ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শুরুতেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের(Kaushik Ganguly) উত্তরবঙ্গে গিয়ে ছবির শ্যুটিং শুরুর কথা ছিল। তবে ফেডারেশনের শর্তের জেরেই নাকি আপাতত ছবির শ্যুটিং স্থগিত বলে জানা গেছিল। যদিও কারণটা ফেডারেশন কিংবা কৌশিক কেউই স্পষ্ট করেননি। যেদিন উত্তরবঙ্গে গিয়ে শ্যুটিং করার কথা ছিল তার আগের দিন ফেডারেশনের তরফে পরিচালককে জানানো হয় টেকনিশিয়ানরা তাঁর ছবিতে কাজ করতে পারছেন না। এবার সে সমস্যা পুরোপুরি মিটল। নতুন ছবির শুটিং শুরু করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আর একথা নিজেই সমাজমাধ্যমে ঘোষণা করলেন পরিচালক।
খুব শীঘ্রই শুটিং শুরু (Kaushik Ganguly)
দিন তিনেক আগে তাঁর সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল টলিউডে। কারণ, এই দ্বন্দ্বের জেরে থমকে গিয়েছিল কৌশিকের(Kaushik Ganguly) পুজোর ছবি ‘জংলা’র শুটিং। যা ২৯ জানুয়ারি থেকে উত্তরবঙ্গে শুরু হওয়ার কথা ছিল। মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে ঝলকবার্তায় কৌশিক বলেন, “ফেডারেশন এবং টেকনিশিয়ান্স গিল্ডের সঙ্গে সব সমস্যা মিটে গিয়েছে। খুব শীঘ্রই শুটিং শুরু করছি।” প্রসঙ্গত, পরিচালকের ‘জংলা’ ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে কৌশিক-পুত্র উজান গঙ্গোপাধ্যায়কে। বিপরীতে দুই নায়িকা।
প্রতিবাদে সামিল হয়েছিলেন কৌশিক (Kaushik Ganguly)
মাসখানেক আগেই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছিলেন, টলিউডের ৬০ শতাংশ পরিচালকের বিরুদ্ধেই মিটু-র অভিযোগ রয়েছে। তাতে আপত্তি জানায় পরিচালক সংগঠন। পাশাপাশি ফেডারেশনের নিয়মবিধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মানহানির মামলা করা হয় স্বরূপের বিরুদ্ধে। এই প্রতিবাদে সামিল হয়েছিলেন কৌশিকও(Kaushik Ganguly)। ফেডারেশনের নীতি নির্ধারণ সংক্রান্ত একাধিক বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সাময়িক কর্মবিরতির পথে হেঁটেছিলেন পরিচালকেরা। পরিচালকদের সমর্থনে সেই সময় জোর গলায় মুখ খুলেছিলেন কৌশিক।
আরও পড়ুন:Shah Rukh Khan: ভক্তকে বিয়ে করতে চাইলেন শাহরুখ! কাকে জানালেন ভালোবাসার কথা?
‘সেরা টেকনিশিয়ান এবং কলাকুশলীদের নিয়ে ছবি’
মঙ্গলবার ২৮ তারিখ পরিচালক তাঁর ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করেন। নববর্ষের শুভেচ্ছাবার্তা দিয়ে ভিডিওটি শুরু করেন কৌশিক। তিনি বলেন, ‘কিছু টেকনিক্যাল কারণে আমার ছবির শুটিং পিছিয়ে যায়, সেই সমস্যা মিটে গিয়েছে। ফেডারেশন এবং টেকনিশিয়ান গিল্ড সদস্যদের সঙ্গে বসে সমস্যার সমাধান হয়েছে।’ তিনি স্বীকারও করে নেন, পরিচালকের কিছু বক্তব্যে টেকনিশিয়ানদের একাংশ দুঃখ পেয়েছে, অভিমান করেছে, ‘আমি ওদের সামনাসামনি বসে, কী কারণে, কী বিষয়ে, কোন পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলেছি। তাঁরা বুঝতে পেরেছেন, এবং আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল তা সমস্ত মিটে গিয়েছে।’ কৌশিক এও বলেন, ‘বাংলার সেরা টেকনিশিয়ান এবং কলাকুশলীদের নিয়ে ছবির কাজ শুরু করতে চলেছি। এটাই এই বছরের প্রথম বাংলা ছবি যার কাজ আমরা শুরু করতে চলেছি।’
আরও পড়ুন:Jeetu Kamal: বরফের দেশে হাতে হাত, নবনীতাকে ভুলে আবারও প্রেমে পড়লেন জিতু!
কী বললেন প্রযোজক প্রদীপ নন্দী?
ছবির প্রযোজক নন্দী মুভিজ়ের কর্ণধার প্রদীপ নন্দী জানিয়েছিলেন, পুরো বিষয়টিই দায়িত্ব নিয়ে দেখছেন পরিচালক(Kaushik Ganguly)। তিনিই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। আশা, সমস্যার সমাধান হবে। তিনি তাই আর মাথা ঘামাচ্ছেন না। সোমবার ফেডারেশনের বৈঠকের পর প্রযোজক প্রদীপ নন্দীর বক্তব্য, ফেডারেশনের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে কৌশিকই বোঝাপড়া করছেন।