ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: AIFF-এর কার্যনির্বাহী কমিটি ১ আগস্ট ভারতীয় পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচের (Khalid Jamil front-runner to be India Coach) নাম ঘোষণা করবে। আর্থিক চ্যালেঞ্জ এবং অভিজ্ঞ প্রার্থীদের প্রতিযোগিতার মধ্যে খালিদ জামিল এগিয়ে আছেন।
এআইএফএফ নির্বাহী কমিটির বৈঠকে হবে চূড়ান্ত সিদ্ধান্ত (Khalid Jamil front-runner to be India Coach)
ভারতীয় পুরুষ ফুটবল দলের পরবর্তী প্রধান কোচের নাম ঘোষণা করা হবে ১ আগস্ট (Khalid Jamil front-runner to be India Coach)। ওই দিন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে খালিদ জামিলকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটির তৈরি তিন জনের সংক্ষিপ্ত তালিকায় খালিদ জামিলকেই সবচেয়ে যোগ্য মনে করা হয়েছে। তবে প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টান্টাইনও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এআইএফএফ-এর এক শীর্ষ কর্তা জানান, “হ্যাঁ, ১ আগস্ট নির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছে শুধুমাত্র জাতীয় দলের কোচ নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য।” তিনি আরও বলেন, “তিনজন সংক্ষিপ্ত তালিকাভুক্ত কোচের জীবনবৃত্তান্ত এবং তারা কত পারিশ্রমিক চাইছেন, সবই কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।”
আর্থিক সীমাবদ্ধতার কারণেই খালিদ জামিল এগিয়ে (Khalid Jamil front-runner to be India Coach)
বর্তমানে এআইএফএফ-এর আর্থিক অবস্থা খুব একটা মজবুত নয় (Khalid Jamil front-runner to be India Coach)। তাই সিদ্ধান্ত খালিদ জামিলের পক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি। ৪৮ বছর বয়সী জামিল এখন ইন্ডিয়ান সুপার লিগের জামশেদপুর এফসি-র কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। সেক্ষেত্রে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তার কোনও প্রস্তুতির সময় নষ্ট হবে না। সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো রয়েছে। তারপরে অক্টোবরের ৯ এবং ১৪ তারিখ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে ভারত। এক সময় ভারতের জাতীয় দলের মিডফিল্ডার হিসেবে খেলা জামিল বর্তমানে এএফসি প্রো লাইসেন্সধারী কোচ। তাকে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মরসুমে এআইএফএফ-এর বর্ষসেরা কোচ হিসেবে সম্মানিত করা হয়েছে।
আরও পড়ুন: Possible Indian XI for Final Test: পঞ্চম টেস্টে চার পরিবর্তন? নেই পন্থ-বুমরাহ, ফিরছেন আকাশ-অর্শদীপ!
মারকেজের বিদায় এবং দ্বৈত দায়িত্বের প্রশ্ন (Khalid Jamil front-runner to be India Coach)
ম্যানোলো মারকেজ এই মাসের শুরুতেই এআইএফএফ-এর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। তিনি এফসি গোয়ার কোচের পাশাপাশি ভারতের জাতীয় দলের কোচের দ্বৈত ভূমিকা পালন করছিলেন। এখন প্রশ্ন উঠেছে, জামিলও কি একইভাবে জামশেদপুর এফসি-র কোচের সঙ্গে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন, নাকি তিনি ক্লাব ছেড়ে জাতীয় দলে সম্পূর্ণভাবে মনোনিবেশ করবেন। এই বিষয়ে এআইএফএফ-এর এক সূত্র বলেন, “সবকিছুই নির্বাহী কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তারা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।”
কনস্টান্টাইন ও তার আন্তর্জাতিক অভিজ্ঞতা
আন্তর্জাতিক অভিজ্ঞতার দিক থেকে খালিদ জামিলের থেকে অনেক এগিয়ে রয়েছেন স্টিফেন কনস্টান্টাইন। ইংল্যান্ড ও সাইপ্রাসের দ্বৈত নাগরিকত্বধারী এই কোচ ২০০২ থেকে ২০০৫ এবং ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত দু’বার ভারতীয় দলের কোচ ছিলেন। এছাড়া তিনি ২০২২-২৩ মরসুমে ইস্টবেঙ্গলের কোচ ছিলেন এবং সম্প্রতি পাকিস্তানের জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন। ৬২ বছর বয়সী এই ইউইএফএ প্রো লাইসেন্সধারী কোচ এর আগে নেপাল, মালাউই ও রোয়ান্ডার জাতীয় দলকেও কোচিং করিয়েছেন।
আরও পড়ুন: Divya Deshmukh: দাবার ছকে ইতিহাস, বিশ্ব মঞ্চে দিব্যার দুরন্ত জয়!
তালিকায় তৃতীয় নাম স্তেফান তারকোভিচ
টেকনিক্যাল কমিটির তৈরি সংক্ষিপ্ত তালিকার তৃতীয় নাম স্তেফান তারকোভিচ। ৫২ বছর বয়সী এই কোচ ২০২০ থেকে ২০২২ পর্যন্ত স্লোভাকিয়া জাতীয় দলের কোচ ছিলেন। এরপর তিনি ২০২৩-২৪ মরসুমে কিরগিজস্তানের জাতীয় দলের দায়িত্বে ছিলেন। এআইএফএফ-এর তরফে জানানো হয়েছে, প্রয়োজনে তারা নতুন কোচের নামের প্রস্তাবও বিবেচনা করতে পারে। তবে শনিবার এক বিবৃতিতে সংস্থা বলেছে, “ভারতীয় ও এশিয়ান ফুটবল পরিবেশ সম্পর্কে গভীর ধারণা থাকা একজন কোচ নিয়োগ করলে জাতীয় দলের বর্তমান ও ভবিষ্যতের জন্য তা খুবই ইতিবাচক হবে।”