ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাঞ্চনের (Kanchan Mullick) ঘরে এল কন্যা (Daughter) সন্তান। কালীপুজোর (Kali Puja) পরেই কাঞ্চন মল্লিকের ঘর আলো করে এল কন্যা সন্তান। দশ মাস (Ten months) হল বিয়ে (Marriage ) হয়েছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj)। দশ মাসের মধ্যেই এল সুখবর। ছোট্ট মেয়ের নাম রেখেছেন কিসভি।

কালীপুজোর ছবি (Kanchan Mullick)
কালীপুজোর ছবি দেখেই নেটিজেনরা ধারণা করেছিলেন, শ্রীময়ী চট্টরাজ অন্তঃসত্ত্বা (Pregnant)। এই বিষয়ে প্রথমে শ্রীময়ী ও কাঞ্চন (Kanchan Mullick) কেউ মুখ খোলেননি। তারা বলেছিলেন, হয়ত সুখবর (Good News) আসতে পারে তাড়াতাড়ি। এই কালীপুজোর দু’দিনের মধ্যেই সেই সুখবর এসে হাজির হল। শ্রীময়ী ও কাঞ্চনের ঘর আলো করে এলেন ছোট্ট কন্যা সন্তান।
আরও পড়ুন: Shah Rukh Khan Birthday 2024: জন্মদিনে আড়ালে কিং খান, অধীর অপেক্ষায় ভক্তরা! হঠাৎ কী এমন হল?
শনিবার জন্ম মেয়ের (Kanchan Mullick)
২ নভেম্বর শনিবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। আর বিকালেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে মা ও সন্তান দু’জনেই ভালো আছেন। এই সুখবর কাঞ্চন মল্লিক নিজেই ভাগ করে নিলেন সামাজিক মাধ্যমে (Social Media)। বিয়ের সময় নানা বিতর্কে (Controversy ) জড়িয়ে ছিলেন শ্রীময়ী ও কাঞ্চন। যাবতীয় বিতর্ককে তুরি মেরে চলছিল তাদের সুখের দাম্পত্য। বেশ সুন্দর সংসার। আর এই দাম্পত্য জীবনকে আরও সুন্দর করতে তাদের ঘর আলো করে এল, ছোট্ট কন্যা সন্তান।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
শুভ হল কালীপুজো
কালীপুজোর সময়টা অভিনেতা কাঞ্চন মল্লিকের জন্য বেশ সুন্দর সময় কাটছে বলা যেতে পারে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনয় করা, বলিউড সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’ ( Bhool Bhulaiyaa 3)। পেয়েছেন ব্যাপক সাফল্য সহ প্রশংসা। কেরিয়ারের সাফল্যের সঙ্গেই ব্যক্তিগত জীবনেও এসেছে আনন্দ। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসা নিয়ে নানা বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেতা। কিন্তু বর্তমানে তার কাজ এবং তার সুন্দর ঘর-কন্যা দেখে দর্শক বেশ অভিভূত। দীপাবলীর রোশনাইতে সত্যি অর্থে আলো হল কাঞ্চন-শ্রীময়ীর ঘর।
আরও পড়ুন: Shah Rukh Khan: সাফল্য কীভাবে ধরে রাখবেন? মন্ত্র শেখালেন শাহরুখ খান
উৎসবের মরসুমে অন্যান্য সুখবর
উৎসবের মরশুমে এই তারকা দম্পতির মতো অনেকেই সুখবর দিয়েছেন। দ্বিতীয় সন্তানের প্রহর গুনছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। সম্প্রতি লন্ডন চলচ্চিত্র উৎসবে নজর কাড়েন অভিনেত্রী রাধিকা আপ্তে (Radhika Apte)। স্পষ্ট বেবি বাম্প। যদিও তিনি ফ্যাশনে ভাটা পড়তে দেননি। এছাড়াও নবরাত্রিতেই এসেছিল সুখবর। কন্যাসন্তানের মা-বাবা হন মাসাবা গুপ্তা-সত্যদীপ মিশ্র। যদি হলিউডের কথা বলা হয়, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন হলিউড তারকা জেনিফার লরেন্স (Jennifer Lawrence)।