ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: করুণ নায়ারের খারাপ পারফরম্যান্সের কারণে (Karun Nair second life set to end) ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্টে সাই সুদর্শনকে দলে ডাকা হতে পারে।
গুরুত্বপূর্ণ টেস্টে বড় সিদ্ধান্তের মুখে ভারত (Karun Nair second life set to end)
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে থাকা ভারত দল ম্যানচেস্টারে ২৩ জুলাই শুরু হতে চলা চতুর্থ টেস্টে বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে (Karun Nair second life set to end)। তিন নম্বরে ব্যাটিং করা করুণ নায়ারের জায়গা নিয়ে জোর প্রশ্ন উঠেছে। তার পরিবর্তে দলে আসতে পারেন তরুণ সাই সুদর্শন। এই একটিই হতে পারে ভারতের একাদশে একমাত্র পরিবর্তন, কারণ এই ম্যাচ জিততেই হবে সিরিজে টিকে থাকার জন্য।
ব্যর্থ কামব্যাক, সমালোচনার মুখে করুণ (Karun Nair second life set to end)
আট বছর পর টেস্ট দলে ফেরা করুণ নায়ার এখন পর্যন্ত ছয় ইনিংসে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হয়েছেন (Karun Nair second life set to end)। তিন নম্বরে ব্যাট করে মাঝে মাঝে কিছু ভালো শট খেললেও লেন্থ থেকে উঠতে থাকা বল নিয়ে সমস্যায় পড়ছেন তিনি। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্রাইডন কার্সের একটি ভিতরে ঢোকা বল ছেড়ে দিয়ে বোল্ড হয়ে যাওয়ার পর তার আত্মবিশ্বাস ও টেম্পারমেন্ট নিয়ে প্রশ্ন বেড়েছে।
দলের চাপে তরুণ মুখে ভরসা
বর্তমানে ১-২ ব্যবধানে পিছিয়ে ভারত। হাতে আছে আর মাত্র দুটি টেস্ট। এই অবস্থায় টিম ম্যানেজমেন্ট বিকল্প খুঁজছে। ৩৩ বছর বয়সি নায়ার হতে পারেন একমাত্র পরিবর্তিত মুখ। তার জায়গায় ২৩ বছরের সাই সুদর্শনকে ফেরানো হতে পারে। সুদর্শন তার অভিষেক টেস্টেই সুযোগ পেয়েছিলেন, কিন্তু পরের ম্যাচে তাকে বাদ দেওয়া হয়েছিল এক বাড়তি ব্যাটসম্যান খেলানোর কারণে। যদিও অভিষেক ম্যাচে তার পারফরম্যান্সে তেমন কোনও ভুল ছিল না। এখন সিরিজে সমতা ফেরানোর প্রয়োজনে, ম্যানেজমেন্ট তরুণকে ভরসা দিতে প্রস্তুত।
প্রাক্তন ক্রিকেটারদের সমর্থন
ভারতের প্রাক্তন উইকেটকিপার ও বর্তমান ধারাভাষ্যকার দীপ দাশগুপ্তও এই সিদ্ধান্তের পক্ষে। তিনি বলেন, “প্লেয়িং ইলেভেনে একটাই পরিবর্তন হওয়া উচিত। যদি হয়, তবে করুণ নায়ারের জায়গায় সাই সুদর্শন। কারণ নায়ার রান করতে পারেননি। শুরু পেয়েছেন ঠিকই, কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি।”
তিনি আরও বলেন, “সাই সুদর্শন একজন তরুণ খেলোয়াড়। ইংল্যান্ড সিরিজে ভবিষ্যতের কথা ভাবলে এখনই তাকে গড়ে তোলা উচিত। করুণ সুযোগ পেয়েছেন, কিন্তু সেভাবে ভরসা দিতে পারেননি। ইংল্যান্ডে পরবর্তী সিরিজ কবে হবে বলা কঠিন, তাই ভবিষ্যতের জন্য এখনই প্রস্তুতি নেওয়া ভালো।”
নির্ধারক দুই টেস্টের আগে আশা ভারতের
আর মাত্র দুটি টেস্ট বাকি। ভারত চাইছে আরও স্থিতিশীল ও আত্মবিশ্বাসী ব্যাটিং লাইনআপ নিয়ে ম্যানচেস্টারে নামতে। আশা করা হচ্ছে, এই পরিবর্তন দলের জয় ফেরাতে সাহায্য করবে এবং সিরিজে সমতা আনতে পারবে।