Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান ভ্রমণের পর ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra Viral Pak Video) বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে তদন্ত চলছে। তার সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সংযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে।
দুই মাস আগেই পাকিস্তানে ছিলেন, এরপরেই পহেলগামে জঙ্গি হামলা; তদন্তে নয়া মোড় (Jyoti Malhotra Viral Pak Video)
ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra Viral Pak Video) এখন গোয়েন্দা তদন্তের আওতায়। তাঁর বিরুদ্ধে সন্দেহ, তিনি পাকিস্তানের সঙ্গে গুপ্তচর কার্যকলাপে যুক্ত থাকতে পারেন। জানা গিয়েছে, তিনি ইতিমধ্যেই দু’বার পাকিস্তান সফর করেছেন। সবশেষ সফরটি করেন মাত্র দুই মাস আগে, যার পরেই পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলা ঘটে।
লাহোরে রেস্টুরেন্টে, পাশে মেরিয়ম নওয়াজ—ছবি ঘিরে বিতর্ক (Jyoti Malhotra Viral Pak Video)
জ্যোতির পাকিস্তান সফরের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Jyoti Malhotra Viral Pak Video)। এক ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি লাহোরের একটি রেস্টুরেন্টে একদল লোকের সঙ্গে খাচ্ছেন এবং গল্প করছেন। তবে এই লোকগুলো তাঁর বন্ধু, না কি পরিচিত, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আরেকটি ভাইরাল ছবিতে দেখা গেছে, জ্যোতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং পাঞ্জাব প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মেরিয়ম নওয়াজ শরিফের পাশে দাঁড়িয়ে আছেন। এই ছবি দেখে আরও বেশি প্রশ্ন উঠেছে তাঁর পাকিস্তান সংযোগ নিয়ে।
পাকিস্তান সফরের খুঁটিনাটি, ভিডিওতে উঠে এল নানা তথ্য
হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতি মালহোত্রা প্রথম পাকিস্তান যান ২০২৩ সালে। শোনা যাচ্ছে, তাঁর ভিসা কমিশন এজেন্টের মাধ্যমে জোগাড় করা হয়েছিল। দ্বিতীয়বার তিনি পাকিস্তানে যান মাত্র দুই মাস আগে। এই সফরের সময় তিনি বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও তৈরি করেন এবং সেগুলি ইউটিউব ও ইনস্টাগ্রামে শেয়ার করেন।
আরও পড়ুন: Vice President: প্রকাশ্যে ক্ষেদ প্রকাশ উপরাষ্ট্রপতির, কিন্তু কেন?
‘ট্রাভেল উইথ JO’ নামের ইউটিউব চ্যানেলে তিনি “ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান”, “ইন্ডিয়ান গার্ল এক্সপ্লোরিং লাহোর”, “ইন্ডিয়ান গার্ল অ্যাট কটাস রাজ টেম্পল” নামের ভিডিও পোস্ট করেন। এক ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন “ইশক লাহোর”, এবং তাতে ভারত ও পাকিস্তানের সংস্কৃতি এবং খাবারের তুলনাও করেন।
এই ভিডিওগুলি দুই দেশের সংস্কৃতিগত মিল তুলে ধরলেও, এখন গোয়েন্দারা তাঁর সমস্ত ডিজিটাল কার্যকলাপ খতিয়ে দেখছেন, যাতে তাঁর সফরের আসল উদ্দেশ্য বোঝা যায়।
পাক হাই কমিশনের অফিসারের সঙ্গে যোগাযোগ, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
তদন্তে জানা গিয়েছে, জ্যোতি মালহোত্রাকে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে দেখা গিয়েছে। তাঁর ইউটিউব ভিডিওতেই ধরা পড়েছে, যেখানে পাকিস্তান হাই কমিশনের অফিসার দানিশ ও অন্যান্যদের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। দানিশ, যার ছদ্মনাম ছিল এহসান-উর-রহিম, তাঁকে ইতিমধ্যেই ভারত সরকার “পারসোনা নন গ্রাটা” ঘোষণা করেছে। কারণ, তিনি কূটনৈতিক পরিচয়ের আড়ালে ভারতের অভ্যন্তরে সন্দেহজনক কাজকর্ম করছিলেন।
আরও পড়ুন: PM Modi to Visit Sikkim: সিকিম যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি, চিন সীমান্তে বার্তা দেওয়ার প্রস্তুতি
বাবার বক্তব্য: ও বলেছিল দিল্লি যাচ্ছে, পাকিস্তান সফরের কিছুই জানি না
জ্যোতির বাবা হরিশ মালহোত্রা জানিয়েছেন, “ও বলেছিল দিল্লি যাচ্ছে। আমাকে কিছু জানায়নি। কোনও বন্ধুও কখনও আমাদের বাড়িতে আসেনি। গতকাল পুলিশ ওকে বাড়িতে নিয়ে এসেছিল, ও নিজের জামাকাপড় নিয়ে চলে যায়, আমাকে কিছুই বলেনি। আমি কী বলব বুঝতে পারছি না। ও তো বাড়িতে বসে ভিডিও বানাত। আমি কখনও বলিনি যে ও পাকিস্তান গিয়েছিল। সবসময় বলত দিল্লি যাচ্ছে। আমার কিছু চাওয়া নেই। যা হওয়ার তাই হবে।”
এই মুহূর্তে গোটা ঘটনা গভীরভাবে খতিয়ে দেখছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। পাকিস্তানের সঙ্গে তাঁর যোগাযোগ ও সফরের আসল উদ্দেশ্য জানতে তদন্ত জোরদার করা হয়েছে।