ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেবগুরু বৃহস্পতি (Jupiter Positive Effect) বর্তমানে বৃষ রাশিতে রয়েছে। আগামী ১৪ মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। এর পর ১৮ অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে। এর পর শুরু হবে দেবগুরু বক্রী চলনে। বিপরীতমুখী চলনে বৃহস্পতি আবার মিথুন রাশিতে ফিরে আসবে। ১১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশিতে থাকবে বৃহস্পতি। বৈদিক জ্যোতিষ অনুসারে বৃহস্পতি হল অত্যন্ত শুভ গ্রহ। ১১ মার্চ ২০২৬-এ বক্রী চলন ছেড়ে মার্গী হবে এই গ্রহ। জেনে নিন এই গ্রহের প্রভাবে উন্নতি করবে কারা।
সিংহ রাশি (Jupiter Positive Effect)
বৃহস্পতি (Jupiter Positive Effect) বক্রী হলে ভালো সময় শুরু হবে সিংহ রাশির জাতকদের। কেরিয়ারের এই সময় উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন। পড়াশোনায় উন্নতির নতুন দিশা খুঁজে পাবেন ছাত্রছাত্রীরা। স্রোতের মতো টাকা আসবে সিংহের জাতকদের জীবনে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন সিংহ রাশির জাতকরা। মনে সুখ-শান্তি ও সংসারে সমৃদ্ধি থাকবে। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।

বৃষ রাশি (Jupiter Positive Effect)
বক্রী বৃহস্পতির প্রভাবে জীবনযাত্রায় বড় পরিবর্তন আসছে বৃষ রাশির জাতকদের (Jupiter Positive Effect)। সম্পদ ও সম্পত্তির পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে চলেছে। বৃহস্পতি উল্টো পথে ঘোরা শুরু করলে ম্যাক্সিমাম আর্থিক লাভ হবে এই রাশির জাতকদের। জ্ঞান আহরণের পথ খুলে যাবে আপনার সামনে। শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য পাবেন। বিদেশ সফরের সুযোগ পাবেন। ব্যবসাতেও বড় সাফল্য পাবেন।

আরও পড়ুন: Annapurna Puja: ‘আমি দেবী অন্নপূর্ণা, প্রকাশ কাশীতে’, কে এই অন্নপূর্ণা? কী বলছে পুরাণ-মঙ্গলকাব্য?
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরা বক্রী বৃহস্পতির প্রভাবে দুর্দান্ত আর্থিক উন্নতি করতে পারবেন। নানা দিক থেকে উপার্জনের সুযোগ পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটে যাবে। মানসিক শান্তি পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। এই সময় আপনি বিদেশ যাত্রার সুযোগ পাবেন। ব্যবসায় বড় উন্নতি করতে পারবেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। নিজের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে পারবেন।

মিথুন রাশি
বৃহস্পতির বক্রী চলন লাভজনক হবে মিথুন রাশির জাতকদের জন্যও। সন্তান লাভের ইচ্ছে পূরণ হতে পারে। এই সময় আপনার ব্যক্তিত্ব ও চিন্তাভাবনায় পজ়িটিভ পরিবর্তন আসবে। পড়াশোনায় বড় সাফল্য পাবেন ছাত্রছাত্রীরা। এই সময় আপনি যে কাজ করবেন, তাতেই ভাগ্যের সহায়তা পাবেন। আর্থিক সমস্যা মিটে যাবে। ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন।
