ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ৪৮ ঘণ্টা আগেও ছবিটা ছিল অন্যরকম। পর্যটকদের কলরবে মুখরিত ছিল ভূস্বর্গ (Pahalgam Terror Attack)। কিন্তু হঠাৎই ছন্দপতন। ২৬ জন নিরাপরাধ পর্যটকের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা কাশ্মীর সহ গোটা দেশকে। বুধবার রাস্তাঘাট থমথম করছে। বন্ধ রাখা হয়েছে সমস্ত দোকানপাট।গোটা উপত্যকা ঘিরে ফেলেছে সেনা।পর্যটকদের হোটেলে থাকতে বলা হয়েছে। মঙ্গলবার পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রতিবাদে পহেলগাঁওয়ের রাস্তায় নেমেছেন বহু স্থানীয় মানুষ। মোমবাতি নিয়ে মিছিল করছেন তাঁরা।
কাশ্মীর জুড়ে পালিত হল বন্ধ (Pahalgam Terror Attack)
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জনের মৃত্যুতে উপত্যকায় বুধবার বন্ধ পালিত হয়েছে। গত ৩৫ বছরে এমন ঘটনা এই প্রথম। বন্ধ ডাকা হয়েছে জঙ্গিহানায় নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়ায়। জঙ্গিহানায় মৃত্যুর ঘটনায় এভাবে বন্ধ ৩৫ বছরে উপত্যকায় হয়নি। বুধবার স্থানীয় মসজিদগুলি থেকে সম্পূর্ণ ‘শাট ডাউনের’ আহ্বান জানানো হয়েছিল। আর তাতে সাড়া দিয়েছেন প্রায় সকলেই। পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের ঘটনায় এই বন্ধকে সমস্ত সংগঠনগুলি সমর্থন জানিয়েছে। বুধবার সকাল থেকেই বন্ধের জেরে শ্রীনগরে দোকান, পেট্রল পাম্প সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। তবে চার দেওয়া হয়েছিল জরুরি পরিষেবাকে। বন্ধের প্রভাব পড়েছে গণ পরিবহনেও । রাস্তায় বাসের সংখ্যা ছিল বেশ কম। বন্ধ ছিল শহরের বেশ কিছু বেসরকারি স্কুল। কাশ্মীরের ক্ষমতাসীন দল ন্যাশনাল কনফারেন্সও এই বন্ধকে সমর্থন জানিয়েছে। কাশ্মীরের পর্যটন সংস্থাও এই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বন্ধকে সমর্থন করেছে। বুধবার কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন :
মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল (Pahalgam Terror Attack)
মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনা ঘটে। মঙ্গলবার রাত থেকে পহেলগাঁওয়ের রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন বহু স্থানীয় বাসিন্দা। হাতে মোমবাতি নিয়ে তাঁরা মিছিল করছেন সন্ত্রাস ও নিরীহ মানুষের হত্যার বিরুদ্ধে। সেই মিছিল থেকেই উঠছে স্লোগান— ‘হিন্দুস্তান জিন্দাবাদ’, ‘আমরা ভারতীয়’। এখনও পহেলগাঁওয়ে যাঁরা পর্যটক হিসেবে আটকে রয়েছেন, তাঁদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন স্থানীয় মানুষজনই।
আরও পড়ুন :
অনেকের মতে, গত ৩৫ বছরে কাশ্মীর এমন চিত্র দেখেনি। বুধবার সকালেও পহেলগাঁওয়ের দোকানি ও হোটেল ব্যবসায়ীরা মিছিলে অংশ নিয়েছেন। হোটেল মালিকেরা আশ্বাস দিয়েছেন, আটকে পড়া পর্যটকদের সব ধরনের সাহায্য তাঁরা করবেন।সমাজমাধ্যমেও পহেলগাঁওয়ের প্রতিবাদের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে স্থানীয়দের মোমবতি মিছিলে হাঁটতে দেখা গিয়েছে।