ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খুব শীঘ্রই এক ফ্রেমে ঝড় তুলতে আসছেন টলি ইন্ডাস্ট্রির দুই বাঘা (Khakee The Bengal Chapter) অভিনেতা। এক ফ্রেমে দেখতে পাবেন জিৎ এবং প্রসেনজিৎকে। জিৎকে পাশে নিয়েই হুঁশিয়ারি দিলেন প্রসেনজিৎ। কী বললেন তিনি? সামনে চলে এল, ‘খাকি’ রিলিজের দিনক্ষণ ।
দর্শকের জন্য সুখবর (Khakee The Bengal Chapter)
একই ফ্রেমের জিৎ এবং প্রসেনজিতের অভিনয় দেখতে (Khakee The Bengal Chapter) মরিয়া দুই তারকার ভক্তরা। তাছাড়া এটা টলি ইন্ডাস্ট্রির কাছে একটা বড় পাওনা তো অবশ্যই, পাশাপাশি দর্শকের কাছে সুখবর। এবার সেই উত্তেজনা আরও দ্বিগুণ বাড়িয়ে দিলেন প্রসেনজিৎ।
এক ফ্রেমে একগুচ্ছ টলি তারকা (Khakee The Bengal Chapter)
বহুদিন ধরেই নীরজ পাণ্ডের ‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khakee The Bengal Chapter) নিয়ে জোর আলোচনা চলছে। তাছাড়া সিরিজের কাস্টিংয়ে রয়েছে প্রচুর চমক। দর্শক একসঙ্গে দেখতে পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জিৎ (Jeet), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে ( Saswata Chatterjee)। এই একগুচ্ছ তারকা এক ফ্রেমে থাকবেন মানে বড় কিছু যে হতে চলেছে, তা বলাই বাহুল্য । অনেকেই বলছেন, এটা দর্শকদের জন্য একটা বিরাট বড় ট্রিট হতে চলেছে। কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে, এই ওয়েব সিরিজের টিজার। তারপর থেকেই দর্শকদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। সবাই অপেক্ষা করছে, কখন এটি মুক্তি পাবে। তবে সেই অপেক্ষায় এবার অবসান হল। আর বেশিদিন নয়। আগামী ২০ মার্চ নেটফ্লিক্সের পর্দায় মুক্তি পাবে “খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার “।
আরও পড়ুন: Sontu: পরপারে পাড়ি সন্টুর, মন খারাপ সক্কলের!
জিতকে নিয়ে প্রসেনজিতের রসিকতা
নেটফ্লিক্সের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায়, জিতকে পাশে নিয়ে প্রসেনজিৎ বলেন , “বাঘ সিংহ একসঙ্গে আসছে”। বলেন, ” সকলে আমাকে জিজ্ঞাসা করছেন, বস আর বুম্বাদা কবে একসঙ্গে ধরা দেবেন? মানে বাঘ আর সিংহ কবে একসঙ্গে আসছে?” তখনও পর্যন্ত কিন্তু ফ্রেমে শুধুমাত্র প্রসেনজিৎ ছিলেন। জিৎ ছিলেন না। তারপরেই প্রসেনজিৎ জিতের খোঁজ শুরু করে দিলেন। ক্যামেরার সামনে চিৎকার করে জিতকে ডাকতে থাকলেন। অপরদিকে প্রসেনজিতের ডাকে তড়িঘড়ি সেখানে এসে পৌঁছালেন টলিউড সুপারস্টার জিৎ। রসিকতা করে প্রসেনজিৎ জিতকে বললেন, ” এই তো বস, সবসময় স্টাইলে থাকে”। অপর দিকে জিতকে পাল্টা উত্তরে বলতে শোনা গেল, ” আমি আর বস কোথায়, তুমি তো ওজি বস, দ্য ইন্ডাস্ট্রি”।

আকর্ষণের কেন্দ্রবিন্দু
নিঃসন্দেহে এই সিরিজে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন টলিউডের দুই সুপারস্টার জিৎ এবং প্রসেনজিৎ। তাঁদের দুজনকে এই প্রথম একসঙ্গে পর্দায় দেখতে পাবেন। যদিও বাংলা নয়, দেখা যাবে হিন্দি ওয়েব সিরিজে। যেখানে জিৎ রয়েছেন পুলিশ অফিসারের ভূমিকায়, অপরদিকে প্রসেনজিৎকে দেখতে পাবেন রাজনীতিবিদের চরিত্রে। পরমব্রতকেও পুলিশের ভূমিকায় দেখতে পাবেন। শাশ্বতকে কোন চরিত্রে দেখা যাবে তা বিশদে জানা যায়নি। তবে তাঁকে সাদা পাঞ্জাবিতে দেখা গিয়েছে।