ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রায় দেড় মাস পর আজ সুপ্রিম কোর্টে আবারও আরজি কর মামলার শুনানি (RG Kar case on SC)। আজ সকাল সাড়ে ১১ টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে শুনানি। তৃতীয় বিচারপতি হিসেবে থাকতে পারেন সদ্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিযুক্ত হওয়া বিচারপতি জয়মাল্য বাগচী।
আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। তৃতীয় বিচারপতি হিসাবে আজ থাকতে পারেন সদ্য কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়া বিচারপতি জয়মাল্য বাগচী। সুপ্রিম কোর্টে যোগদানের প্রথম দিনে আরজি কর মামলা শুনতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগচী (RG Kar case on SC)! সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে এরপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন স্পর্শকাতর আর জি কর মামলার বিচারপতির বেঞ্চে জায়গা পেতে চলেছেন বিচারপতি বাগচী।
আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় (RG Kar case on SC) সিবিআই তদন্তে মোটেও খুশি হতে পারেনি নির্যাতিতা চিকিৎসকের পরিবার। তাদের দাবি এখনও অনেক রহস্য উদঘাটন করতে পারিনি সিবিআই। তাই এই মামলায় আরও বিস্তারে তদন্ত হওয়া প্রয়োজন। সেই বিষয়গুলো আবারও তদন্ত করে দেখুক সিবিআই। এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় নির্যাতিতার পরিবারের সেই আবেদন শুনতে রাজি হয়নি কলকাতা হাইকোর্ট। তারপরই নির্যাতিতার বাবা-মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
আরও পড়ুন: Amit Shah: উত্তর পূর্ব ভারত সফরে শাহ, শাহের সফরনামায় ঠাসা কর্মসূচি
গত ২৯ জানুয়ারি এই মামলার (RG Kar case on SC) শেষ শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নির্যাতিতার পরিবারের কাছে জানতে চেয়েছিলেন, তারা এই মামলাটি কোন আদালতে রাখতে চান? তার উত্তরে নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল সিবিআই-এর তদন্তে ত্রুটির বিষয়টি কলকাতা হাইকোর্টে শুনানি হোক। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই নিয়ে কী নির্দেশ দেন, সেই দিকেই নজর গোটা রাজ্যের।