ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কানাডার মন্ট্রিয়ালে এক প্রিমিয়াম ফ্রেঞ্চ রেস্তরাঁয় একসঙ্গে রাতের খাবারে দেখা গেল আন্তর্জাতিক পপ তারকা ক্যাটি পেরি ও প্রাক্তন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে(Dinner Date)। তাদের এই ‘সিক্রেট ডিনার’ নিয়ে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে শোবিজ এবং রাজনৈতিক মহলে। আর মার্কিন ট্যাবলয়েড টিএমজেড এই খবর প্রকাশ করতেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।
‘সিক্রেট ডিনার ডেট’ (Dinner Date)
টিএমজেডের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ৪০ বছর বয়সি ‘ডার্ক হর্স’ গায়িকা এবং ৫৩ বছরের ট্রুডো মন্ট্রিয়েলের অভিজাত রেস্তোরাঁ ল্য ভিয়লোঁতে একসঙ্গে ডিনার করছেন(Dinner Date)। পেরি ট্রুডোর দিকে ঝুঁকে গভীর আলাপচারিতায় মগ্ন।এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে টিএমজেড জানিয়েছে, নিরাপত্তারক্ষীদের নজরদারিতে থাকা এই যুগল ককটেল পান করেন এবং একাধিক পদ ভাগাভাগি করে খান, যার মধ্যে লবস্টারও ছিল। এরমধ্যেই রেস্তোরাঁর শেফ গিয়ে পেরি ও ট্রুডোর সঙ্গে কথা বলেন এবং খাবার শেষে তাঁরা কিচেনে গিয়ে স্টাফদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান। জানা গেছে, ডিনারের আগে ‘ডার্ক হর্স’ গায়ক এবং ট্রুডো পার্কে হাঁটতেও গিয়েছিলেন।
এদিকে, বিষয়টি নিয়ে পেরি ও ট্রুডোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আরেক ট্যাবলয়েড ‘পেজ সিক্স’। কিন্তু তাঁরা তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি।

প্রেমের গুঞ্জন (Dinner Date)
এই মুহূর্তে ক্যাটি পেরি তাঁর নতুন অ্যালবাম ‘143’–এর প্রচারে কানাডা সফরে রয়েছেন(Dinner Date)। সম্প্রতি তিনি উইনিপেগে পারফর্ম করেছেন। আগামী শো রয়েছে ওটাওয়ায়। অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৫ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে স্বল্পপরিচিত জীবন যাপন করছেন।যদিও ক্যাটি ও ট্রুডোর ঘনিষ্ঠ মহল থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রেন্ড করছে #KatyPerryBoyfriend এবং #JustinTrudeauDating হ্যাশট্যাগ। প্রেম, না কি শুধুই বন্ধুত্ব—এই প্রশ্নই এখন মাথাচাড়া দিয়ে উঠছে ইন্টারনেটে।
আরও পড়ুন-Trouble within Congress: শশীর পর বেসুরো মনীশ! কংগ্রেসের অন্দরে চাপানউতোর
সম্পর্ক ভাঙার প্রেক্ষাপট (Dinner Date)
চলতি মাসের শুরুর দিকে পেরি এবং ‘পাইরেটস অব ক্যারিবিয়ান’ অভিনেতা অরল্যান্ডো ব্লুম একটি যৌথ বিবৃতিতে ১০ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা করেন(Dinner Date)। এই বিবৃতির কয়েক দিন পর তাঁদের চার বছরের কন্যা ডেইজি ডাভ-সহ একটি পারিবারিক ছবিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে কিছুদিন আগেই ইতালির একটি রিসোর্ট উদ্বোধন করতে গিয়ে ক্যাটি ও ব্লুমকে কিছুটা চাপা উত্তেজনার মধ্যে দেখা গিয়েছিল।২০১৬ সালে ক্যাটি ও ব্লুমের সম্পর্ক শুরু হলেও ২০১৭ সালের মার্চেই তাঁরা আলাদা হয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে ২০১৮ সালের শুরুর দিকে মলদ্বীপ সফরে গিয়ে তাঁদের সম্পর্ক আবার জোড়া লাগে। পরে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাঁরা বাগদান সারেন। ২০২০ সালের আগস্টে কন্যাসন্তান ডেইজি ডাভের জন্ম হয়।

আরও পড়ুন-US Involvement: ‘কান খুলকে শুন লে…,’ সংঘর্ষবিরতিতে আমেরিকার মধ্যস্থতার তত্ত্ব খারিজ জয়শঙ্করের
দাম্পত্য জীবনে ইতি (Dinner Date)
অন্যদিকে, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো ২০২৩ সালে ১৮ বছরের দাম্পত্যের ইতি টানার ঘোষণা করেন(Dinner Date)। তাঁদের তিন সন্তান রয়েছে-জ্যাভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) এবং হ্যাড্রিয়েন (১১)।পেজ সিক্স জানিয়েছে, ক্যাটি পেরির সঙ্গে জাস্টিন ট্রুডোর নৈশভোজের কথা ফাঁস হতেই জল্পনা শুরু হয়েছে, দুজনের মধ্যে নতুন কোন সম্পর্ক গড়ে উঠছে কিনা, তা নিয়ে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি।
