ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চাপে ‘দা স্পেশাল ওয়ান’ (Jose Mourinho)। এবার চার ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পরলেন ফেনেবাচের কোচ মোরিনহো। কিন্তু কেন?
তুর্কি রেফারিদের বিরুদ্ধে মন্তব্য করে বড় শাস্তি (Jose Mourinho)
ফেনারবাহচে কোচ হোসে মোরিনহোকে (Jose Mourinho) চার ম্যাচের নিষেধাজ্ঞা ও বড় অঙ্কের জরিমানা করেছে তুরস্কের ফুটবল ফেডারেশন (TFF)। বৃহস্পতিবার এই শাস্তি ঘোষণা করা হয়। ইস্তানবুলের দুই প্রতিদ্বন্দ্বী গালাতাসারে ও ফেনারবাহচের ম্যাচের পর রেফারিদের নিয়ে মন্তব্য করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
TFF জানায়, ৬২ বছর বয়সী এই পর্তুগিজ (Jose Mourinho) কোচকে ১৬,১৭,০০০ তুর্কি লিরা (প্রায় ৪৪,০০০ ডলার) জরিমানা করা হয়েছে। সোমবার সুপার লিগের গোলশূন্য ড্রয়ের পর সাংবাদিক সম্মেলনে রেফারিদের সমালোচনা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। TFF জানিয়েছে, মরিনিয়োর মন্তব্যকে অপমানজনক ও আক্রমণাত্মক বলে বিবেচনা করা হয়েছে। এছাড়া, তার বক্তব্য তুরস্কের ফুটবলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং হিংসা উসকে দিতে পারে।
মোরিনহোর বিতর্কিত মন্তব্য (Jose Mourinho)
সোমবারের ম্যাচের রেফারি ছিলেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনসিচ। ফেনারবাহচে ও গালাতাসারে, দুই ক্লাবই তুর্কি রেফারির বদলে বিদেশি রেফারির দাবি করেছিল (Jose Mourinho)। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মোরিনহো রেফারির প্রশংসা করেন এবং ইঙ্গিত দেন যে তিনি তুর্কি নন বলেই ম্যাচ ভালোভাবে পরিচালনা করেছেন। তিনি বলেন, “রেফারির পারফরম্যান্স ছিল অসাধারণ। শুধু তুরস্ক নয়, সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা একটি বড় ম্যাচ দেখেছে। আর এর মূল কারণ ছিল রেফারির ভূমিকা।”
আরও পড়ুন: Afghanistan vs Australia: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লড়াই, আবহাওয়া বড় ফ্যাক্টর
মোরিনহোকে তার ১৯ বছর বয়সী ডিফেন্ডার ইউসুফ আকচিসেককে ঘিরে এক বিতর্কিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। উত্তরে তিনি বলেন, “আমি আবারও রেফারিকে ধন্যবাদ জানাই, কারণ যদি তুর্কি রেফারি থাকত, তাহলে প্রথম মিনিটেই বড় ডাইভ দেওয়ার পর তাদের বেঞ্চ বাচ্চাটার (আকচিসেক) ওপর বাঁদরের মতো লাফিয়ে পড়ত।” তিনি আরও বলেন, “যদি তুর্কি রেফারি থাকত, তাহলে প্রথম মিনিটেই ইউসুফকে হলুদ কার্ড দেখানো হতো। আর পাঁচ মিনিটের মধ্যে আমায় তাকে বদলাতে হতো।”
গালাতাসারে ও ফেনারবাহচের প্রতিক্রিয়া
মোরিনহোর এই মন্তব্যের পর গালাতাসারে ক্লাব এটিকে বর্ণবাদী বলে দাবি করেছে। তারা জানিয়েছে, তারা মোরিনহোর বিরুদ্ধে ফিফা ও উয়েফার কাছে অভিযোগ জানাবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: Pakistan Cricket Team: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়, কঠিন সিদ্ধান্তের মুখে পাকিস্তান দল
অন্যদিকে, ফেনারবাহচে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে যে মোরিনহোর মন্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ক্লাবটি জানিয়েছে, এই ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবে।
আগেও হয়েছে জরিমানা
এর আগেও চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের প্রাক্তন কোচ মোরিনহো তুর্কি রেফারিদের নিয়ে মন্তব্য করায় জরিমানা ও নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন।