ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলায় বামেরা ‘শূন্য’ বামেরা। তবে ‘লাল’ কেরলে এক জন বিধায়ককে পেয়ে গেল তৃণমূল(Kerala MLA Joins TMC)। তৃণমূলে যোগ দিলেন কেরলের নীলাম্বুর বিধায়ক পিভি আনোয়ার (P V Anvar)। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সদস্যপদ গ্রহণ করেছেন। সেই সঙ্গে তাঁকে দলে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছে তৃণমূল (AITC Kerala)। পোস্ট করেছেন অভিষেকও (Abhishek Banerjee)।
আনোয়ারকে স্বাগত জানিয়ে এক্সে পোস্ট অভিষেকের (Kerala MLA Joins TMC)
কেরল থেকে প্রথম কোনও বিধায়ক তৃণমূলে যোগদান (Kerala MLA Joins TMC) করেছেন। শুক্রবার আনোয়ারের তৃণমূলে যোগদানের খবর জানিয়ে অভিষেক লেখেন, ‘‘কেরলের নিলাম্বুরের বিধায়ক পিভি আনোয়ারকে (P V Anvar)তৃণমূল পরিবারে স্বাগত জানাচ্ছি। জনগণের সেবায় এবং কেরলের মানুষের অধিকারের জন্য তিনি নিবেদিত।’’
এখন বিরোধী হলেও বাম সমর্থনেই জয়ী আনোয়ার (Kerala MLA Joins TMC)
আনোয়ার এখন তৃণমূল সমর্থিত (Kerala MLA Joins TMC)হলেও একটা সময় সিপিআইএমের সমর্থনে জিতেছিলেন। ২০১৬ সাল এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নিলাম্বুর আসন থেকে বাম-সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। কিন্তু একাধিক ইস্যুতে সম্প্রতি বামেদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আনোয়ার। মাসদুয়েক আগে সিপিআইএমের নেতৃত্বাধীন বামেদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ‘ডেমোক্র্যাটিক মুভমেন্ট অফ কেরল’ (ডিএমকে) তৈরি করেন।
আরও পড়ুন : Accident Insurance: পথ দুর্ঘটনায় বিনামূল্যে চিকিৎসা! নতুন প্রকল্প আনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
আনোয়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন এলডিএফ জোটের
এক সময়ে কেরলের এলডিএফ জোট সরকারের অংশ ছিলেন বিধায়ক আনোয়ার। তবে গত বছরের সেপ্টেম্বরে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এলডিএফ জোট। তার আগে প্রকাশ্যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন ওই বিধায়ক। বহিষ্কারের পর কেরলে বিরোধী জোটে যোগদানের নানা চেষ্টা করেন আনোয়ার । কিছু দিন আগে ইন্ডিয়ান মুসলিম লিগের প্রধানের সঙ্গে বৈঠকও করেন। কেরল বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক ভিডি সতীশনের সঙ্গেও আলোচনা করেছেন। তবে এর আগে কংগ্রেসের কয়েক জন নেতাকে আক্রমণ করে বসেন ওই বিধায়ক। শেষে তিনি ডিএমকে দলে যোগদান করতে পারেন বলে চাপানউতর তৈরি হয়।
আরও পড়ুন : Indian Rupee Against Dollar: ডলারের চাপে রেকর্ড পতন ভারতীয় মুদ্রার
সম্প্রতি জেলেও যান আনোয়ার
গত ৫ জানুয়ারি নিলাম্বুর জেলা বন দফতরের অফিসে ভাঙচুর চালানোর ঘটনায় নাম জড়ায় ওই বিধায়কের। হাতির পায়ের তলায় পিষে গিয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ শুরু করেছিলেন স্থানীয়েরা। তার নেতৃত্বে ছিলেন আনবর। আনবরকে গ্রেফতার করা হয়। যদিও পরদিনই জামিন পেয়ে যান।পুলিশের আর্জি খারিজ করে দিয়ে তাঁর জামিনের আর্জি মঞ্জুর করে নিলাম্বুরের আদালত। আর জেল থেকে ছাড়া পাওয়ার ‘হিরোর’ ধাঁচে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।গ্রেফতার হওয়ার ঘণ্টা ১৫ বাদে জামিন পেয়ে বাম সরকারকে বিঁধে নানা মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, কেরলে প্রশাসনিক স্তরে সংস্কার আনতে হলে প্রবল বামবিরোধী শক্তির উত্থান জরুরি। আর তার কয়েকদিন পরেই তৃণমূলে যোগ দিলেন আনোয়ার। ঘাসফুল শিবিরের রাজনীতির প্রশংসা করে আনোয়ার জানিয়েছেন, কেরলে ডিএমকে যদি তৃণমূলের সঙ্গে জোট করে তবে সে রাজ্যে বামবিরোধী শক্তি আরও প্রবল হবে।