ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় টানা ভারী বৃষ্টির জেরে ধস নামল একাধিক জায়গায় (Kedarnath Yatra)। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সোনপ্রয়াগের কাছে মানকাটিয়া অঞ্চল, যেখানে ধসের কারণে রাস্তায় জমেছে পাথর ও বোল্ডার। এর জেরে বৃহস্পতিবার (৩ জুলাই) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কেদারনাথ যাত্রা। উত্তরাখণ্ড প্রশাসন জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। যাত্রা পুনরায় কবে শুরু হবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
গৌরীকুণ্ডে আটকে পড়া পর্যটকদের উদ্ধার, সোনপ্রয়াগে আনা হয়েছে (Kedarnath Yatra)
পুলিশ জানিয়েছে, মানকাটিয়ার রাস্তা ধ্বংসস্তূপে ঢেকে যাওয়ায় গৌরীকুণ্ড থেকে ফেরার পথে অনেক তীর্থযাত্রী আটকে পড়েন(Kedarnath Yatra)। তবে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁদের উদ্ধার করে সোনপ্রয়াগে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। উত্তরাখণ্ড সরকারের এক আধিকারিক পিটিআই-কে জানান, “প্রায় সব যাত্রীদের নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে। নতুন করে কোনও দুর্ঘটনার খবর নেই।”
ভারী বৃষ্টি ও ঝড় চলবে ৮ জুলাই পর্যন্ত (Kedarnath Yatra)
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) সতর্ক করেছে, ৮ জুলাই পর্যন্ত উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে(Kedarnath Yatra)। এই তালিকায় রয়েছে—
- হিমাচল প্রদেশ
- উত্তরাখণ্ড
- হরিয়ানা
- পূর্ব রাজস্থান
- পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশ
- পঞ্জাব
এই সময়সীমায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়ার উন্নতি না-হওয়া পর্যন্ত সাবধান থাকুন (Kedarnath Yatra)
প্রশাসন পর্যটকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে—
- কেদারনাথ বা আশপাশের পাহাড়ি অঞ্চলে না যাওয়ার জন্য।
- স্থানীয় আবহাওয়া রিপোর্ট ও সরকারি আপডেট নিয়মিতভাবে অনুসরণ করার জন্য।
- জরুরি পরিস্থিতিতে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে।

প্রকৃতির রুদ্ররূপে ব্যাহত পূণ্যযাত্রা (Kedarnath Yatra)
প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী কেদারনাথের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু এবছর বৃষ্টির প্রকোপ যাত্রাকে মাঝপথে থামিয়ে দিল। পাহাড়ি রাজ্যে বৃষ্টির মরসুমে এই ধরনের বিপর্যয় নতুন নয়। তবে দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ায় দর্শনার্থীদের নিরাপত্তা আপাতত সুনিশ্চিত হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কেদারনাথ যাত্রা আপাতত স্থগিত—এটাই প্রশাসনের কড়া বার্তা।