শুভ মহরতে উপস্থিত ছিল ইশা সাহা, ব্রাত্য বসু, দিব্যজ্যোতি দত্ত ,আরাত্রিকা মাইতি, ইন্দনীল সেনগুপ্ত ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।
দর্শকদের মনে স্থান
‘লহ গৌরাঙ্গের নাম রে ‘ ছবিতে যিশু সেনগুপ্তের (Jisshu Sengupta) অভিনয়ের কথা শুনে দর্শকরা কৌতুহলে ছিল। যিশু সেনগুপ্তকে ‘ মহাপ্রভুর ‘ চরিত্রে দর্শকদের মনে আগে থেকেই একটা জায়গা রয়েছে। আর সে কারণেই হয়ত দর্শকদের মধ্যে কাজ করছিল আলাদা উচ্ছ্বাস। অন্যদিকে চৈতন্যদেবের রূপে ধরা দিয়েছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। শোনা গিয়েছিল দিব্যজ্যোতি চরিত্রের জন্য ন্যাড়া হবেন । কোনও রকম প্রস্থেটিক মেকাপের সাহায্য তিনি নিতে চাননি। তাই বাস্তবে তিনি মাথা কামিয়ে চৈতন্য রূপে ধরা দিলেন। চৈতন্য অর্থাৎ দিব্যজ্যোতি ও যিশুকে পাশাপাশি দেখে খুবই খুশি অনুরাগীরা।
আরও পড়ুন: Smartphone Cooling Tips: গরম স্মার্টফোনের জ্বালা থেকে কিভাবে বাঁচাবেন নিজের প্রিয় ডিভাইস?
রয়েছে সারপ্রাইজ
ছবিতে চৈতন্যর জীবনে একটা বড় অংশ তুলে ধরা হবে। তাছাড়া চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যর নানা দিক তুলে ধরা হবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। ছবিতে তিনটি সময় কালকে দেখানো হবে। ছবিতে শুভশ্রী গাঙ্গুলী ও ইন্দ্রনীল সেনগুপ্তের ভূমিকাও থাকবে তাৎপর্যপূর্ণ। আর ইতিমধ্যেই শুভশ্রীর নটী বিনোদিনী রূপ প্রকাশ্যে এসেছে। তবে সবশেষে বলাই যায়, সৃজিত মুখার্জির ছবিতে যেভাবে বারে বারে বিভিন্ন লুক সম্পর্কে নানান তথ্য প্রকাশ্যে এসেছে, তাতে ছবি নির্মাতারা যে ছবিতে সারপ্রাইজ রেখেছেন তা বলার অপেক্ষা রাখে না।