Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya), তন্ত্রসাধনা ও মাতৃ আরাধনার এক বিশেষ তিথি। এই পবিত্র দিনে দেশের নানা প্রান্তে মায়ের আরাধনা হলেও বীরভূমের তারাপীঠ মন্দিরে পালিত হয় সবচেয়ে জাঁকজমকভাবে। এই উপলক্ষে তারাপীঠে ভোর থেকেই ভক্তদের ঢল নামে। বিশেষ করে মা তারার ভক্তরা বহু দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এই দিনটিতে মা’র কৃপা লাভের আশায়।
মা তারার কৌশিকী রূপের দর্শন (Kaushiki Amavasya)
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই অমাবস্যার দিনেই সিদ্ধিলাভ করেছিলেন (Kaushiki Amavasya) মহান তান্ত্রিক সাধক বামাক্ষ্যাপা। বলা হয়, ১২৭৪ বঙ্গাব্দে তারাপীঠ মহাশ্মশানে একটি শ্বেত শিমূল গাছের নিচে সাধনার মাধ্যমে তিনি মা তারার কৌশিকী রূপের দর্শন পান। এই রূপেই মা তারা শুম্ভ-নিশুম্ভ অসুরকে বধ করেছিলেন। সেই কারণেই এই তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত।
মায়ের বিশেষ পুজো (Kaushiki Amavasya)
এবছর অমাবস্যা লাগছে মধ্যাহ্নের আগেই, তাই মা তারার মধ্যাহ্ন (Kaushiki Amavasya) ভোজনের সময়ও কিছুটা এগিয়ে আনা হয়েছে। দুপুরের আগে থেকেই শুরু হয়েছে মঙ্গলারতি ও সেবা পুজো। অমাবস্যা শুরু হতেই অনুষ্ঠিত হবে মায়ের বিশেষ পুজো। তারাপীঠে এই দিনে লক্ষাধিক ভক্ত সমবেত হন, তাই মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সতর্কতা ও নিরাপত্তার স্বার্থে তারাপীঠ মন্দির চত্বর এবং সংলগ্ন এলাকাজুড়ে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। প্রায় ১২টি অস্থায়ী ওয়াচ টাওয়ার থেকে রাখা হচ্ছে নজরদারি। নিরাপত্তায় মোতায়েন রয়েছে প্রায় ৫০০ পুলিশ আধিকারিক, ১৫০০ জন পুলিশকর্মী এবং ২ হাজার সিভিক ভলান্টিয়ার। যান চলাচল স্বাভাবিক রাখতে বসানো হয়েছে ৪০টি ড্রপ গেট।
ভক্তদের সুবিধার্থে রয়েছে কী কী ব্যবস্থা?
ভক্তদের সুবিধার্থে মন্দির চত্বরে বসানো হয়েছে একাধিক জায়ান্ট স্ক্রিন, যেখানে সরাসরি সম্প্রচার করা হচ্ছে মায়ের পুজো ও আরতি। সাজানো হয়েছে মন্দির এলাকা, ভক্তদের চলাচল যাতে নির্বিঘ্ন হয় সেইদিকেও রাখা হচ্ছে কড়া নজর। অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা একসঙ্গে কাজ করছেন।
আরও পড়ুন: Shweta Bhattacharya: শেষ হচ্ছে শ্যামলী- অনিকেতের গল্প? মুখ খুললেন শ্বেতা
শুধু তারাপীঠ নয়, কলকাতার লেক কালীবাড়িসহ রাজ্যের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা। প্রতিটি জায়গাতেই চলছে বিশেষ পুজোর আয়োজন। মায়ের আশীর্বাদ নিতে মানুষ আসছেন সর্বত্র থেকে। বিশ্বাস, আজকের এই শুভ দিনে মা কৌশিকী তাদের জীবনে আনবেন শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি। এভাবেই তন্ত্র, ভক্তি আর আস্থার এক অপূর্ব সম্মিলন ঘটে কৌশিকী অমাবস্যায়, আর তার কেন্দ্রবিন্দুতে থাকে তারাপীঠ, যেখানে প্রতি বছর নতুন করে প্রাণ পায় হাজারো মানুষের বিশ্বাস।