ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিপাড়ায় (Bollywood ) যেন হুমকির ঘনঘটা (Kapil Sharma)। নতুন বছর শুরু হয়েছে একের পর এক অঘটন দিয়ে। সলমন খানের (Salman Khan) উপর তো হুমকির খাঁড়া সব সময় ঝুলছে। অপরদিকে নিরাপত্তার খাতিরে গা বাঁচিয়ে চলছেন শাহরুখ খান (Shah Rukh Khan) । সইফ আলি খানের (Saif Ali Khan) উপর এত বড় হামলার ঘটনা ঘটে গেল। তবে কি এবার পালা কপিল শর্মার (Kapil Sharma)? পাকিস্তান থেকে খুনের হুমকি পেলেন তিনি। এই ঘটনায় আতঙ্কিত বলিউড।
মায়ানগরীতে নতুন আতঙ্ক (Kapil Sharma)
গোটা বলিউড সইফ আলি খানের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন। এখনও পর্যন্ত একটা ঘোরের মধ্যে রয়েছে। অনেকেই ভয় পাচ্ছেন, এরপরে তাহলে কি নতুন কোনও বিপদ আসতে চলেছে? এর মধ্যেই আবার নতুন করে আতঙ্ক ছড়াল মায়া নগরীতে। কৌতুকশিল্পী কপিল শর্মার (Kapil Sharma) যথেষ্ট পরিচিতি রয়েছে। তার জনপ্রিয়তা বলিউড স্টারদের থেকে কম নয়। কিন্তু তাঁর কাছে কেনই বা হুমকির বার্তা এল? এখন সেই প্রশ্ন ঝড় তুলেছে বলিপাড়ার অন্দরে।
হুমকির মুখে কারা? (Kapil Sharma)
শোনা যাচ্ছে, পাকিস্তান থেকে তাঁর (Kapil Sharma) কাছে ইমেল মারফত খুনের হুমকি এসেছে। তবে এই হুমকি বার্তা শুধুমাত্র কপিল পাননি, সেই তালিকায় রয়েছেন অভিনেতা রাজপাল যাদব, কৌতুক শিল্পী সুগন্ধা মিশ্র এবং নৃত্য পরিচালক রেমো ডিসুজা। এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টা গুরুত্ব সহকারে তদন্ত করছে মুম্বাইয়ের অম্বলি থানার পুলিশ। এফআইআর দায়ের করেছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে।
আরও পড়ুন: Khadaan Dubai Tour: দুবাইয়ে টিম ‘খাদান’, প্রিমিয়ারে নেই ইধিকা?
কী লেখা আছে ইমেলে?
ইমেল মারফত যে হুমকি এসেছে, সে বার্তা থেকে স্পষ্ট, বিষয়টা হালকা করে নেওয়ার নয়। সেখানে লেখা হয়েছে, নিজেদের প্রচারের জন্য তারা এমন বার্তা দিচ্ছেন না। তাই এই বিষয়কে হালকা ভাবে নিলে ভুল হবে। বরং এই সেলেবদের প্রতিদিনের জীবনযাপনের উপর তারা নজর রাখছে। যদি এই হুমকি বার্তা এড়িয়ে যায়, তাহলে পরিণতি আরও ভয়াবহ হতে পারে। এমনটাই বলা হয়েছে ওই বার্তায়।
পাকিস্তানের যোগ
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫১ (৩) ধারার অধীনে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, কপিল শর্মা এবং তাঁর দলকে নিরাপত্তা দেওয়া হবে। পুলিশি তদন্তে উঠে এসেছে, যে আইপি থেকে ইমেল পাঠানো হয়েছে সেটা পাকিস্তানের। যোগাযোগ করে সে দেশের সরকারের সাহায্য চাওয়া হয়েছে।
আরও পড়ুন: Shakib Khan Film Borbaad: স্থগিত বরবাদের শুটিং, পর্দায় সাকিব-ইধিকা জুটি ফিরছে কবে?
ভয়ের কাঁটায় বিদ্ধ গোটা বলিউড
প্রথমে বাবা সিদ্দিকিকে গুলি করে খুন। তারপর সলমন খানকে একের পর এক হুমকির মুখে রাখা। শাহরুখ সহ বহু সেলেবদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন সইফ আলি খানের বাড়িতে আচমকা হামলা। তারপরেই কপিলসহ চার সেলেবদের উদ্দেশ্যে এল খুনের হুমকি। স্বাভাবিক ভাবেই ভয়ের কাঁটায় বিদ্ধ গোটা বলিউড।