ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাত দুটোয় খাদানের দখলদারি। ডিসেম্বরের এই ঠান্ডায় রাত ২ টোর সময় খাদান (Khadaan) দেখতে যাবেন সিনেপ্রেমীরা। বঙ্গে ঝড় তুলতে চলেছে খাদান। তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবার পাওয়া গেল প্রমাণ। রায়গঞ্জের কল্যাণী মাল্টিপ্লেক্সে ফার্স্ট ডে’র ফার্স্ট শো হাউসফুল। ফার্স্ট ডে’র ফার্স্ট শো এখানে রাখা হয়েছে রাত ২টোর সময়। রাত পেরোলেই বঙ্গের হলে হলে চলবে খাদানের দখলদারি।
খাদান ঝড় নিয়ে এসেছে (Khadaan)
কল্যাণী রায়গঞ্জের এই সিনেমা হলে তিনটি শো পেয়েছে খাদান (Khadaan)। প্রথমটি রাত ২টোয়। দ্বিতীয়টি দুপুর ১২টা ৫০ মিনিটে এবং তৃতীয়টি বিকেল ৪টে ৩৫ মিনিটে। দেব (Dev) ভিডিয়ো বার্তার মাধ্যমে জানালেন, মাঝরাতে খাদানের ফার্স্ট ডে’র ফার্স্ট শো হাউসফুল। এটা বাংলা ছবির জন্য গর্বের। সত্যি খাদান, একটা ঝড় নিয়ে এসেছে। তার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। খাদান সব জায়গায় খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছে।
বাংলা ছবির জন্য দেবের লড়াই (Khadaan)
বাংলা ছবির জন্য দেবের লড়াই জারি রয়েছে। তিনি এত সহজে দমে যাবেন না। বাংলায় অন্য ভাষার ছবির দাপট। যার কারণে হল হারাচ্ছে বাংলা ছবি। এর আগেও এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেতা দেব। প্রথমদিকে খাদানের (Khadaan) অগ্রিম বুকিংয়ের জন্য খুব অসুবিধা হচ্ছিল। এমনকি হল পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেবের চেষ্টায় খাদানের অগ্রিম বুকিং শুরু হয়েছে। হলও পেয়েছে। তবে এটা ঠিক। ভিন্ন ভাষার ছবির দাপটে বাংলার বিনোদন দুনিয়ায় কিছুটা অশান্তির ঝড়।
আরও পড়ুন: Ankush Hazra: হল পাচ্ছে না খাদান, বাংলা ছবি নিয়ে ভয় পাচ্ছেন অঙ্কুশ!
পুষ্পা ঝড়েও খাদানের কামাল
২০ ডিসেম্বর একসাথে মুক্তি পাচ্ছে বাংলার চারটি ছবি। খাদান, সন্তান, চালচিত্র এবং ৫ নং স্বপ্নময় লেন। অপরদিকে বঙ্গে ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে ‘পুষ্পা ২’। অল্লু আর্জুন বঙ্গে তাঁর রাজত্ব ধরে রেখেছে। ছবির অগ্রিম বুকিংয়েই ঝড় তোলে। ভেঙে দিয়েছে বিগত সমস্ত ছবির রেকর্ড। হাজার কোটির ক্লাব পেরিয়ে এখন টার্গেট দুই হাজার কোটির ক্লাব। শুধু পশ্চিমবঙ্গ নয়। গোটা দেশ জুড়েই চলছে ‘পুষ্পা ২’ এর দাপট। অভিনেতা আল্লু অর্জুন আইনি গেরোয় ফাঁসলেও, এই ঘটনা তাঁর ছবির প্রচার দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
চিন্তায় ছিলেন দেব
এই আবহে, একটু চিন্তায় ছিলেন বাংলা ছবির প্রযোজক থেকে শুরু করে পরিচালকরা। সেই চিন্তার ছাপ দেবের মুখেও দেখা গিয়েছিল। নিজেই সোশ্যাল মিডিয়া লিখেছিলেন, ভিন্ন ভাষার ছবির কারণে বাংলা ছবি হল পাচ্ছে না। ‘খাদান’ ছবির অগ্রিম বুকিং শুরু করতে পারেননি বলে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। তবে তিনি আশাবাদী ছিলেন। লড়াই জারি রেখেছিলেন। অবশেষে সফল হলেন।
আরও পড়ুন: Ankush Hazra: স্ট্যান্ড আপ কমেডি শো’য়ে অঙ্কুশ, অভিনয় কি ছেড়ে দিলেন?
কী বললেন দেব?
দেব ট্রাইব টিভিকে জানিয়েছিলেন, খাদান হল পেয়েছে। অগ্রিম বুকিং শুরু হয়েছে। তবে তিনি লড়াই ছাড়ছেন না। তিনি শুধু খাদান নয়, বাংলা ছবির জন্য লড়ছেন। তা বারংবার বুঝিয়ে দিয়েছেন। খাদান ছবি তৈরি থেকে শুরু করে প্রেক্ষাগৃহে মুক্তি পর্যন্ত, বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে পৌঁছে গিয়েছেন তাঁর খাদান টিম নিয়ে। জোর কদমে প্রচার চালিয়েছেন। দেব ভক্তদের বিশ্বাস, অভিনেতার এত পরিশ্রম বিফলে যাবে না। এবার বাকি কথা বলবে বক্স অফিস। ইতিমধ্যেই কিন্তু অগ্রিম বুকিং বেশ ভালই হচ্ছে।