ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুনের মামলায় নিম্ন আদালতের নির্দেশে জেল হেফাজতে থাকা নারকেলডাঙ্গা থানার তৎকালীন ইন্সপেক্টর ও হোমগার্ড কলকাতা হাইকোর্টে (calcutta high court) জামিনের আবেদন করে দ্রুত শুনানির আর্জি জানালেন(Kakurgachi BJP Murder)। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা দায়েরের অনুমতি দেওয়ার পাশাপাশি দ্রুত শুনানির আর্জিও গ্রহণ করেছেন। আগামীকাল তথা মঙ্গলবার দু’জনের জামিনের আবেদনের মামলার শুনানি।
দ্রুত শুনানির আবেদন গ্রহণ আদালতের (Kakurgachi BJP Murder)
২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন কাঁকুড়গাছিতে রহস্যজনকভাবে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার(Kakurgachi BJP Murder)। সেই মামলায় সিবিআই-এর চার্জশিটে নাম থাকা বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর তথা মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং অপর কাউন্সিলর পাপিয়া ঘোষ ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন।
এবার সিবিআই এর চার্জশিটে নাম থাকা নারকেলডাঙ্গা থানার তৎকালীন ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথও জামিনের আবেদন করে দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। দ্রুত শুনানির আবেদনও মেনে নিয়েছে আদালত। আগামীকাল তথা মঙ্গলবার এই মামলার শুনানি।
জেল হেফাজতের নির্দেশ (Kakurgachi BJP Murder)
গত শুক্রবারই অভিজিৎ সরকার খুনের মামলায় নিম্ন আদালত ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতের নির্দেশ দেয়(Kakurgachi BJP Murder)। বর্তমানে দু’জনেই জেলবন্দী রয়েছেন।এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি মন্তব্য করেছিলেন, ‘রক্ষকই ভক্ষক হয়ে গেলে সমাজের কী হবে?’
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন রাতে বাড়ি থেকে অভিজিৎ সরকারের দেহ উদ্ধার হয়। তার কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে অভিজিৎ অভিযোগ করেছিলেন, তাঁর বাড়িতে আক্রমণ চালানো হচ্ছে এবং তাঁর পোষ্যদের আক্রমণ করা হচ্ছে। এরপরই রাতে তার দেহ উদ্ধার হয়।

পরিবার অভিযোগ (Kakurgachi BJP Murder)
পরিবার অভিযোগ করে, তাঁকে খুন করা হয়েছে। প্রথমে নারকেলডাঙ্গা থানা এই খুনের তদন্ত করলেও পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার গ্রহণ করে সিবিআই। সম্প্রতি সিবিআই যে চার্জশিট পেশ করে, তাতে নারকেলডাঙ্গা থানার তৎকালীন ইন্সপেক্টর এবং হোম গার্ডের নাম ছিল। তারপরই নিম্ন আদালত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয়। তাতেই জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্রুত শুনানির আর্জি জানালেন দুই পুলিশ কর্মী(Kakurgachi BJP Murder)।

আরও পড়ুন: Barak Obama : বারাক ওবামাকে হাতকড়া পরানোর এআই ভিডিও পোস্ট করে বিতর্কে ডোনাল্ড ট্রাম্প!
কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুনের মামলায় নিম্ন আদালতের নির্দেশে জেল হেফাজতে থাকা নারকেলডাঙ্গা থানার তৎকালীন ইন্সপেক্টর ও হোমগার্ড কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করে দ্রুত শুনানির আর্জি জানালেন। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা দায়েরের অনুমতি দেওয়ার পাশাপাশি দ্রুত শুনানির আর্জিও গ্রহণ করেছেন। আগামীকাল তথা মঙ্গলবার দু’জনের জামিনের আবেদনের মামলার শুনানি।