ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেরলের তিরুবনন্তপুরমে (Kerala Murder Case) এক মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে ২৩ বছরের এক তরুণ। সে নিজের মা, ভাই, ঠাকুমা, দুই আত্মীয় এবং প্রেমিকাকে খুন করার দাবি করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
ঘটনাটা ঠিক কী? (Kerala Murder Case)
পুলিশ স্টেশনে এসে হঠাৎই এক তরুণ যুবক দাবি (Kerala Murder Case) করে যে সে নাকি তার পরিবারের সকলকে খুন করেছে। আত্মসমর্পণ করতে চেয়েই থানায় আসে সে।
তদন্তে পুলিশ
পুলিশের প্রাথমিক তদন্তে পাঁচজনের মৃত্যু (Kerala Murder Case) নিশ্চিত হয়েছে। অভিযুক্তের মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তরুণের দাবি, তিনি ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে মাকে খুনের চেষ্টা করলেও সফল হননি।
আরও পড়ুন: Kolkata: খুনের পর ট্রলিতে দেহ ভরে বারাসাত থেকে কলকাতায় ২ মহিলা
কেন এই খুন?
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিদেশে ব্যবসা রয়েছে এবং তিনি দেনায় জড়িয়ে পড়েন। দেনা মেটাতে পরিবারের সদস্যদের কাছে সাহায্য চাইলেও কেউ সহযোগিতা করেননি বলে তিনি অভিযোগ করেছেন। এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত বলে পুলিশ ধারণা করছে।
কোথায় এবং কবে ঘটেছে?
ঘটনাটি সোমবার সন্ধ্যায় তিরুবনন্তপুরমের তিনটি স্থানে ঘটে। অভিযুক্ত নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন, তবে তাঁর শরীরে বিষক্রিয়ার কোনও চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ এখন তাঁর মোবাইল ফোন ও মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে। ঘটনার বিস্তারিত তদন্ত এখনও চলছে।