Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এছাড়াও নিয়োগের জন্য হতে পারে লিখিত পরীক্ষাও (Job News)।
UPSC Job
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC), ইউপিএসসি- র লেকচারার পদে নিয়োগের অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে। তাছাড়াও চলছে আরও বেশ কিছু পদের জন্য প্রার্থীর খোঁজ। UPSC-র অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করা যাবে। মোট ১৫টি শূন্যপদ আছে (Job News)।
আবেদনের শেষ দিন (Job News)
২৮ অগস্ট আবেদনের শেষ তারিখ। ২৯ অগস্ট অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেওয়ার শেষ দিন।
কোথায় কত শূন্যপদ রয়েছে:
১) অ্যাসিসট্যান্ট ডিরেক্টর – ৩টি শূন্যপদ
২) লেকচারার (ইংরেজি) – ৫টি শূন্যপদ
৩। লেকচারার (অঙ্ক) – ৭টি শূন্যপদ

কারা কারা আবেদন করতে পারবেন
১) অ্যাসিসট্যান্ট ডিরেক্টর – এই পদে নিয়োগের জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এই ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে হবে। অথবা ইঞ্জিনিয়ারিংয়ের যেকোনও শাখা কিংবা টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এই ডিপ্লোমা ডিগ্রিও কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের থেকে পেতে হবে।
২) লেকচারার (ইংরেজি) – স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইংরেজিতে। বিএড ডিগ্রিও থাকতে হবে।
৩) লেকচারার (গণিত/অঙ্ক) – স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এই পদে নিয়োগের জন্য। অঙ্কে স্নাতকোত্তর ডিগ্রি থাকরে হবে। বিএড ডিগ্রিও থাকা প্রয়োজন (Job News)।
আরও পড়ুন: Oppo K13 Turbo Series: ফোনেই থাকছে ফ্যান, গেমারদের জন্য এবার বড় চমক
বাছাই পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমেই শুধুমাত্র যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হতে পারে আবেদনকারীদের মধ্যে থেকে। এছাড়াও নিয়োগের জন্য পরীক্ষা হতে পারে। তারপর ইন্টারভিউ হতে পারে। তবে যাই হোক না কেন, শ্রেণি অনুসারে নূন্যতম ৫০ নম্বর পেতে হবে অসংরক্ষিত শ্রেণি এবং ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের। ৪৫ নম্বর পেতে হবে ওবিসিদের। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের ৪০ নম্বর পেতে হবে। এইসব নম্বর ইন্টারভিউতে পেতে হবে। মোট নম্বর ১০০ থাকবে ইন্টারভিউ রাউন্ডে (Job News)।

অ্যাপ্লিকেশন ফি (Job News)
সমস্ত শ্রেণির আবেদনকারীদের জন্য ২৫ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এসবিআই- এর যেকোনও ব্রাঞ্চের মাহদ্যমে পেমেন্ট করা যাবে। নগদে টাকা দেওয়া যাবে। আবার নেট ব্যাঙ্কিং পরিষেবাও থাকছে (Job News)।