Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৬ জুলাই বলিউড সুন্দরী ক্যাটরিনার (Katrina Kaif) জন্মদিন। সেখানে তাঁকে শুভেচ্ছা জানানো হবে না, সে কী করে হয়। তবে জন্মদিনে নিজের মানুষের কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার মজাটাই আলাদা। ক্যাটরিনার জন্মদিনে রোমান্টিক শুভেচ্ছা বার্তা দিলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। আর তা দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। কী বার্তা পাঠালেন অভিনেতা ভিকি ?
জীবনের আরও একটি নতুন বছর (Katrina Kaif)
১৬ জুলাই ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) জন্মদিন (Birthday)। তিনি তাঁর জীবনের আরও একটি নতুন বছরে পা রাখলেন। সকাল থেকেই জন্মদিনের বহু শুভেচ্ছা বার্তা তাঁর কাছে পৌঁছেছে। সাত সকালেই দেওর সানি কৌশল জন্মদিনের উইশ করেন বৌদিকে। অন্যদিকে করিনা কাপুর (Kareena Kapoor Khan), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠান। তবে স্বামী ভিকি কৌশলের (Vicky Kaushal) শুভেচ্ছা বার্তা যেন স্পেশাল মনে হল অনুরাগীদের কাছে।
কী বার্তা পাঠালেন অভিনেতা? (Katrina Kaif)
স্ত্রীর জন্মদিন বলে কথা। সেখানে তিনি উইশ করবেন না তা কি করে হয় (Katrina Kaif)! ভিকি কৌশল ক্যাটরিনার কয়েকটি দুষ্টু মিষ্টি ছবি শেয়ার করেন সমাজ মাধ্যমে। ছবির ক্যাপশনে লেখেন, ‘হ্যালো আমার বার্থডে গার্ল, আমি তোমায় ভালোবাসি’। ছবিগুলির মধ্যে একটিতে দরজা থেকে মুখ বাড়িয়ে রয়েছেন অভিনেত্রী। আর তাঁর মুখটি ছিল বেশ মজার। অন্যটিতে দেখা যায় সমুদ্রের তীরে সাদা টপ ও নীল প্যান্ট পরা বেশ হাসিখুশি মুখে রয়েছেন অভিনেত্রী। আরও একটি ছবিতে রয়েছে ভিকি কৌশল ক্যাটরিনাকে চুম্বন করছেন। সম্ভবত এই ছবিটি মুঠো ফোনে সেলফি তোলা। ভিকি ও ক্যাটরিনার এই ছবিগুলি দেখে অনুরাগীরা ভীষণ খুশি।
আরও পড়ুন: Subhashree Ganguly: কান্নার দৃশ্যে গ্লিসারিন নয়, কষ্টের শুটিংয়ে শুভশ্রীর অন্য নিয়ম!
সংসারে মন
২০২৩ সালে ‘টাইগার থ্রি’ (Tiger 3) ছবির পর আর সেভাবে পর্দায় দেখা যায়নি ক্যাটরিনাকে। শোনা গিয়েছে তিনি এখন পুরোপুরি সংসারে মন দিয়েছেন। অর্থাৎ মন দিয়ে সংসার করছেন তিনি। ঘরের পুজোপাঠ, কিংবা সংসারের খরচ সব কাজেই খেয়াল রাখেন তিনি। শাশুড়ির সাথে তাঁর সম্পর্ক বেশ ভালো। কুম্ভ মেলাতে একসাথে দেখা গিয়েছিল শাশুড়ি বৌমাকে।
আরও পড়ুন: Sidharth-Kiara: সিদ্ধার্থের ঘরে লক্ষ্মীর আগমন, কিয়ারার চিন্তায় অনুরাগীরা!
একে অপরকে আগলে রাখা
২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন ভিকি ও ক্যাটরিনা (Vicky ও Katrina)। দীর্ঘ চার বছরের সুখের সংসার তাঁদের। সুখে দুঃখে একে অপরকে আগলে রেখেছেন দু’জনে। বিয়ের পর ক্যাটরিনা ছবি নির্বাচন করেন খুবই ভেবেচিন্তে। চলতি বছরে ভিকি কৌশলের ‘ছাবা’ ছবিটি বেশ জনপ্রিয় হয়েছিল। তবে ভিকি কৌশল এখন ব্যস্ত রয়েছেন ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি নিয়ে। অপরদিকে ক্যাটরিনা কবে বড় পর্দায় ফিরবেন তা এখন ধোঁয়াশার মধ্যে। হয়ত বা অভিনেত্রী অপেক্ষা করছেন ভালো স্ক্রিপ্টের জন্য।