ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে খুলে যাচ্ছে (Kalighat Skywalk) কালীঘাট স্কাইওয়াক। তিন বছর আগে কাজ শুরু হয়েছিল এই মেগা প্রকল্পের, আর আজ তা বাস্তব রূপ পেতে চলেছে। বাংলা নববর্ষের ঠিক আগেই, ১৪ এপ্রিল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই স্কাইওয়াক উদ্বোধন করবেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন। এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই শহরবাসীর মধ্যে উৎসাহ তুঙ্গে।
সমস্যা কাটিয়ে ‘আকাশপথে’ হেঁটেই মায়ের দর্শন (Kalighat Skywalk)
স্কাইওয়াকটি কালীঘাট মন্দিরে যাওয়া পথকে আরও সুরক্ষিত ও আরামদায়ক করে তুলবে (Kalighat Skywalk)। এতদিন কালীঘাট মন্দিরে যেতে হলে অনেকটাই ঘিঞ্জি ও ব্যস্ত পথ পেরোতে হতো ভক্তদের। এবার সেই সমস্যা কাটিয়ে কার্যত ‘আকাশপথে’ হেঁটেই মায়ের দর্শনে পৌঁছানো যাবে। শুধু নিরাপত্তা নয়, নজর দেওয়া হয়েছে সৌন্দর্যায়নের দিকেও।
৫০০ মিটার দীর্ঘ ও ১০ মিটার চওড়া এই স্কাইওয়াক (Kalighat Skywalk)
প্রায় ৫০০ মিটার দীর্ঘ ও ১০ মিটার চওড়া এই স্কাইওয়াকে (Kalighat Skywalk) থাকছে পাঁচটি গেট, যার মধ্যে প্রধান দুটি প্রবেশপথ তৈরি হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং গুরুপদ হালদার রোডের দিক দিয়ে। একদিকে থাকছে নীল-সাদা আলোয় ফুটে ওঠা কালীঘাট মন্দিরের প্রতিচ্ছবি, আর অন্যদিকে মাতৃপ্রতিমার আভা ছড়িয়ে দেবে বিশেষ আলোকসজ্জা।
মোট খরচ কত?
কলকাতা পুরসভার তত্ত্বাবধানে এই প্রকল্পের মোট খরচ হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। দক্ষিণেশ্বর স্কাইওয়াকের আদলেই নির্মিত হলেও, কালীঘাট স্কাইওয়াকের আশপাশের সৌন্দর্যায়নে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুরসভা। চারপাশে গাছপালা, আলোকসজ্জা, ছায়াঘেরা বসার জায়গা— সব মিলিয়ে এক আধুনিক অথচ ঐতিহ্যবাহী পরিকাঠামো পেয়েছে কালীঘাট চত্বর।

আরও পড়ুন: Droupadi Murmu : রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যোগ দেবেন কল্যাণী এইমসের সমাবর্তনে
মুখ্যমন্ত্রীর পোস্ট
মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিওতেও ধরা পড়েছে এই স্কাইওয়াকের পাখির চোখের দৃশ্য। উপরের দিক থেকে দেখা গেছে কীভাবে শহরের ব্যস্ততম একটি ধর্মীয় কেন্দ্র এখন হয়ে উঠেছে আরও সুগঠিত ও পরিকল্পিত। নতুন বছর শুরুর ঠিক আগেই এই স্কাইওয়াকের উদ্বোধন যেন এক উপহার কলকাতা তথা গোটা রাজ্যের মানুষের জন্য। কালীঘাট মন্দিরে আসা দেশ-বিদেশের পর্যটকরাও উপকৃত হবেন এই নতুন ব্যবস্থায়। আধুনিক পরিকাঠামোর ছোঁয়ায় ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে কালীঘাট স্কাইওয়াক এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল শহর কলকাতায়।