ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রতীক্ষার পর কাশ্মীর (Kashmir Rail) এবার সরাসরি রেলপথে যুক্ত হতে চলেছে দেশের বাকি অংশের সঙ্গে। হয়তো আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাটরা-শ্রীনগর রেল পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন। উদ্বোধনের দিন উপস্থিত থাকতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের সূচনা করবেন। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটিই হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস।
বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চিনাব (Kashmir Rail)
এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চিনাব ব্রিজ, যা আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। প্রধানমন্ত্রী মোদি উদ্বোধনের দিন এই ব্রিজ পর্যবেক্ষণেও যাবেন বলে জানা যাচ্ছে। প্রথমে ঠিক ছিল, দিল্লি থেকে সরাসরি শ্রীনগর পর্যন্ত রেল পরিষেবা চালু হবে (Kashmir Rail)। তবে নিরাপত্তার কারণে গোয়েন্দা সংস্থার আপত্তিতে আপাতত কাটরা-শ্রীনগর রুটই চালু হচ্ছে।
কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথ (Kashmir Rail)
গত বছরের শেষদিকেই হয়ে গিয়েছে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথ বিস্তার, বিভিন্ন টানেল ও সবথেকে গুরুত্বপূর্ণ চিনাব ব্রিজের কাজ। আইফেল টাওয়ারের থেকেও উঁচু এই ব্রিজ হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল ও আর্চ সেতু। শুরুতে ঠিক ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে গত বছর সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগেই হয়ে যাবে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চিনাবের উদ্বোধন।
আরও পড়ুন: Pamban Bridge: রামনবমীতেই পামবান সেতুর উদ্বোধন করবেন মোদী
মানচিত্রে জুড়ে যাবে কাশ্মীর
প্রধানমন্ত্রীর ইচ্ছা থাকলেও সেই সময়ের মধ্যে কাজ শেষ করে উঠতে পারেনি রেল। গত বছরের শেষ দিকেই অবশ্য তা সম্পন্ন হয়ে যায়। শোনা গিয়েছে, রাজধানী থেকে সরাসরি শ্রীনগর পর্যন্ত ট্রেন পরিষেবা চালুতে ছাড়পত্র দেয়নি। সেকারণে দিল্লি থেকে শ্রীনগর পরিষেবা এখনই চালু হচ্ছে না। তবে কাটরা-শ্রীনগর পরিষেবা চালু হচ্ছে এপ্রিলেই। অবশেষে ভারতীয় রেলের মানচিত্রে জুড়ে যাবে কাশ্মীরও।