ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শুরুতেই কলকাতা মেট্রো পরিষেবায় (Kavi Subhash Metro) বড় ধরনের সমস্যার মুখে পড়লেন যাত্রীরা। সোমবার দুপুরের পর থেকে আচমকাই ব্লু লাইনে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সীমিত রুটে পরিষেবা চালু রাখা হলেও, দৈনন্দিন যাতায়াতে এই রুটে যাঁরা কবি সুভাষ পর্যন্ত যেতেন, তাঁদের জন্য শুরু হয় দুর্ভোগ।
একাধিক পিলারে ফাটল (Kavi Subhash Metro)
মেট্রো রেল সূত্রে জানা গেছে, কবি সুভাষ স্টেশনের আপ লাইনের একটি বা একাধিক (Kavi Subhash Metro) পিলারে ফাটল দেখা দিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্প্রতি দক্ষিণবঙ্গে যে প্রবল বর্ষণ হয়েছে, তার ফলেই পিলারে ক্ষতিগ্রস্ত অংশ তৈরি হয়েছে। সেই কারণেই যাত্রীদের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কবি সুভাষ স্টেশনে মেট্রো চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে।
কী পরিমাণ ক্ষতি? (Kavi Subhash Metro)
রেল কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, ফাটল ধরা পিলারগুলির সঙ্গে স্টেশনের (Kavi Subhash Metro) ছাদ যুক্ত, তাই বিপদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইঞ্জিনিয়ারেরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করছেন এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছেন। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
ট্রেন বাতিল করতেও বাধ্য হন মেট্রো আধিকারিকরা
দুপুর থেকে কবি সুভাষ স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পরে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই ট্রেন চালানো হচ্ছে। স্টেশনগুলিতে মাইকে ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে, কোনও মেট্রো কবি সুভাষ পর্যন্ত যাবে না। এমনকি ওই সময়ের কয়েকটি ট্রেন বাতিল করতেও বাধ্য হন মেট্রো আধিকারিকরা।
অরেঞ্জ লাইনে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক
যদিও ব্লু লাইনে এই সমস্যার প্রভাব পড়লেও অরেঞ্জ লাইনে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অর্থাৎ, হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পূর্বনির্ধারিত সময়সূচি মেনেই চলছে। তবে ব্লু লাইনের পরিষেবা বন্ধ হওয়ায়, বহু যাত্রীকে বিকল্প যানবাহনের খোঁজে ছুটতে দেখা গেছে, যার ফলে বাইরে রাস্তাতেও ভিড় বেড়েছে।

যাত্রীদের একাংশের অভিযোগ, স্টেশনে পরিষেবা বন্ধের সঠিক কারণ বা সময়মতো ঘোষণা না পাওয়ায় আরও সমস্যায় পড়তে হয়েছে। যদিও কর্তৃপক্ষ বলেছে, মানুষের নিরাপত্তাই এখন তাদের প্রথম লক্ষ্য। আপাতত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই মেট্রো চলবে ব্লু লাইনে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছু দিন সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছে।