ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “আমি একেবারেই বিরল মা নই”। সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজের ক্ষোভ উগরে দিলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। তাকে নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে, বিশেষ করে তাকে আর কাঞ্চন মল্লিককে (Kanchan Mullick) নিয়ে সমালোচনার শেষ নেই (Kanchan-Sreemoyee)। এবার সেখানে দড়ি টানাটানি চলছে তাদের মেয়েকে নিয়ে। ছোট্ট কৃষভি জন্মানোর সময় কেন হাসপাতালে ৬ লক্ষ টাকা বিল হল? সেই প্রশ্নের কটাক্ষ বাণে বিদ্ধ এখন কাঞ্চন -শ্রীময়ীর সংসার। সমালোচনা বলুন কিংবা কটাক্ষ, এসব আর বিন্দুমাত্র সহ্য করতে পারলেন না শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় লিখে ফেললেন একটা লম্বা পোস্ট।
শ্রীময়ীর আপত্তি (Kanchan-Sreemoyee)
শ্রীময়ীর বক্তব্য (Kanchan-Sreemoyee), “ছয় লক্ষ টাকা কেন খরচা করেছি,আর সেই বিল কি কাঞ্চন বিধানসভায় জমা দিয়েছে, প্রথমত যারা এই প্রশ্নটা করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, বিধানসভায় বিল জমা দিয়েছে কি দেয়নি সেই বিষয়ে আমি উত্তর দেওয়ার কেউ নই। তার কারণ আমি বিধানসভার সদস্য নই, আর আমার স্বল্প অভিজ্ঞতায় যেটা বলে, যা দেখেছি এতকাল ধরে, সেটা যে কোনও সরকারি কর্মচারীরা এটা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হোক, তারা তাদের মেডিকেল পরিষেবাটা পায়। এটাই সরকারি কর্মচারীদের একটা বড় সুবিধা”। কিন্তু বিষয় গুলো নিয়ে এত কথা হচ্ছে? এখানেই আপত্তি শ্রীময়ীর।
অনধিকার চর্চা (Kanchan-Sreemoyee)
শ্রীময়ীর জীবন নিয়ে অনধিকার চর্চা বিষয়ে আরও বলেন (Kanchan-Sreemoyee), “কার কোনও নার্সিংহোমে, সরকারি না বেসরকারি হসপিটালে ডেলিভারি হবে, এটা একান্ত তাদের ব্যক্তিগত মতামত, এই নিয়ে দয়া করে অনধিকার চর্চা আপনারা করবেন না, আর আমরা কোনও অপরাধমূলক কাজ করিনি। তাই আমার একটাই অনুরোধ, যারা এই ধরনের কথা বলছেন, তাদেরকে বলব যে প্লিজ অনেক কিছু নিয়ে কথা বলার, সমালোচনা করার বা চর্চা করার বিষয় রয়েছে। কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের কটা বাচ্চা হল বা কোথায় হল বা কত টাকা খরচা হল, কত মাসে হল, সিজার হল নাকি নরমাল ডেলিভারি হল, এই ধরনের চর্চা করে নিজেদের শিক্ষার পরিচয়টা আর বাড়াবেন না”।
আরও পড়ুন: Anurager Chhowa Upcoming Episode: কুকিং কম্পিটিশনে জিতেও সব হারাবে দীপা, আসছে নতুন ঝড়
শ্রীময়ী বিরল মা নন!
এত বিষয় থাকতে কেন কাঞ্চন শ্রীময়ী আলোচনার বিষয় হচ্ছেন? “সমাজের অনেক বিষয় আছে চর্চা করার, আলোচনা করার,সমালোচনা করার, ওগুলোতে ফোকাস করুন, দয়া করে আমাদের জন্য নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না, আমাদের অযথা মূল্যবান বানিয়ে দেবেন না, এই পৃথিবীর অনেকেই মা হয়েছেন, তাদের নিজেদের মতো করে, নিজেদের ইচ্ছা অনুযায়ীএবং একান্ত ব্যক্তিগত ভাবে, নিজেদের পছন্দমত ডাক্তার বা নার্সিংহোমে, তাই আমি কোন বিরল মা নই। “
আরও পড়ুন: Salman-Hrithik: একই পর্দায় টাইগার আর কৃশ, হারিয়ে দেবে বিগ বাজেটের ছবিকে!
বিরক্ত শ্রীময়ী
শ্রীময়ীর বক্তব্য দেখে স্পষ্ট, তিনি সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকদের এহেন কর্মকাণ্ডে বেশ বিরক্ত। যথেষ্ট রেগে গিয়েছেন। তিনি চাইছেন তার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত ভাবেই কাটাতে। সেখানে কোনও কাটাছেঁড়া কিংবা বিতর্ক চাইছেন না।