ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাঝে মধ্যে চর্চায় চলে আসেন তারকরা (Katrina Kaif)। তাঁদের কিছু ভিডিও ভাইরাল হয় , যেমন ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) একটি ভিডিও সম্প্রতি ভীষণ ভাইরাল হয়েছে। নেটিজেনদের মত , ক্যাটরিনা মা হতে চলেছেন। এর আগেও ক্যাটরিনার মা হওয়া খবর নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। কী বলছে ভাইরাল ভিডিও ? সেখানে কাকে দেখা গিয়েছে ? হঠাৎই ক্যাটরিনার মা হওয়ার খবরই বা ছড়িয়ে পড়ল কেন ?
ভাইরাল ভিডিও (Katrina Kaif)
ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় , ক্যাটরিনা ও ভিকি বেড়াতে যাচ্ছেন। ভিকি পরেছেন সাদা শার্ট ও নীল জিন্স। অন্যদিকে ক্যাটরিনা কাইফের পরনে একটি সাদা রঙের কো অর্ড সেট। পোশাকটি ছিল ঢিলেঢালা। ভিকি আগে ও ক্যাটরিনা শেষে চলেছেন। বলতে গেলে ক্যাটরিনাকে সামলে ভিকি এগিয়ে চলেছেন। আর এখানে ক্যাটরিনার পোশাক নিয়েই হয়েছে যত জল্পনা।
পোশাক দেখে অনুমান! (Katrina Kaif)
ক্যাটরিনা ও ভিকির বিবাহিত জীবন প্রায় তিন বছর। ক্যাটরিনাকে (Katrina Kaif) তেমন ভাবে ক্যামেরার সামনে আর দেখা যায় না। সামনে কোনও তাঁর ছবির খবরও প্রকাশ্যে আসেনি। শোনা গিয়েছে, তিনি নাকি পাকা গিন্নি হয়ে উঠেছেন। একা হাতে সংসারের দায়িত্ব সামলান তিনি। অন্যদিকে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই অন্যান্য তারকারা বেবি প্ল্যানিং সেরে ফেলেছেন। এদিন ভাইরাল ভিডিওতে ক্যাটরিনাকে দেখা গিয়েছে ঢিলে ঢালা পোশাকে। তার ওপর ভিকি সারাক্ষণই ক্যাটরিনার খেয়াল রাখছেন । বলতে গেলে, আগে ভিড় ঠেলে ক্যাটরিনাকে সামলে চলেছেন। খুব ধীরস্থির ভাবেই এগোচ্ছেন ক্যাট। তাই সেসব দিক দিয়ে ভেবে হয়ত নেটিজেনরা ধরেই নিয়েছে ক্যাটরিনা মা হতে চলেছেন।
আরও পড়ুন: Gourab Roy Choudhary: ভাগ্য অন্বেষণে গৌরব! ছোটপর্দা ছেড়ে কোথায় হারিয়ে গেলেন?
নেটিজেনদের অনুমান
আসলে ক্যাটরিনা ভিকির ( Katrina – Vicky) অনুরাগীরা অনেকদিন থেকেই চাইছেন , এবার তাঁরা দুই থেকে তিন হোক। অন্যান্য তারকাদের খুশির খবরে ক্যাট অনুরাগীরাও চাইছেন খুশির খবর শুনতে। ভিডিও দেখে কেউ কেউ বলেছেন “খুব তাড়াতাড়ি তাঁরা আমাদের সুসংবাদ দিক।” আবার কেউ বলেছেন, “মনে হচ্ছে ক্যাটরিনা মা হতে চলেছেন।” তবে পুরোটাই নেটিজেনদের অনুমান।
সময় কাটানো
কোয়ালিটি টাইম কাটানোর জন্য ক্যাটরিনা ও ভিকি (Katrina – Vicky) আলিবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁরা স্থলপথে না গিয়ে জলপথে রওনা দিয়েছিলেন। সবচেয়ে মজার বিষয় হল ক্যাটরিনার পোশাকের বোতাম খোলা নিয়েও নেটিজেনরা কৌতুহল দেখিয়েছেন। অর্থাৎ কেউ কেউ বলেছেন স্ফীতদরের জন্য নাকি তাঁর বোতাম আটকানো যায়নি।
আরও পড়ুন: Vijay Sethupathi: যৌন হেনস্তার অভিযোগ ! একাধিক খারাপ কাজে যুক্ত বিজয়?
আসলে অভিনেত্রীকে তেমন ভাবে পর্দায় দেখা যায় না। বেশিরভাগ সময়ই তিনি পরিবারকে নিয়ে সময় কাটান। আর তিনি যে ঘর কন্নার কাজে মন দিয়েছেন সেটাও আগেই শোনা গিয়েছে। আর সে কারনেই নেটিজেনরা দুয়ে দুয়ে চার করে নিয়েছেন। তবে ভাইরাল ভিডিও যদি সত্যি হয়, তাহলে নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই সুখবর পাওয়া যাবে।