ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি (Kashmir Terror Attack) হামলায় ২৬ জন ভারতীয় নিহত হওয়ার পর উপমহাদেশে ফের চরম উত্তেজনার আবহ। হামলার জবাবে ভারত সরকারের একাংশ যখন সিন্ধু জলচুক্তি থেকে একতরফা সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, তখনই পাকিস্তান থেকে উঠে এল যুদ্ধোন্মাদ হুঁশিয়ারি। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি শুক্রবার হুমকি দিয়ে বলেন, “সিন্ধুতে বইবে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত।”
তাঁর বক্তব্যের দাবি (Kashmir Terror Attack)
লাহোরে একটি সমাবেশ থেকে দেওয়া তাঁর বক্তব্যে তিনি (Kashmir Terror Attack) দাবি করেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানেই বাস করেন। তাঁর মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতই ‘হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকার’ দাবি করুন না কেন, মহেঞ্জোদারোর মতো ঐতিহাসিক স্থান রয়েছে পাকিস্তানের লারকানায়, সেখানেই নিহিত রয়েছে সেই সভ্যতার মূল উৎস। তাই তিনি সাফ জানিয়ে দেন, “সিন্ধু আমাদের, এবং তা আমাদেরই থাকবে।”
কড়া বার্তা (Kashmir Terror Attack)
ভারতের জল আটকে দেওয়ার সম্ভাবনার বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে (Kashmir Terror Attack) বিলাওয়াল আরও বলেন, পাকিস্তানের চারটি প্রদেশকে এই মুহূর্তে একযোগে কাজ করতে হবে সিন্ধু নদীর রক্ষা এবং ভবিষ্যৎ সুরক্ষার জন্য। তিনি বলেন, “ভারত সরকার পাকিস্তানের জলের উপর নজর দিয়েছে। কিন্তু আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই, সিন্ধু নদী নিয়ে কোনও ধরনের ডাকাতি বরদাস্ত করা হবে না।”
বিলাওয়ালের হুঁশিয়ারি
বিলাওয়ালের এই হুঁশিয়ারি আসে এমন সময়ে, যখন ভারতের একাধিক শাসকদলের নেতা খোলাখুলি বলছেন, পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে তারা চাইছেন সিন্ধু জলচুক্তি থেকে ভারত সরে আসুক। ১৯৬০ সালের এই চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তান সিন্ধু নদীর জল ভাগাভাগি করে ব্যবহার করে। এখন, ভারতের একাংশ বলছে, বারবার সন্ত্রাসে মদত দেওয়া পাকিস্তানকে এক ফোঁটাও জল দেওয়া উচিত নয়।
মোদি তা ছিন্ন করতে পারবেন না
এই উত্তপ্ত আবহে বিলাওয়াল মোদিকে সরাসরি আক্রমণ করে বলেন, “মোদি সাহেব চাইছেন ভারতের মানুষকে সভ্যতার উত্তরাধিকারী হিসাবে তুলে ধরতে, কিন্তু ইতিহাস ও বাস্তব বলছে, আমরা-পাকিস্তানিরাই-সেই উত্তরাধিকার বহন করছি। সিন্ধুর সঙ্গে যুগ যুগ ধরে পাকিস্তানের মানুষের সম্পর্ক রয়েছে। মোদি তা ছিন্ন করতে পারবেন না।”
এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তান শুধু ভারতের হুমকিকে চ্যালেঞ্জ জানায়নি, বরং নিজেদের ভূখণ্ড ও সংস্কৃতি রক্ষার নামে জল যুদ্ধের এক ভয়ানক বার্তাও দিয়ে ফেলেছে।