ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় এবার সেজেছেন ফলাহারি বাবার পোশাকে (Viral Video Kailash Vijayvargiya)। তাঁর পোশাকে ছিল, একটি পরচুলা, একটি নকল দাড়ি, মেকআপ এবং সাধুর পোশাক। এমনকি তার হাতে একটি ত্রিশূলও ছিল।
শোভাযাত্রায় ফালাহারী বাবার সাজে মন্ত্রী (Viral Video Kailash Vijayvargiya)
রঙপঞ্চমীর আগের দিন ইন্দোরে ধুমধাম করে আয়োজিত হল বাজরবাট্টু সম্মেলন (Viral Video Kailash Vijayvargiya)। এই উৎসবের মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানে মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় নিজেই ফালাহারী বাবার রূপে হাজির হলেন। মন্ত্রী মাথায় পরচুলা, মুখে নকল দাড়ি, বিশেষ মেকআপ ও পোশাক পরেছিলেন। তার হাতে ছিল ত্রিশূল। এই অভিনব সাজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কিভাবে মন্ত্রী নিজেকে সাজিয়ে প্রস্তুত হচ্ছেন।
উৎসবের প্রশংসায় মন্ত্রী (Viral Video Kailash Vijayvargiya)
শোভাযাত্রার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় (Viral Video Kailash Vijayvargiya) ইন্দোরের উৎসবমুখর পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “ইন্দোরে রঙপঞ্চমীর আনন্দ অন্য কোথাও দেখা যায় না। পুরো শহর যেন জীবন্ত হয়ে ওঠে। মানুষ একে অপরের গায়ে রং মাখায়, শুভেচ্ছা জানায়, এমনকি অপরিচিতরাও পরস্পরের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়। এটাই ইন্দোরের সৌন্দর্য।”
আরও পড়ুন: Viral Video: বিনা টিকিটে ভ্রমণ ১৮০ কিলোমিটার! বাঁদরের কান্ডে হতবাক নেটপাড়া, দেখুন ভাইরাল ভিডিয়ো
রঙিন শোভাযাত্রায় নাচ-গান
শোভাযাত্রায় ছিল রঙ, সঙ্গীত ও নাচের দুর্দান্ত সমাহার। ডিজে ব্যান্ডের তালে তালে মানুষ নাচছিলেন, শিল্পীরা পরিবেশন করেন ভাগোরিয়া নৃত্য, ভাংড়া ও গিদ্দা। তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে পাগড়ি ও তলোয়ার হাতে মিছিল করেন। সাধু-সন্ত ও তৃতীয় লিঙ্গের মানুষরাও রথ ও বাগিতে শোভাযাত্রায় অংশ নেন। সংস্কৃতিমূলক নানা বিষয় তুলে ধরা হয় শোভাযাত্রার ট্যাবলোতে।
আরও পড়ুন: Dog Meat in Momo: শহরের জনপ্রিয় রেস্তেরাঁর ফ্রিজে কুকুরের মাথা, মোমোর ভেতর কীসের মাংস?
কবিতার আসরে হাসির রোল
শোভাযাত্রার পর আয়োজিত হয় এক ব্যতিক্রমী হাস্যরসাত্মক কবিতার আসর। বিশিষ্ট কবিরা তাদের পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন। উপস্থিত ছিলেন পদ্মশ্রী সুরেন্দ্র দুবে, জনি বৈরাগী, দিনেশ দেশী, ভূবন মোহিনী ও চেতন চার্চিত। আসরের সঞ্চালনা করেন দেবাসের শশিকান্ত যাদব।