ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার দুপুরে ঘটে গেল এক নারকীয় জঙ্গি হামলা (Kashmir Terror 2025)। মুখে মাস্ক, হাতে একে-৪৭—পাঁচ থেকে ছয়জন বন্দুকধারী পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিরীহ পর্যটক। আহত আরও অনেকে।
নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন বাসিন্দা—সমীর গুহ (সখেরবাজার, কলকাতা), বিতান অধিকারী (বৈষ্ণবঘাটা, কলকাতা) ও মণীশ রঞ্জন (ঝালদা, পুরুলিয়া)। তাঁরা সবাই পরিবার নিয়ে ভ্রমণে এসেছিলেন। মুহূর্তেই আনন্দের ভ্রমণ পরিণত হল মৃত্যুর বিভীষিকায়।
হামলার দায় স্বীকার করল TRF (Kashmir Terror 2025)
এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। গোয়েন্দা রিপোর্ট বলছে, TRF আসলে লশকর-ই-তইবার ছায়া সংগঠন, যার জন্ম ২০১৯ সালে। হামলার নেতৃত্বে ছিল সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি, পাকিস্তানভিত্তিক জঙ্গি এবং হাফিজ সইদের ঘনিষ্ঠ।
আরও পড়ুন: Pahalgam Attack: পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’
TRF-এর অন্তত তিন সদস্য এই হামলায় জড়িত। তাদের সঙ্গে ছিল আরও দুই কাশ্মীরি সন্ত্রাসবাদী। সবমিলিয়ে হামলায় অংশ নেয় চার জঙ্গি—যাদের মধ্যে দু’জন পাকিস্তানি এবং দু’জন কাশ্মীরি।
হামলাকারীদের ছবি প্রকাশ (Kashmir Terror 2025)
নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই চার জঙ্গির ছবি প্রকাশ করেছে। “আদিল গুরু পাকিস্তান থেকে পরিচালিত এক জঙ্গি সংগঠনের সদস্য। ভারতের মাটিতে সে বহুবার হামলার ছক কষেছে। এই হামলায় সে মূল ষড়যন্ত্রকারী।” সূত্রের খবর, প্রকাশিত চার জঙ্গি আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা! চারজনই এখনও পলাতক। তাঁদের খোঁজে কাশ্মীরের দক্ষিণ অংশে চিরুনি তল্লাশি চলছে।

কেন্দ্রীয় তদন্ত ও নিরাপত্তা (Kashmir Terror 2025)
এই ঘটনার তদন্তে নেমেছে NIA, RAW এবং IB। কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন বাড়িয়েছে। গোয়েন্দারা বলছেন, পাকিস্তানের মদতে পরিচালিত এই হামলা ভারতের অভ্যন্তরে সন্ত্রাস ছড়ানোর নতুন ষড়যন্ত্র।
বাংলার নিহতরা (Kashmir Terror 2025)
বিতান অধিকারী ছিলেন ফ্লরিডায় কর্মরত এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। তিন বছরের সন্তান ও স্ত্রীকে নিয়ে ছুটিতে এসেছিলেন।
সমীর গুহ, কেন্দ্রীয় সরকারি কর্মী, স্ত্রী শবরীর সঙ্গে ভ্রমণে বেরিয়ে আর ফিরলেন না। আইবি অফিসার মণীশ রঞ্জন হায়দরাবাদ থেকে পরিবারসহ ঘুরতে এসেছিলেন কাশ্মীরে। তাঁদের স্বপ্নের ছুটি শেষ হল মৃত্যুতে।
মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া (Kashmir Terror 2025)
কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় বাংলার তিনজন বাসিন্দার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বাংলা। এই মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক টুইট বার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, “কাশ্মীরের এই অত্যন্ত দুঃখজনক হিংসাত্মক ঘটনায় আমাদের রাজ্যের ৩ জন প্রাণ হারিয়েছেন” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে রাজ্যের প্রশাসনিক টিম সব রকম সহযোগিতা করছেন নিহতদের পরিবারের সদস্যদের জন্য।