ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীতের বেলায় ফুলের বাহার(Keep Flowers Fresh) দেখতে ভালো লাগে সবার। শীতে অনেক রকমের ফুল বেশি পরিমাণেই পাওয়া যায়। আর পাগল হয়ে ওঠেন ফুল প্রেমীরা। যারা প্রতিদিন নিজের বেডরুমে বা ড্রইংরুমে ফুল সাজিয়ে রাখতে ভালবাসেন, তাদের জন্য শীত যেন একরাশ আনন্দ নিয়ে আসে। ফুলের সঙ্গে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে মন ভালো করে দেওয়া এক স্নিগ্ধতা । চোখ জোড়া জুড়িয়ে যায়। কিন্তু এটাও ঠিক যে কিন্তু শুষ্ক আবহাওয়া তাজা ফুলের শত্রু। শীতের এই সময় ফুলের কোমল শরীরেও নিয়ে আসে রুক্ষতা। অল্প সময়েই ফুলদানির ফুল যায় শুকিয়ে। এই নিয়ে চিন্তিত অনেক ফুল প্রেমীর। কীভাবে এই ফুল বেশি সময় ধরে তাজা রাখবেন? চলুন জেনে নেওয়া যাক।
ফুলদানিতে ফুলের কাণ্ড কতটা জলে ডুবে? (Keep Flowers Fresh)
ফুলদানিতে ফুলের কাণ্ড কতটা জলে ডুবে রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ(Keep Flowers Fresh)। খেয়াল রাখবেন কাণ্ডের যে অংশ জলের ভিতরে রয়েছে তাতে যেন কোনও পাতা না থাকে। আবার যে অংশ জলের উপরে রয়েছে তার কোনও পাতা যেন জল ছুঁয়ে না থাকে। কারণ পাতায় আগে পচন ধরে। ফুলদানিতে ফুল রাখতে গেলে কাণ্ড সঠিকভাবে কাটতে হয়। এটি খুব বেশি ছোট করবেন না। আর কাণ্ডের নিচের অংশটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবেন। যাতে একটু ছুঁচালোভাব তৈরি হয়। এতে ফুল বেশি সময় ধরে তাজা থাকে।
জলের পরিমাণ ঠিক করুন (Keep Flowers Fresh)
জল ফুলের জন্য খুবই ভালো, তবে বেশি সময় ধরে নয়। তাই দুদিন অন্তর ফুলদানির জল পালটে ফেলুন(Keep Flowers Fresh)। চাইলে সকালবেলা উপর থেকে ফুলে হালকা জল স্প্রে করে দিতে পারেন। এতে ফুল বেশি সময় ধরে ভালো থাকে। তবে রোজ জল পাল্টাতে পারলে আরও ভালো। গরম জল ফুলদানিতে দেবেন না এতে ফুলের ক্ষতি হয়। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ফুলদানির আয়তন অনুযায়ী জল দেবেন।
আরও পড়ুন:Food: লুচির আদর্শ জুটি? বাঙালি- তালিকায় কোন কোন তরকারি? জানুন এক ঝলকে…
ফুলদানি ধোয়ার সময় সাবধান
ফুলদানি ধোয়ার সময় সাবধান। ফুলদানি ভালো করে পরিস্কার করা দরকার(Keep Flowers Fresh)। তাতে যেন কোনওভাবেই সাবান বা সার্ফ না লেগে থাকে। কোনওভাবে তা থেকে গেলে ফুলের ক্ষতি এবং তা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এই ধরণের ক্ষার জাতীয় কোনো পদার্থ যেন ফুলের সংস্পর্শে না আসে খেয়াল রাখবেন। বদ্ধ কোনো জায়গায় রাখবেন না, খোলামেলা জায়গায় রাখুন ফুলদানি।
আরও পড়ুন:Winter Oil: শীতে তেল ব্যবহার করছেন তো? জানুন চেনা তেলের উপকারিতা
অ্যাপেল সাইডার ভিনিগার
অ্যাপেল সাইডার ভিনিগার, চিনি আর ব্লিচ ব্যবহার করতে পারেন ফুলকে তাজা রাখতে। অ্যাপেল সাইডার ভিনিগার দুই চামচ নিন। তাতে দুচামচ চিনি আর অর্ধেক চা চামচ ব্লিচ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার তা ফুলদানিতে ঢেলে দিন। তাতে ফুল বেশিদিন ধরে তাজা থাকবে।