ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবারের পর শুক্রবার সকাল থেকে ফের তুষারপাত(Kashmir Snowfall) শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। বরফ জমে বন্ধ হয়ে গিয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। বৃহস্পতিবার গভীর রাত থেকে লেহ-তে অত্যন্ত পরিমাণে তুষারপাত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সেই তুষারপাত শুক্রবার সকাল পর্যন্তও থামেনি।
পুরু বরফের স্তর (Kashmir Snowfall)
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বানিহাল এবং কাজিগুন্দের কাছে জাতীয় সড়কের উপর পুরু বরফের স্তর জমে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে জম্মু ও কাশ্মীরে(Kashmir Snowfall)। কয়েক দিনের টানা তুষারপাতের জেরে বানিহাল থেকে রামবন যাওয়ার পথে একাধিক জায়গায় ধস নেমেছে। জোজিলা গিরিপথে তুষারপাত হওয়ায় এবং ধস নামার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লাদাখ জাতীয় সড়কও। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিকেলের পর থেকে অবস্থার উন্নতি হতে পারে।

আরও পড়ুন: Nepal Earthquake: গভীর রাতে কেঁপে উঠল নেপাল, হিমালয় অঞ্চল জুড়ে কম্পন
তাপমাত্রাও অনেকটা কমেছে (Kashmir Snowfall)
লেহ তে তাপমাত্রা নেমেছে মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে। বহু দিন পর তুষারপাত হয়েছে পির পঞ্জাল পার্বত্য এলাকার উঁচু এলাকাগুলিতে। আর নিচু এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। তুষারপাত এবং বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রাও অনেকটা কমেছে কাশ্মীরে। বিক্ষিপ্ত ভাবে বরফ জমেছে শ্রীনগরেও। ইতিমধ্যেই বরফের চাদরে ঢেকে গিয়েছে রাজৌরি, ডোডা, ভালেসা জেলার বিস্তীর্ণ অংশ। প্রায় একই পরিস্থিতি অনন্তনাগেও।
