ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা সিনেমার ইতিহাস গৌরবের (Joyjit Banerjee on Tollywood)। একদা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক-এর মত কিংবদন্তিরা যেখান থেকে ভারত তথা বিশ্বকে পথ দেখিয়েছিলেন, সেই টলিউড আজ গভীর সংকটে।
ইন্ডাস্ট্রির মেরুদণ্ডটাই যেন ক্রমশ ভেঙে পড়েছে (Joyjit Banerjee on Tollywood)
শুধু বক্স অফিস নয়, ইন্ডাস্ট্রির মেরুদণ্ডটাই যেন ক্রমশ ভেঙে পড়েছে (Joyjit Banerjee on Tollywood)। কাজের সংখ্যা কমছে, প্রজেক্ট বাতিল হচ্ছে, বাইরের প্রযোজকরাও আর কলকাতায় আসতে চাইছেন না।
একুশে আইন (Joyjit Banerjee on Tollywood)
শিল্পীদের অভিযোগ, এর পেছনে মূল কারণ— টলিউডে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ‘ তৈরী একুশে আইন (Joyjit Banerjee on Tollywood)। অভিযোগ বাইরের প্রযোজকরা এসে নিয়মের জটিলতা, অপ্রয়োজনীয় খরচ, এবং ‘দাদাগিরি’র মুখোমুখি হয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
আরও পড়ুন: Kolkata Metro Viral Video: কলকাতা মেট্রোতে রহস্যজনক স্প্রে! উঠছে প্রশ্ন, কোথায় নিরাপত্তা?
কমছে ভাল কাজ
অভিযোগ আরও আছে— স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ায় অনেক অভিজ্ঞ শিল্পীও এখন কর্মহীন। কেউ কেউ বাধ্য হয়ে অন্য পেশায় চলে গেছেন। কমে যাচ্ছে মানসম্পন্ন কাজের সংখ্যা, টেলিভিশনের দুনিয়াতেও তার প্রভাব স্পষ্ট। কয়েক মাসেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক, এমনকি টিআরপি ভালো থাকা শো-ও টিকছে না।
কী বললেন জয়জিৎ ব্যানার্জি
টলিউডের প্রখ্যাত অভিনেতা জয়জিৎ ব্যানার্জী ট্রাইব টিভি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, “ইন্ডাস্ট্রি নির্দিষ্ট কিছু লবিতে চলছে, সেই লবিতে থাকলে কাজ পাওয়া যাচ্ছে। জয়জিৎ ব্যানার্জী স্বীকার করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে কাজের সংখ্যা ক্রমশ কমছে। বাইরে থেকে আসা কাজের সংখ্যাও কমছে। কমে গেছে সিনেমাহলের সংখ্যাও। ডাউন টাইম চলছে ইন্ডাস্ট্রির।”