Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি শিয়ালদহ স্টেশনের সামনে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর (Kanchana Moitra) আচরণ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। ভিডিওতে দেখা গিয়েছিল অবিন্যস্ত চুল, পোশাকে এক মহিলা ও ভদ্রলোকের সামনে চিৎকার চেঁচামেচি করছেন অভিনেত্রী। সাধারণ মানুষকে অভিনেত্রীর এমন হেনস্তা করার দৃশ্য দর্শকদের অস্বস্তিতে ফেলে।
অভিনেত্রী ক্ষমা চাইলেন কেন ? কী বললেন তিনি?
ভুল বোঝাবুঝি (Kanchana Moitra)
সময়ের সঙ্গে বোঝা গিয়েছে , এই ঘটনাটি কোনও ইচ্ছাকৃত (Kanchana Moitra) ভাবে করা হয়নি । আসলে এটি ছিল ছবির প্রচার কৌশল। ভুল বোঝাবুঝির জন্যই বিষয়টি পুরো অন্য ভাবে দর্শকের কাছে পৌঁছেছে। এমনকি অনেকেই অভিনেত্রীকে প্রশ্ন করেছিলেন,” গরিবদের এমন ভাবে হেনস্তা করছেন কেন?” অভিনেত্রীকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
স্পষ্ট করে জানানো (Kanchana Moitra)
অভিনেত্রী কাঞ্চনা (Kanchana Moitra) নিজেই এই ঘটনার প্রেক্ষাপট স্পষ্ট করলেন। কী বললেন অভিনেত্রী ? অভিনেত্রীর কথায়, তিনি ক্ষমা চাইছেন । কাউকে আঘাত করার জন্য তিনি এমনটা করেননি। তবে যাঁরা ভালোবাসায় ভরে দিয়েছেন , তাদের কাছে অভিনেত্রী কৃতজ্ঞ। মানুষকে ছোট করার জন্য এই পরিকল্পনা করা হয়নি। আবার অনেকেই ঘটনাটিকে স্কিপ করে পোস্ট করেছেন। ফলে পুরো ঘটনাকে অনেকেই ভুল বুঝেছেন। যার জন্য সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অনেকেই আবার জনসমক্ষে অভিনেত্রীর এমন অভিনয়কে প্রশংসাও করেছেন।
অনুভূতিতে আঘাত না করা
অনেকেই মনে করছেন , ছবি প্রচারের জন্য এমন পরিকল্পনা অনেক সময় রিক্সও হয়ে যেতে পারে। কারণ অনেকেই তা বুঝে উঠতে পারেন না। অর্থাৎ ছবি প্রচার করার অর্থ এটা হবে না যে, দর্শকদের অনুভূতিতে আঘাত করতে পারে এমন প্রচার দৃশ্য। তবে অভিনেত্রীর মতে, শিল্পী হিসাবে সাড়া পাওয়া, দর্শকের হৃদয় স্পর্শ করা ছিল প্রচারের মূল পরিকল্পনা।
সাধারণ মানুষের গল্প
‘কপাল ‘ ( Kapal) ছবির গল্প রিক্সাওয়ালা, বিক্রেতা , কুলি, শ্রমিক অর্থাৎ সাধারণ মানুষদের নিয়েই এই ছবি। ভাগ্য সায় না দিলে একজন সাধারন মানুষ কতটা মানসিক অস্থিরতা মধ্যে পড়ে, তা তুলে ধরা হয়েছে ছবিতে। সে কারণেই হয়ত সাধারণ মানুষের মধ্যে ছবি প্রচার করার পরিকল্পনা করা হয়েছিল। ছবির ট্রেলার ইতিমধ্যে মুক্তি পেয়েছে। ‘কপাল’ ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটির মুখ্য চরিত্রে আছেন রাজা সরকার ও সুকন্যা দত্ত।
আরও পড়ুন: Bigg Boss 19: বিগ বসের অন্দরে হাড্ডাহাড্ডি লড়াই, প্রতিযোগিতায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর!
বলা যায় ,অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর (Kanchana Moitra) ব্যবহার ঘটনাটিতে যেভাবে তুলে ধরা হয়েছে, মানুষ হিসাবে কিন্তু আদৌ তিনি তা নন । এটি ছিল ছবির প্রচারের কৌশল মাত্র। আর তা বুঝতে ভুল করেছেন অনেকেই । যদিও অনেকেই বুঝে নিয়েছেন, এটি একটি ছবি প্রচার কৌশল। আসলে ছবির প্রচার অর্থাৎ দর্শকের কাছে ছবির গল্প পৌঁছে দেওয়ার জন্য অভিনেতা অভিনেত্রীদের অনেক কিছুই করতে হয়। আর অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর ঘটনাটি তেমনিই এক ঘটনা মাত্র ।