ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত ৪ ফেব্রুয়ারি বক্রীদশা ছেড়ে সোজাপথে ফিরেছে বৃহস্পতি(Jupiter Positive Effect)। হিন্দুধর্ম অনুসারে বৃহস্পতিকে দেবতাদের গুরু বলে মনে করা হয়। সেই কারণে বৃহস্পতিকে গুরুগ্রহ বলে। এতদিন বৃহস্পতি বক্রীদশায় ছিল। সরস্বতী পুজোর পরের দিনেই ৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার বক্রী চলন ছেড়ে মার্গী হয়েছে বৃহস্পতি। এই গ্রহের শুভ প্রভাবে জাতক আর্থিক ও পেশাগত ভাবে প্রচুর উন্নতি করেন। গুরুগ্রহ মার্গী হওয়ার ফলে সরস্বতী পুজোর পরেই দুর্দান্ত লাভবান হবেন পাঁচ রাশির জাতকরা। চলুন জেনে নিই এই ভাগ্যবান রাশি কারা।
মকর রাশি (Jupiter Positive Effect)
বৃহস্পতির প্রভাবে এবার বিদেশ যাত্রা হতে পারে মকর রাশির জাতকদের(Jupiter Positive Effect)। এই সময় আপনি যেমন পরিশ্রম করবেন, তেমন উপকার পাবেন। গুরুগ্রহ সোজা পথে ফিরে এলে উন্নতি করার একের পর এক সুযোগ আসবে আপনার সামনে। চাকরিরে আপনার সম্মান ও দায়িত্ব বৃদ্ধি পাবে। আটকে থাকা প্রোমোশন এই সময় পেয়ে যাবেন। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন মকর রাশির জাতকরা।

কন্যা রাশি (Jupiter Positive Effect)
গত ৪ ফেব্রুয়ারি থেকে কন্যা রাশির জাতক চাকরিজীবীদের জীবনে খুব ভালো সময় আসতে চলেছে(Jupiter Positive Effect)। এই সময় আপনি নিজের কাজে যেমন সন্তুষ্টি পাবেন, তেমন চাকরিতেও উন্নতি করতে পারবেন। ব্যবসায়ীদেরও বড় লাভ করার যোগ আছে। হঠাৎ করে অতিরিক্ত কিছু টাকা আপনার হাতে আসতে পারে। মার্গী বৃহস্পতির প্রভাবে জীবনের সব ক্ষেত্রে সুখ ও সাফল্য পাবেন কন্যা রাশির জাতকরা।

আরও পড়ুন:Valentine’s Day Horoscope: ভ্যালেন্টাইন্স ডে-তে জীবনে আসবে প্রেম, ভালোবাসার ঘর বাঁধবেন এই চার রাশি
মেষ রাশি
বসন্ত পঞ্চমীর পরেই মেষ রাশির জাতকদের জীবনে বসন্তের আগমন হবে। এই সময় বেশ কিছু খুশির ঘটনা ঘটবে আপনার সঙ্গে। আর্থিক পরিস্থিতিও মজবুত হবে মেষ রাশির জাতকদের। আচমকা বেশ কিছু অর্থ-সম্পত্তি লাভ হবে আপনার। অফিসে প্রোমোশন পেতে পারেন। পরিবারেও খুশির পরিবেশ থাকবে(Jupiter Positive Effect)।

বৃশ্চিক রাশি
বসন্ত পঞ্চমী থেকেই দারুণ শুভ সময় আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে। বৃহস্পতির কৃপায় এই সময় কোনও সুখবর পেতে পারেন আপনি। পার্টনারের সঙ্গে খুব ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। অফিসে বস ও সহকর্মীদের সমর্থন আপনার সঙ্গেই থাকবে। কেরিয়ারে উন্নতি করার নতুন পথ খুলে যাবে বৃশ্চিক রাশির জাতকদের সামনে। প্রচুর অর্থলাভ হতে পারে।

আরও পড়ুন:5th February Horoscope: গুপ্ত নবরাত্রির অষ্টমী তিথি, জানুন আজকের রাশিফল
বৃষ রাশি
সরস্বতী পুজোর পর থেকেই ভালো সময় পড়তে চলেছে বৃষ রাশির জাতকদের জীবনে। এই সময় আপনি যে কাজই শুরু করবেন, তাতেই সম্পূর্ণ ভাবে ভাগ্যের সাহায্য পাবেন। অসম্পূর্ণ কাজ এই সময় শেষ করতে পারবেন। ব্যবসায় কোনও বড় চুক্তি চূড়ান্ত করতে পারেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরাও এই সময় লাভবান হবেন।
