ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৪৪ বছর অন্তর আসে মহাকুম্ভ (Katrina Kaif)। আগামী শিবরাত্রিতে (Shivratri) সেই মহাকুম্ভের (MahaKumbh) যোগ শেষ হতে চলেছে। তাই অন্তিম লগ্নে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেবরা ভিড় করছেন প্রয়াগরাজে। ত্রিবেণী সঙ্গমে সারছেন পূণ্য স্নান। এবার মহাকুম্ভে শাশুড়িকে নিয়ে পৌঁছে গেলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) । কিন্তু সঙ্গে নেই ভিকি কৌশল (Vicky Kaushal)।
ঘরকন্নায় মন দিয়েছেন ক্যাটরিনা (Katrina Kaif)
সম্প্রতি ক্যাটরিনাকে (Katrina Kaif) দেখা গেল একেবারে অন্য মেজাজে। পরমার্থ নিকেতন আখড়ার মেঝে তিনি বসে রয়েছেন। মন দিয়ে শুনছেন আধ্যাত্মিক আলোচনা। সাথে রয়েছেন, ভিকি কৌশলের মা। এখন অভিনেতা ভিকি তাঁর ‘ছাবা’ ছবি নিয়ে ভীষণ ব্যস্ত। ছবির পরবর্তী প্রচারে নানান জায়গায় তাঁকে যেতে হচ্ছে। অপরদিকে ক্যাটরিনা কাইফকে পর্দায় এখন সে ভাবে দেখা যাচ্ছে না। অনুরাগীদের ধারণা, অভিনয়ের তুলনায় ক্যাটরিনা এখন ঘরকন্নায় বেশি মন দিয়েছেন। বাড়ির উৎসব, অনুষ্ঠান, পুজো থেকে শুরু করে সংসারের নানা কাজ সামলাচ্ছেন তিনি । ভিকির মা বিনা কৌশলের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক ভীষণ ভালো। একেবারে বন্ধুর মতো।
আশ্রমের মহারাজের সাথে সাক্ষাৎ (Katrina Kaif)
এর আগে ১৩ ফেব্রুয়ারি প্রয়াগরাজে ‘ছাবা’ ছবির প্রযোজক দীনেশ বিজনের সাথে দেখা গিয়েছিল ভিকিকে (Katrina Kaif)। ‘ছাবা’ মুক্তির ঠিক এক দিন আগেই তিনি সঙ্গমে পুণ্যস্নান করেন। তখন ভিকির সঙ্গে ক্যাটরিনাকে দেখা যায়নি। এবার সোমবার ভিকির মাকে নিয়ে মহাকুম্ভের আখড়ায় পৌঁছে গেলেন ক্যাটরিনা। গিয়েই সাক্ষাৎ করলেন আশ্রমের মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর সাথে। আখড়াতে ক্যাটরিনাকে দেখা গেল, মহারাজের কথা তিনি মন দিয়ে শুনছেন। তাঁর মধ্যে তারকা সুলভ কোনও আচরণই নেই। আশ্রমের সাধু-সন্তরা ‘সংস্কারি বৌমা’ দেখে ভীষণ খুশি। মহারাজ স্বয়ং অভিনেত্রীকে আশীর্বাদ করেছেন।
আরও পড়ুন: Chhaava: তথ্য বিকৃতির অভিযোগ, মানহানি মামলার মুখে ভিকির ‘ছাবা’!
মহাকুম্ভে ক্যাটরিনার অভিজ্ঞতা
ক্যাটরিনার লুক ছিল আর পাঁচটা সাধারণ মানুষের মতো। পরনে ছিল হালকা রঙের পোশাক। কপালে তিলক। মহাকুম্ভে গিয়ে ক্যাটরিনা নিজেই জানালেন তাঁর অভিজ্ঞতার কথা। তাঁর কথায়, “আমি ভাগ্যবান যে এবার এখানে আসতে পারলাম। আজ গোটা দিনটা মহাকুম্ভে কাটাবো।এখানকার আধ্যাত্মিক শক্তি উপভোগ করেছি। স্বামী চিদানন্দ সরস্বতীর সঙ্গে দেখা করে ভীষণ ভালো লাগছে”।
আরও পড়ুন: Sandy Saha: নায়ক আরিয়ানের সাথে সিরিয়ালে ফিরছেন স্যান্ডি সাহা, গল্পে বড় টুইস্ট
মহাকুম্ভের পূণ্য স্নানে তারকারা
প্রসঙ্গত, শুধু ক্যাটরিনা নন, বিগত কয়েকদিন ধরেই পূণ্য স্নানে দেখা গিয়েছে একাধিক বিনোদন দুনিয়ার তারকাকে। সোমবার পূণ্য স্নান করেছেন অক্ষয় কুমার। এছাড়াও এর আগে হেমা মালিনী, অনুপম খের, বনি কাপুর, জুহি চাওলা, সোনালী বেন্দ্রে, রাজকুমার রাও, কৈলাস খের, বিজয় দেবেরাকোন্ডা থেকে শুরু করে অনেককে দেখা গিয়েছে। এবার মহাকুম্ভের অন্তিম লগ্নে সেই তালিকায় যোগ দিলেন ক্যাটরিনা কাইফ।