Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে বলিউডে অন্যতম (Kartik Aaryan) জনপ্রিয় অভিনেতাদের তালিকার শীর্ষে রয়েছেন কার্তিক আরিয়ান । একের পর এক হিট ছবির মাধ্যমে তিনি প্রমাণ করে চলেছেন নিজের প্রতিভা ও পরিশ্রম। ‘ভুলভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2) এর দারুন সাফল্যের পর থেকেই তাঁর চাহিদা আরও বেড়ে গিয়েছে। কার্তিকের অভিনয়ে সহজাত মজার ছোঁয়া ও প্রাণবন্ত তাঁকে আলাদা করে তোলে অন্যদের থেকে। রোমান্টিক হোক কিংবা কমেডি, সবটাতে নিজস্ব ছাপ রেখেছেন তিনি। বিশেষ করে ভুলভুলাইয়া সিরিজে পরবর্তী কিস্তি নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি কলকাতা শহরে এসে কিছুটা চমক দিলেন অভিনেতা । ‘ভুলভুলাইয়া ৪’ নিয়ে কিছু না জানালেও চমক থাকার ইঙ্গিত মিলেছে অভিনেতার কথায়।
ঝটিকা সফর (Kartik Aaryan)
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) এক ঝটিকা সফরে এলেন কলকাতাতে। পুজোর আগেই শহরে এসে পুজোর শুভেচ্ছা জানিয়ে দিলেন ভক্তদের। সাউথ সিটি মলে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। ছোট থেকে বড় সকলের সঙ্গে আনন্দে মেতে উঠলেন তিনি। ভক্তদের উচ্ছ্বাস ও ভিড় জমে গিয়েছিল কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan) দেখে। কার্তিককে এক ঝলক দেখার জন্য ভিড় উপচে পড়ে।
প্রিয় শহর (Kartik Aaryan)
এই সফরে কার্তিক আরিয়ান ( Kartik Aaryan) জানিয়েছেন, পুজোর সময় তিনি কলকাতাতে থাকতে পারবেন না। তবে কলকাতার প্রতি তাঁর ভালোবাসা আগের মতই রয়ে গিয়েছে। অর্থাৎ ‘ভুলভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3) ছবির সময় কলকাতাতে শুটিং করেছিলেন তিনি। তখন থেকেই অভিনেতার সাথে এই শহরে এক আলাদা বন্ধন তৈরি হয়ে গিয়েছে। তাই কলকাতা শহর তাঁর খুব প্রিয় শহর বলে মনে করেন অভিনেতা।
কী বললেন ‘ভুলভুলাইয়া ৪’ নিয়ে?
আর এত ভিড়ের মাঝে অভিনেতাকে প্রশ্ন করা হয় ‘ভুলভুলাইয়া ৪’ নিয়ে কি পরিকল্পনা রয়েছে। অবশ্য সে বিষয়ে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) কিছুই বলতে চাননি। তিনি বলেন,” এ বিষয়ে আলোচনা চলছে, কিন্তু এখনই কিছু বলা ঠিক হবে না।”
ভক্তদের উচ্ছ্বাস
সব মিলিয়ে কার্তিক আরিয়ানের ( Kartik Aaryan) এই সংক্ষিপ্ত সফরে শহরে তৈরি হয়েছিল তারকা খ্যাতির আলো। ভক্তদের মধ্যে ছিল প্রবল উত্তেজনা। যদিও খুব অল্প সময়ের জন্য এসেছিলেন অভিনেতা। তবে ভক্তদের উচ্ছ্বাস ও ভিড় দেখে সহজেই বোঝা যায় ‘ভুলভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3) ছবিতে তাঁর অভিনয় ভক্তদের কতটা পছন্দের । তাই অভিনেতা কলকাতায় আসায়, ভীষণ খুশি ভক্তরা ।
আরও পড়ুন: UPI: বিশ্ব দরবারে ভারতের ইউপিআই, আন্তর্জাতিক অর্থ লেনদেনে আসছে বিপ্লব
তবে শুধু বড় পর্দায় নয়, বাস্তব জীবনেও ভক্তদের সাথে তাঁর ব্যবহার নজরকাড়া । অনুষ্ঠান হোক বা রাস্তায় সর্বদাই হাসিমুখে কথা বলেন ভক্তদের সাথে। অভিনেতার এমন আন্তরিকতা আরও বেশি করে জনপ্রিয় করে তুলেছে তাঁকে। বর্তমান প্রজন্মের কাছে তিনি শুধুই একজন অভিনেতা নন , একজন স্টাইল আইকন ও রোল মডেলও বটে। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও ভক্তদের প্রতি ভালোবাসার গুণে বলিউডে নিজেকে শক্ত করে গড়ে তুলেছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)।