ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সরকার রাজ্যজুড়ে হুক্কা বার খোলা বা পরিচালনা নিষিদ্ধ করেছে (Fine For Smoking In Public)। রাজ্যপালের নামে সংসদীয় বিষয়ক ও আইন বিভাগের সচিব জি. শ্রীধর এই আদেশ জারি করেছেন।
জরিমানা বেড়ে ১,০০০ টাকা, তামাক কিনতে হলে হতে হবে ২১ বছর বয়সী (Fine For Smoking In Public)
কর্ণাটক সরকার একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, রাজ্যের মধ্যে প্রকাশ্যে সিগারেট ও তামাকজাত পণ্য ব্যবহার করলে এখন থেকে ২০০ টাকার পরিবর্তে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে (Fine For Smoking In Public)। এছাড়াও, তামাকজাত পণ্য কেনার ন্যূনতম বয়সসীমা ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করা হয়েছে। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে।
হুক্কা বারে নিষেধাজ্ঞা (Fine For Smoking In Public)
সরকার জানিয়েছে, রাজ্যের কোথাও হুক্কা বার খোলা বা চালানো নিষিদ্ধ (Fine For Smoking In Public)। তা কোনও রেস্টুরেন্ট, পাব, বার কিংবা অন্য কোনও স্থান, এই নিষেধাজ্ঞা সর্বত্র প্রযোজ্য হবে। আইন ও বিধান দফতরের সচিব জি. শ্রীধর রাজ্যপালের নামে এই নির্দেশ জারি করেছেন।
রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে সংশোধনী বিল
২৩ মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ‘সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য (বিজ্ঞাপন নিষিদ্ধকরণ এবং বাণিজ্য, উৎপাদন, সরবরাহ ও বিতরণ নিয়ন্ত্রণ) (কর্ণাটক সংশোধনী) বিল, ২০২৪’-এ সম্মতি দিয়েছেন। এই নতুন আইনটি ২০০৩ সালের কেন্দ্রীয় আইনের সংশোধন করে কর্ণাটকে প্রয়োগ করা হবে।
আরও পড়ুন: PM Modi: ‘প্রাণ যায় যাক, কথার খেলাপ হবে না!’ প্রতিশ্রুতিরক্ষা প্রধানমন্ত্রীর
সর্বজনীন স্থানে তামাক ব্যবহার নিষিদ্ধ
নতুন সংশোধনী অনুযায়ী, কোনও ব্যক্তি কোনও সর্বজনীন স্থানে তামাকজাত পণ্য ব্যবহার করতে পারবেন না। এখানে ‘ব্যবহার’ বলতে ধূমপান এবং থুতু ফেলা—দুটিই বোঝানো হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে বিক্রি নিষিদ্ধ
নতুন নিয়ম অনুযায়ী, যে যে ক্ষেত্রে সিগারেট বা তামাকজাত পণ্যের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ সেগুলি হল; কোনও ২১ বছরের কম বয়সী ব্যক্তি, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে, একক স্টিক বা খুচরো আকারে।
আইন ভাঙলে জেল ও বড় অঙ্কের জরিমানা
যদি কেউ আইনের ৪এ ধারা লঙ্ঘন করেন, তাহলে তার ন্যূনতম ১ বছরের জেল হতে পারে, যা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত হতে পারে। এছাড়াও জরিমানা কমপক্ষে ৫০,০০০ টাকা থেকে শুরু হয়ে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
হোটেল ও বিমানবন্দরে নির্দিষ্ট ধূমপান এলাকা রাখা যাবে
আইনে বলা হয়েছে, যেসব হোটেলে ৩০ বা তার বেশি ঘর আছে, অথবা যেসব রেস্তোরাঁয় ৩০ বা তার বেশি আসন আছে, কিংবা বিমানবন্দরে, সেখানে নির্দিষ্ট ধূমপান এলাকা রাখা যেতে পারে।
গুজরাট, মহারাষ্ট্র ও রাজস্থানের পথ অনুসরণে কর্ণাটক
তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে কর্ণাটক এবার গুজরাট, মহারাষ্ট্র ও রাজস্থানের মত রাজ্যগুলির তালিকায় সামিল হল। জনস্বাস্থ্যের স্বার্থে এই পদক্ষেপগুলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।